/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/srijit-759-3.jpg)
হাসপাতালের সেবিকাদের অটোগ্রাফ দিলেন সৃজিত
Srijit Mukherji Health: কিলবিল সোসাইটির সাফল্যের মাঝেই মহাবিপদ! শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। সেই সঙ্গে ঘামতেও শুরু করেন। শরীরে অস্বস্তিবোধ করতেই বিন্দুমাত্র দেরি না করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৃজিতকে। শহরের একটি বেসরকারি হাসপাতালের ICU-তে রয়েছেন। এই মুহূর্তে শারীরিক অবস্থা স্থিতিশীল। শনিবার সকাল থেকেই চিকিৎসকরা সবরকম পরীক্ষা নিরিক্ষা করছেন। এর মাঝেই খোশ মেজাজে দেখা গেল টলিউডের ফার্স্ট বয়-কে। হাসপাতালেকর সেবিকাদের হাসি মুখে অটোগ্রাফ দিচ্ছেন। সত্যিই তো সৃজিত মুখোপাধ্যায়ের মতো বাংলার একজন জনপ্রিয় পরিচালককে এত সামনে থেকে দেখার সুযোগ পেয়ে একটা 'সই' না নিলে হয় নাকি!
আরও পড়ুন: 'গুড ফ্রাই-ডে'-র মাঝরাতে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ICU-তে সৃজিত, এখন কেমন আছেন পরিচালক?
অসুস্থ শরীরেও ভক্তদের নিরাশ করলেন না সৃজিত মুখোপাধ্যায়। বিছানায় শুয়েই অটোগ্রাফ দিলেন সৃজিত মুখোপাধ্যায়। পরিচালকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। ১১ এপ্রিল সদ্য মুক্তি পেয়েছে সৃজিত পরিচালিত লেটেস্ট মুভি কিলবিল সোসাইটি। মুক্তির পর ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। এই ছবির সাফল্যের মাঝেই তাঁর এভাবে অসুস্থ হয়ে পড়ার খবরে চিন্তিত কাছের বন্ধুবান্ধবও। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন প্রিয়জনেরা। প্রসঙ্গত, সৃজিতের কাঁধে রয়েছে তাঁর পরবর্তী ছবি 'লহ গৌরাঙ্গ নাম রে'। শুক্রবার সেই কথা নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে জানিয়েছেন। ছবির প্রযোজক হিসেবে রাণা সরকারের নামও ঘোষণা করেন সৃজিত। তারপরই এই অবস্থা!!
আরও পড়ুন: 'আমি ভগবানে বিশ্বাসী-প্রায়ই মায়াপুর যাই', চৈতন্যদেব হয়ে উঠতে কেমন চলছে দিব্যজ্যোতির প্রস্তুতি?
২০২০ সালে যৌথভাবে 'লহ গৌরাঙ্গ নাম রে'-র ঘোষণা করেছিলেন সৃজিত-রাণা। এবার শুরু হচ্ছে সিনেমার শুটিং। নাম ভূমিকায় অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। আর বিনোদিনীর ভূমিকায় থাকছেন রাজ ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নটী বিনোদিনীর চরিত্রে ইতিমধ্যেই রুক্মিণীর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে। সেই চরিত্রে শুভশ্রী দর্শকের মনে কতটা প্রভাব ফেলতে পারে সেটা তো সময় বলবে। হেমলক সোসাইটির সিক্যুয়েলে কিলবিল সোসাইটিতে পরমব্রত-কৌশানী জুটির অন স্ক্রিন রসায়ন উপভোগ করছে হলমুখী দর্শক।
আরও পড়ুন: প্রেম মানেনি বয়সের বাধা, জীবন সায়াহ্নে এসে 'মনের মানুষ' খুঁজে পান যে তারকারা