Srijit Mukherji Health Update: কিলবিল সোসাইটির সাফল্যের মাঝেই মহাবিপদ! শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। সেই সঙ্গে ঘামতেও শুরু করেন। শরীরে অস্বস্তিবোধ করতেই বিন্দুমাত্র দেরি না করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৃজিতকে। শহরের একটি বেসরকারি হাসপাতালের ICU-তে রয়েছেন। এই মুহূর্তে শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে শনিবার সকাল থেকেই চিকিৎসকরা সবরকম টেস্ট করছেন। যতক্ষণ না রিপোর্ট হাতে পাচ্ছেন ততক্ষণ চিকিৎসকদের পক্ষে কিছু বলা সম্ভব নয়। কী কারণে হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়লেন সেটা রিপোর্ট পেলেই বলা সম্ভব। তবে হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন সেই বিষয়ে তাঁরা এখনই কিছু জানাতে পারছেন না।
আরও পড়ুন: বিছানায় শয্যাশায়ী- একটি পা উপরে!! প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর এ কী হাল, ভিডিও দেখলে চমকে যাবেন
পরিচালকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। ১১ এপ্রিল সদ্য মুক্তি পেয়েছে সৃজিত পরিচালিত লেটেস্ট মুভি কিলবিল সোসাইটি। মুক্তির পর ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। এই ছবির সাফল্যের মাঝেই তাঁর এভাবে অসুস্থ হয়ে পড়ার খবরে চিন্তিত কাছের বন্ধুবান্ধবও। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন প্রিয়জনেরা। প্রসঙ্গত, সৃজিতের কাঁধে রয়েছে তাঁর পরবর্তী ছবি লহ গৌরাঙ্গ নাম রে। শুক্রবার সেই কথা নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে জানিয়েছেন। ছবির প্রযোজক হিসেবে রাণা সরকারের নামও ঘোষণা করেন সৃজিত। তারপরই এই অবস্থা!!
আরও পড়ুন: প্রেম মানেনি বয়সের বাধা, জীবন সায়াহ্নে এসে 'মনের মানুষ' খুঁজে পান যে তারকারা
২০২০ সালে যৌথভাবে 'লহ গৌরাঙ্গ নাম রে'-র ঘোষণা করেছিলেন সৃজিত-রাণা। এবার শুরু হচ্ছে সিনেমার শুটিং। নাম ভূমিকায় অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। আর বিনোদিনীর ভূমিকায় থাকছেন রাজ ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নটী বিনোদিনীর চরিত্রে ইতিমধ্যেই রুক্মিণীর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে। সেই চরিত্রে শুভশ্রী দর্শকের মনে কতটা প্রভাব ফেলতে পারে সেটা তো সময় বলবে। হেমলক সোসাইটির সিক্যুয়েলে কিলবিল সোসাইটিতে পরমব্রত-কৌশানী জুটির অন স্ক্রিন রসায়ন উপভোগ করছে হলমুখী দর্শক। এখন শুধু সৃজিতের দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষা।
আরও পড়ুন: আচমকা গায়েব অভিনেতা! ক্যানসারের মতো মারণরোগ নিয়ে লুকোচুরি, সাফাই শুনলে আপনিও তাজ্জব বনে যাবেন