Sridevi signed Movie Before Death: সালটা ছিল ২০১৭। সেই বছর মুক্তি পেয়েছিল শ্রীদেবী অভিনীত শেষ সিনেমা 'মম'। কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবির পরও আরও একটি কাজ করতে চেয়েছিলেন শ্রীদেবী। প্রাথমিক কথাবার্তার পরও স্বপ্নভঙ্গ হয় শ্রীদেবীর। সিনেমা হওয়ার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। মৃত্যুর কোলে ঢলে পড়েন বলিউডের 'চাঁদনি'।'কালীধর লাপাতা'-র পরিচালক মধুমিতার সঙ্গেই একটি ছবিতে কাজ কাজের ইচ্ছেপ্রকাশ করেছিলেন। সম্প্রতি ZEE5-এ মুক্তি পেয়েছে মধুমিতার 'কালীধর লাপাতা'। SCREEN-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীদেবীর অসম্পূর্ণ কাজ নিয়ে অজানা গল্প শেয়ার করলেন।
আরও পড়ুন রাজুর মৃত্যুর পর বিরাট পদক্ষেপ, স্ট্যান্ট ম্যানদের জন্য বড় ঘোষণা 'খিলাড়ি' অক্ষয়ের
মধুমিতা জানান, শ্রীদেবীর জন্য তিনি একটি রোমান্টিক-কমেডি চিত্রনাট্য লিখেছিলেন। 'ইংলিশ ভিংলিশ' মুক্তির ঠিক পরই একটি স্ক্রিপ্ট তৈরি করেছিলেন। পরিচালকের সংযোজন, 'আমি ওঁর বাড়ি গিয়ে গল্পটি শুনিয়েছিলাম এবং সেটি খুব পছন্দও হয়েছিল। এমনকি নিজের হাতে আমার জন্য গ্রিন টি বানিয়ে বলেছিলেন, আমি এই সিনেমাতে কাজ করতে চাই। এটি ছিল একটি রম-কম। হিন্দি, তামিল ও তেলেগু এই তিনটি ভাষায় ছবি মুক্তির পরিকল্পনাও করেছিলাম।'
আরও পড়ুন 'চিকিৎসাব্যবস্থা কেলেঙ্কারিতে ভরপুর', সারোগেসি পদ্ধতিতে মা হওয়ার সংগ্রাম নিয়ে বিস্ফোরক পায়েলের স্বামী
হিন্দি সংস্করণের জন্য শ্রীদেবীর স্বামী বনি কাপুরের সঙ্গেও আলোচনা করেন মধুমিতা। তাঁর কাছ থেকে মূল্যবান পরামর্শ পেয়েছিলেন। হিন্দি দর্শকদের জন্য ছবিটি আরও আকর্ষণীয় করে তুলতেই বনি কাপুরের কাছে গিয়েছিলেন মধুমিতা। কিন্তু, শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে সব পরিকল্পনা ওখানেই থমকে যায়। মধুমিতা আরও বলেন, 'এই গল্পটি আমি শুধু ওঁর কথা ভেবেই লিখেছিলাম। অন্য কাউকে ওই চরিত্রে কল্পনাও করতে পারি না। তাই শ্রদ্ধা জানিয়ে আমি ওই স্ক্রিপ্টটি আলমারিতে সযত্নে তুলে রেখেছি।'
আরও পড়ুন 'ফ্লপ' নায়ক অমিতাভের ছবি সহ চারটি হিটের পরও ৯ মাস কর্মহীন জাভেদ-সেলিম, বলিউড নিয়ে বিস্ফোরক গীতিকার-লেখক
মধুমিতার প্রথম হিন্দি ফিচার ফিল্ম 'কালীধর লাপাতা' এই ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, 'সব ধরনের ছবি প্রেক্ষাগৃহে ভাল করবে এমনটা তো হয় না। তবে 'কালীধর লাপাতা' এমন একটি গল্প যা পরিবারের সঙ্গে বসে দেখা যায়। OTT প্ল্যাটফর্মের জন্যও এই ছবি উপযুক্ত।' অভিষেক বচ্চনের প্রতিক্রিয়া নিয়েও উচ্ছ্বসিত মধুমিতা। প্রায় ৩০-৪০ মিনিট গল্প শোনার পর জুনিয়ার বচ্চন বলেছিলেন, 'শুটিং কবে শুরু করব?' মধুমিতা জানান, অভিষেক খুব মনোযোগ দিয়ে পুরো গল্পটি শুনেছিলেন এবং অনেক প্রশ্ন করেছিলেন। এমন একটি গল্প দর্শকের দরবারে পরিবেশন করতে চেয়েছিলেন যা আগে কখনও কেউ দেখেনি।
আরও পড়ুন চারবার বিয়েতেও মেলেনি সুখ, হাসপাতালেই সব শেষ! জীবনাবসান কিংবদন্তী সংগীতশিল্পীর