simple kapadia Tragic Death: সন্তানের ডেবিউ মুভির আগেই অকাল মৃত্যু, জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর মর্মান্তিক পরিণতি

Rajesh Khanna- Sridevi: রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন। এরপর পেশা বদলে হয়ে যায় পোশাকশিল্পী। ঝুলিতে এসেছে সেরা পোশাকশিল্পীর জন্য জাতীয় পুরস্কার। কিন্তু, ছেলের অভিনয় আত্মপ্রকাশ না দেখেই ক্যানসার কেড়ে নেয় অভিনেত্রীর প্রাণ।

Rajesh Khanna- Sridevi: রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন। এরপর পেশা বদলে হয়ে যায় পোশাকশিল্পী। ঝুলিতে এসেছে সেরা পোশাকশিল্পীর জন্য জাতীয় পুরস্কার। কিন্তু, ছেলের অভিনয় আত্মপ্রকাশ না দেখেই ক্যানসার কেড়ে নেয় অভিনেত্রীর প্রাণ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

National Award Winning Costume Designer Death: প্রয়াত কিংবদন্তি অভিনেতা রাজেশ খন্নার বোন অভিনেত্রী সিম্পল কাপাডিয়ার রোমান্টিক জুটি বলিউডে আজও স্মরণীয়। আজও ভোলেনি। উল্লেখ্য, সিম্পল কাপাডিয়া রাজেশ পত্নী ডিম্পল কাপাডিয়ার ছোট বোন। ১৯৭৭ সালে শক্তি সামন্ত পরিচালিত 'অনুরোধ' ছবিতে সিম্পল কাপাডিয়ার সঙ্গে রাজেশের অভিনয় ঝড় তুলেছিল সিলভার স্ক্রিনে। মাত্র ১৮ বছর বয়সে এই ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সিম্পল। অন্যদিকে  ১৮ বছর বয়সে ববি ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন ডিম্পল কাপাডিয়া। 

Advertisment

১৯৭৭ সালে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে সিম্পল বলেছিলেন, 'এটা কখনও ববির সঙ্গে তুলনার প্রশ্নই ওঠে না। যেমন আমি কখনও ডিম্পল হতে পারি না ঠিক সেইরকমই। আসলে, রাজেশজির সঙ্গে কাজ করতে একটু অস্বস্তিই লেগেছে। ব্যক্তিগতভাবে কাউকে খুব ভাল করে জানলে, ক্যামেরার সামনে তাঁর সঙ্গে অন্যভাবে অভিনয় করতে একটু অপ্রস্তুতে পড়ে গিয়েছিলাম।' 

আরও পড়ুন কিয়ারার পর এবার মা হচ্ছেন পরিণীতি! কপিল শর্মার শোয়ে বড় ইঙ্গিত বেটারহাফ রাঘবের

Advertisment

'অনুরোধ' ছাড়াও সিম্পল কাপাডিয়া আরও একবার রাজেশ খন্নার সঙ্গে জুটি বাঁধেন বাসু চ্যাটার্জি পরিচালিত ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার মুভি 'চক্রব্যূহ'-তে। সিম্পল অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে আহসাস (১৯৭৯), মনপসন্দ (১৯৮০), লুটমার (১৯৮০), শক্কা (১৯৮১), জমানেকে দিখানা হ্যায় (১৯৮২), দুলহা বিকতা হ্যায় (১৯৮২), জীবন ধারা (১৯৮২, রেখার সঙ্গে) এবং রেহগুজার (১৯৮৫)।

আরও পড়ুন মারাত্মক বিপদে 'পবিত্র রিস্তা' খ্যাত অঙ্কিতা! তড়িঘড়ি থানায় ছুটলেন অভিনেত্রী

পরবর্তীতে কস্টিউম ডিজাইনার হিসেবে বলিউডে সাফল্য পান সিম্পল। শশি কাপুরের অজুবাতে শ্রীদেবীর পোশাক ডিজাইন করে নজর কেড়েছিলেন। এরপর 'ডর' - এ জুহি চাওলা, 'বরসাত' -এ ভাগ্নি টুইঙ্কল কাপাডিয়া, 'ঘাতক' - এ মীনাক্ষী শেশাদ্রী, 'চাচি ৪২০'-এ কমল হাসান ও তব্বু, '২৩শে মার্চ ১৯৩১: শহীদ' -এ অমৃতা সিং এবং 'সোচা না থা' -এ আয়েশা টাকিয়ার পোশাক ডিজাইন করেন সিম্পল কাপাডিয়া।

১৯৯৩ সালে কল্পনা লাজমি পরিচালিত 'রুদালি' ছবির জন্য সিম্পল কাপাডিয়া 'সেরা পোশাক ডিজাইনার'-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ছবিটিতে মুখ্য ভূমিকায় ছিলেন ডিম্পল কাপাডিয়া। সে বছরই ক্যানসারে আক্রান্ত হন সিম্পল, তবে শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। ১৯৯২ সালে সিম্পল কাপাডিয়া রাজিন্দর সিং শেঠিকে বিয়ে করেন। যদিও সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। 

আরও পড়ুন ভোর চারটে পর্যন্ত নিয়মিত মদের নেশায় বুঁদ, হাসির অন্তরালে জীবনের ভয়ংকর অভিজ্ঞতা ভাগ জনি লিভারের

একমাত্র পুত্র করণ কাপাডিয়া ২০১৯ সালে বেহজাদ খামবাট্টা পরিচালিত 'ব্ল্যাঙ্ক' ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। মায়ের মৃত্যুর ১০ বছর পর মুক্তি পায় করণের প্রথম ছবি। সিম্পল কাপাডিয়া ২০০৯ সালে মাত্র ৪১ বছর বয়সে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছেলের অভিনয়ে অভিষেকটা দেখে যাওয়া হয়নি প্রয়াত অভিনেত্রী ও জাতীয় পুরস্কারজয়ী পোশাকশিল্পীর।