Sanjay Dutt: সঞ্জয় দত্তকে ৭২ কোটির সম্পত্তি উপহার, মহিলা ভক্তের ভালবাসার যা প্রতিদান নিলেন 'খলনায়ক'....

Sanjay Dutt Fan: ৬২ বছর বয়সী এক মহিলা ভক্ত তাঁর মৃত্যুর পর ৭২ কোটি টাকা মূল্যের সম্পত্তি প্রিয় নায়ক সঞ্জয় দত্তকে উপহার হিসেবে দিয়েছিলেন। সেই সম্পত্তি নিয়ে কী করেছেন পর্দার খলনায়ক?

Sanjay Dutt Fan: ৬২ বছর বয়সী এক মহিলা ভক্ত তাঁর মৃত্যুর পর ৭২ কোটি টাকা মূল্যের সম্পত্তি প্রিয় নায়ক সঞ্জয় দত্তকে উপহার হিসেবে দিয়েছিলেন। সেই সম্পত্তি নিয়ে কী করেছেন পর্দার খলনায়ক?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ভক্তের ভালবাসা

Sanjay Dutt-72 crore property: প্রিয় তারকার জন্য ভক্তদের নজিরবাহীন কাণ্ডকারখানা হামেশাই উঠে আসে সংবাদের শিরোনামে। সম্প্রতি এমনই এক পুরনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। নেপথ্যে নায়ক বলিউডের মুন্না ভাই এমবিবিএস সঞ্জয় দত্ত। তাঁর জন্য ৬২ বছর বয়সী এক মহিলা ভক্ত তাঁর মৃত্যুর পর ৭২ কোটি টাকা মূল্যের সম্পত্তি প্রিয় নায়ক সঞ্জয় দত্তকে উপহার হিসেবে দিয়ে গিয়েছেন। অনেকেই এই ঘটনাকে গুজব ভেবে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে সঞ্জয় নিজেই এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। একইসঙ্গে বলেছেন, ওই ভক্ত তাঁকে ভালবেসে যে কাজটি করেছেন সেটি বড় মনের পরিচয়। 

Advertisment

Curly Tales-এর এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্তকে জিজ্ঞাসা করা হয়, এক মহিলা ভক্ত কি সত্যিই তাঁকে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়েছেন? উত্তরে বড় পর্দার 'খলনায়ক' সঞ্জয় দত্ত পূর্ণ সম্মতি দিয়ে বলেন, 'হ্যাঁ, এটা সত্যি।' এবার প্রশ্ন, তিনি সেই সম্পত্তি নিয়ে কী করেছেন?

আরও পড়ুন শ্রুতিকে ডিভোর্স না দিয়েই নতুন শুরু! দ্বিতীয় বিয়ে করেই প্রেগন্যান্সি ঘোষণা অভিনেতার স্ত্রীর

Advertisment

অভিনেতা জানান, 'আমি ওই সম্পত্তি ওঁর পরিবারকেই ফিরিয়ে দিয়েছি।' এই ঘটনা আবারও প্রমাণ করে, তারকারা শুধু অভিনয়েই নয়, মানবিকতাতেও সত্যিকারের বড় মানুষ। প্রসঙ্গত, ২০১৮ সালে নিশা পাটিল নামে মুম্বইয়ের এক ৬২ বছর বয়সী গৃহবধূ সেই সম্পত্তি সঞ্জয় দত্তের নামে লিখে যান। 

আরও পড়ুন পেট ভরাতে ভরসা মাত্র ১ টাকা! সুপারস্টারের বাবার জীবনের লড়াই শুনলে চোখে জল আসবে

জানা যায়, তিনি এক মারাত্মক মরণব্যধিতে আক্রান্ত ছিলেন এবং মৃত্যুর আগে ব্যাঙ্ককে জানিয়ে যান তাঁর সব সম্পত্তি যেন সঞ্জয় দত্তকে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে  শাহরুখ খানও একবার ভক্তদের নিয়ে একটি মজার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।

কিং খান বলেছিলেন, এক ভক্ত নিরাপত্তা বেষ্টনী ভেঙে 'মান্নাত'-এ ঢুকে পড়েন। শুধু তাই নয় সুইমিং পুলে স্নান করার জন্য সম্পূর্ণ নগ্ন অবস্থায় জলে ঝাঁপ দেন। নিরাপত্তারক্ষী তাঁকে ধরে জিজ্ঞেস করলে তিনি বলেন, 'আমি কিছু চাই না, শুধু শাহরুখ খানের পুলে স্নান করতে চেয়েছিলাম।' শাহরুখ বলেন, 'আমি নিচে গিয়ে ওকে জড়িয়ে ধরেছিলাম। কোনও ছবি বা অটোগ্রাফ চাননি। ওই মুহূর্তটা যেমন ছিল মজার তেমনই হৃদয়স্পর্শী।'

আরও পড়ুন 'চিঠি লিখেছিলেন-লকডাউনের সময় ফোন করে...', হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে অমিতাভের সিক্রেট ফাঁস

sanjay dutt Bollywood News