Zohra Sehgal Wedding: ৮ বছরের ছোট হিন্দু পাত্রকে বিয়ে, সন্তান কোলে কেন রাতারাতি পাকিস্তান থেকে মুম্বই পাড়ি মুসলিম অভিনেত্রীর?

Zohra Sehgal Wedding Story: ১৯৪২-এ আট বছরের ছোট পাত্রের সঙ্গে বিয়ে। ভারত-পাক বিভাজনের প্রাক্কালে কোলের সন্তান নিয়ে মুম্বই ছুটে আসেন বর্ষীয়ান অভিনেত্রী জোহরা শেগল।

Zohra Sehgal Wedding Story: ১৯৪২-এ আট বছরের ছোট পাত্রের সঙ্গে বিয়ে। ভারত-পাক বিভাজনের প্রাক্কালে কোলের সন্তান নিয়ে মুম্বই ছুটে আসেন বর্ষীয়ান অভিনেত্রী জোহরা শেগল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

পাকিস্তান থেকে একরাতে মুম্বই পাড়ি

Zohra Sehgal hindu muslim marriage: রূপোলি দুনিয়ার তারকাদের জীবন নিয়ে জানতে আগ্রহী সাধারণ মানুষ। তাঁদের জীবনে কী ঘটে চলেছে তা নিয়ে উৎসুক সিনেপ্রেমীরা। সেলিব্রিটিদের জীবনের বিতর্ক হয়ে ওঠে টক অফ দ্য টাউন। শুধু বর্তমান প্রজন্মের তারকাদের জীবনেই বিতর্ক রয়েছে এমনটা কিন্তু, নয়। কিংবদন্তী বর্ষীয়ান শিল্পীদের জীবনেও রয়েছে নানা ঘটনা যা সেই সময় ছিল বিতর্কের কেন্দ্রে। সিনে দুনিয়ায় হিন্দু-মুসলিম বিয়ে নিয়ে আজও তরজা জারি। শর্মিলা ঠাকুর থেকে সোনাক্ষী সিনহা, প্রত্যেকের দিকেই ধেয়ে এসেছে কটাক্ষ। সেই তালিকা থেকে বাদ যান না বর্ষীয়ান অভিনেত্রী জোহরা শেগল। ভারত-পাক বিভাজনের আগেই আট বছরের ছোট কামেশ্বর শেগলের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন। সেই সময় ভিন ধর্মের বিয়ের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। 

Advertisment

হাম দিল দে চুকে সনম, ভীর জারা, চিনি কম-এর মতো ছবিতেও অভিনয় করছেন জোহরা শেগল। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন বিশিষ্ট নৃত্যশিল্পীও। আলমোরা-তে উদয় শংকরের নাচের স্কুলে কামেশ্বর শেগলের সঙ্গে জোহরার প্রথম সাক্ষাৎ। অপর্ণা গুপ্তার সঙ্গে এক সাক্ষাৎকারে জোহরা তঁদের প্রেমকাহিনি শুনিয়েছিলেন। অভিনেত্রী বলেছিলেন, 'যখন প্রথম দেখলাম তখন ভীষণ হ্যান্ডসাম মনে হয়েছিল। ওঁর প্রতিভা আমাকে মুগ্ধ করেছিল। ভাত আর ছত্রাক দিয়ে আঁকা একটি কুঁড়েঘরের ছবি দেখে আমি একেবারে মন্ত্রমুগ্ধ। বয়সে আট বছরের ছোট হলেও আমার অনুভূতিকে সম্মান করেছিল।'

Advertisment

আরও পড়ুন সোমের সকালে চরম দুঃসংবাদ, পদ্মশ্রী-পদ্মভূষণ প্রাপ্ত কিংবদন্তী অভিনেত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

দু'বছর সম্পর্কে থাকার পর ১৯৪২ সালে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। জোহরা বলেন, 'এলাহাবাদে আমরা সিভিল ম্যারেজ করেছিলাম। সেই সময় ট্রেন পরিষেবা ও রাস্তাঘাট বন্ধের জন্য দু'তরফে একটাই অনুষ্ঠান করা হয়েছিল।' জোহরা ছিলেন কট্টর মুসলিম পরিবারের মেয়ে। হিন্দু পাত্রকে বিয়ে করা মোটেই তাঁর পক্ষে খুব একটা সহজ ছিল না। Hauterrfly-কে দেওয়া এক সাক্ষাৎকারে  ভাইঝি আয়েশা রাজা মিশ্রা জোহরার লড়াইয়ের গল্প বলেন।

আরও পড়ুন সিনেমা মুক্তির আগেই অকাল প্রয়াণ! পুরস্কারপ্রাপ্ত ছবির সাফল্য উপভোগের সুযোগ হয়নি অমিতাভের ছবির প্রযোজকের

আয়েশা বলেন, 'বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কট্টর মুসলিম পরিবারের মেয়ে হয়েও আট বছরের ছোট সুপুরুষের প্রেমে পড়েন এবং তাঁকেই বিয়ে করার সিদ্ধান্তে একেবারে অনড়। ১৯৩০ সালে এক মুসলিম পরিবারের মেয়ের এমন ভাবনা সত্যিই দুঃসাহসিক। বাবার কাছে নিজের পছন্দের কথা অকপটে জানান। আট বছরের ছোট, পেশায় একজন নৃত্যশিল্পী এবং মুসলিম ধর্মের নয় তাও বলেন। আজ থেকে দুই প্রজন্ম আগে পরিবার এই কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল।'

আরও পড়ুন রাজ কাপুর-রাজেশ খান্না টু শাহরুখ-কাজলের সঙ্গে অভিনয়, কিংবদন্তী অভিনেত্রীর শেষযাত্রায় গড়হাজির বলিউড

তাঁরা একে অপরের প্রেমে অন্ধ ছিলেন। নতুন জীবন শুরু করেই লাহোরে আর্ট স্কুলের উদ্বোধন করেন। হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে প্রতিষ্ঠানটি নতুন দিগন্ত উন্মোচন করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ভারত-পাকিস্তান বিভাজনের প্রাক্কালে এলাকায় উত্তেজনা দেখা দিলে কোলের সন্তান নিয়ে এক রাতের মধ্যে মুম্বই চলে আসেন দম্পতি। সেখানে পৃথ্বী থিয়েটারে যোগ দেন জোহরা। ২০১২ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে স্বামী কামেশ্বর প্রসঙ্গে বলেছিলেন,  'বহুমুখী প্রতিভাসম্পন্ন এমন একজন ব্যক্তি যিনি সব কাজে দক্ষ। একজন গুণী শিল্পী, হোমিওপ্যাথ, নৃত্যশিল্পী, রাঁধুনি। কিন্তু, ফেমাস হতে পারেননি।'

bollywood actress Bollywood Wedding