Metro In Dino OTT: কবে OTT-তে মুক্তি পাবে 'মেট্রো ইন দিনো'? জেনে নিন কোথায় কখন দেখবেন

Metro In Dino OTT Release: সিনেমা মুক্তির পরই সিনেপ্রেমী মানুষ অপেক্ষায় থাকে কবে ওটিটি-তে মুক্তি পাবে সেই ছবি। তাঁদের জন্য এসে গেল সুখবর। কবে ওটিটি-তে মুক্তি পাবে মেট্রো ইন দিনো?

Metro In Dino OTT Release: সিনেমা মুক্তির পরই সিনেপ্রেমী মানুষ অপেক্ষায় থাকে কবে ওটিটি-তে মুক্তি পাবে সেই ছবি। তাঁদের জন্য এসে গেল সুখবর। কবে ওটিটি-তে মুক্তি পাবে মেট্রো ইন দিনো?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কোন ওটিটি-তে মুক্তি পাবে?

Metro In Dino Netflix: সালটা ছিল ২০০৭। সেই বছর অনুরাগ বসুর নির্দেশনায় মুক্তি পেয়েছিল আদ্যোপান্ত প্রেমের গল্প লাইফ ইন আ মেট্রো। ভিন্ন আঙ্গিকে শহরের প্রেমের কোলাজে লাইফ ইন আ মেট্রো ছিল সেই বছরের অন্যতম সেরা ছবি। দীর্ঘ ১৮ বছর পর নতুন ধারার প্রেমের প্রেমের গল্প নিয়ে অনুরাগ বসুর লেটেস্ট রিলিজ মেট্রো… ইন দিনো। ৪ জুলাই ছবি মুক্তির পর দাগ কেটেছে দর্শকের মনে। প্রথমভাগের মতোই দ্বিতীয় ভাগও আধুনিক শহুরে জীবনের টানাপোড়েন সম্পর্কের জটিলতা এবং আবেগের প্রতিটি স্তরকে ছুঁয়েছে এই ছবি। এখনও বহু প্রেক্ষাগৃহে রয়েছে শো টাইম। সিনেমা মুক্তির পরই সিনেপ্রেমী মানুষ অপেক্ষায় থাকে কবে ওটিটি-তে মুক্তি পাবে সেই ছবি। তাঁদের জন্য এসে গেল সুখবর। 

Advertisment

ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। যদিও স্ট্রিমিংয়ের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে সাধারণত সিনেমা মুক্তির ৪৫ থেকে ৬০ দিনের মধ্যেই অনলাইন প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হয়। সেই হিসেব অনুযায়ী, অগাস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতেই দর্শকরা নেটফ্লিক্সে দেখতে পাবেন মেট্রো… ইন দিনো। আপনি যদি প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবি না দেখতে পারেন তাহলে নেটফ্লিক্সে মুক্তির জন্যআর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। 

আরও পড়ুন সঞ্জয় দত্তকে ৭২ কোটির সম্পত্তি উপহার, মহিলা ভক্তের ভালবাসার যা প্রতিদান নিলেন 'খলনায়ক'....

Advertisment

উল্লেখ্য, ২০২২ সালে প্রথম এই ছবির কথা ঘোষণা করেন পরিচালক অনুরাগ বসু। সিনেমার সংবেদনশীল গল্প বলার ভঙ্গিমা, হৃদয়ছোঁয়া সংগীত আর তারকাদের অসাধারণ পারফরম্যান্সেকর বুনোটে লাইমলাইট কেড়েছে মেট্রো… ইন দিনো। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর, সারা আলি খান, নীনা গুপ্তা, অনুপম খের, কঙ্কণা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি, ফতিমা সানা শেখ ও আলি ফজল। উল্লেখযোগ্যভাবে, একমাত্র কঙ্কনা সেন শর্মাই আগের ছবির অভিনেতাদের মধ্যে আবার ফিরে এসেছেন। 

আরও পড়ুন বিশ্বসেরা অভিনেতার পুরস্কার জিতেও বেকার, পার্টিতে স্টিলের গ্লাসে মদ্যপানে কী ভাবে ভাগ্যবদল অভিনেতার?

একটি সাক্ষাৎকারে কঙ্কনা লাইফ ইন আ মেট্রোর শুটিং, প্রয়াত অভিনেতা ইরফান খান ও পরিচালক অনুরাগ বসুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, 'ইরফানদার শান্ত ও সহজাত স্বভাবটা ছিল অনুরাগেরও। ওঁদের সঙ্গে কাজ করে কখনোই ক্লান্তি অনুভব হত না বরং সেটে সবসময়ই একটা সৃষ্টিশীল পরিবেশ থাকত।'

আরও পড়ুন পেট ভরাতে ভরসা মাত্র ১ টাকা! সুপারস্টারের বাবার জীবনের লড়াই শুনলে চোখে জল আসবে

Netflix Bollywood News OTT Platform