/indian-express-bangla/media/media_files/2025/10/14/deepak-parashar-2025-10-14-14-21-18.jpg)
কে এই অভিনেতা, যার সঙ্গে এমন হয়েছিল...
Deepak Parashar-Bollywood: অভিনেতা দীপক পরাশর, ১৯৮০-এর দশকে মডেলিংয়ের দুনিয়া থেকে উঠে এসে হিন্দি ছবিতে নিজের জায়গা করে নেন। প্রথম দিকের বছরগুলোতে, তিনি বেশ কিছু জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে কাজ করেছিলেন এবং কিছু হিট ছবিও উপহার দিয়েছিলেন। কিন্তু, সেই সময় অনেকেই বলিউডের ইতিহাসে সবচেয়ে দুর্বল সময়গুলির একটি হিসেবে মনে করেন। দীপক সেই সময় নানা বিতর্ক ও গুজবের মুখোমুখি হয়েছিলেন- বিশেষ করে তাঁর যৌনতা নিয়ে নানা কথা উঠেছিল।
পরবর্তীকালে তিনি বাধ্য হয়েছিলেন রামসে ভাইদের পরিচালিত বি-গ্রেড হরর সিনেমায় অভিনয় করতে। ব্যক্তিগত জীবনও তখন ভেঙে পড়ে। স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান, তাঁদের মেয়েকেও সঙ্গে নিয়ে যান। যার কারণেই দীপকের মেয়ের সঙ্গে বহু বছর যোগাযোগ ছিল না।
সম্প্রতি ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপক খোলাখুলি নিজের জীবনের এই অজানা অধ্যায়গুলি নিয়ে কথা বলেছেন। তিনি জানান, প্রথম দিকে সংবাদমাধ্যমে তাঁকে 'অমিতাভ বচ্চনের প্রতিদ্বন্দ্বী' হিসেবে প্রচার করা হয়েছিল। যদিও তাঁর নিজের উদ্যোগ এটা নয় বলেই, দাবি করেন তিনি। এমনকি, এই ভুল বোঝাবুঝি দূর করতে তিনি ব্যক্তিগতভাবে অমিতাভের সঙ্গে কথা বলেন। কিন্তু, ভাগ্য তাঁর সঙ্গে ছিল না। বচ্চনের মতো উচ্চতা, তিনি আর ছুঁতে পারেননি। এরপরেই তাঁর জীবনে আসে রামসে ব্রাদার্সের ছবির অধ্যায়।
দীপকের কথায়, "এর জন্য আমাকে দোষ দেবেন না, দোষ দিন সিনিয়র মি. রামসেকে। তাঁর ছয়-সাতটি ছেলে ছিল, সবাই সিনেমা বানাতো। আমি এক ছেলের ছবিতে কাজ করার পর বাকিরাও আমন্ত্রণ জানায়। আমি আবেগপ্রবণ মানুষ, তাই না বলতে পারিনি। জানতাম এগুলো এ-গ্রেডের সিনেমা নয়, তবুও করেছি। আমার আবেগ আমাকে ছাড়েনি।" তিনি আরও জানান, সেই সময়ে এক ভয়াবহ দুর্ঘটনায় পড়েছিলেন- যেখানে তাঁর পা প্রায় কেটে ফেলতে হয়েছিল।
এই দুর্ঘটনাই তাঁর ব্যক্তিগত জীবনে অন্ধকার নামিয়ে আনে। দীপকের স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান, নিয়ে যান তাঁদের ছোট মেয়েকেও। তিনি বলেন, "তিন-চার বছর আলোচনার বাইরে থাকার পর ফিরে আসা খুবই কঠিন। দুর্ঘটনার পর আমার স্ত্রীর আচরণ সম্পূর্ণ বদলে গিয়েছিল। ধীরে ধীরে সম্পর্কে শূন্যতা তৈরি হয়েছিল। একদিন সাহস করে তিনি বলেছিলেন- ‘আমি শুধু গ্ল্যামারের জন্য তোমাকে বিয়ে করেছি’। তখন বুঝলাম, তাঁর ভালোবাসা ছিল কেবল আমার তারকাখ্যাতির প্রতি।"
দীপক আরও জানান, একদিন তিনি মাকে বলেছিলেন কিছু টাকা নিতে হবে আলমারি থেকে- কিন্তু সব কিছু ফাঁকা। ব্যাংক লকারেও কিছু ছিল না। "সব গয়না, নগদ টাকা, সোনা- সব কিছু নিয়ে চলে গিয়েছিলেন। আমি একেবারে নিঃস্ব হয়ে পড়েছিলাম," বলেন তিনি। পরে তিনি জানতে পারেন, তাঁর প্রাক্তন স্ত্রী বি. আর. চোপড়াসহ ইন্ডাস্ট্রির বন্ধুদের কাছেও তাঁর বিরুদ্ধে নানা গুজব রটিয়েছিলেন।
Rukmini Maitra: স্মৃতিতে ভেসে গেলেন রুক্মিণী, চিরঞ্জিতের সঙ্গে নতুন ছবিতে মনে পড়ছে নিজের বাবার কথা
যৌনতা নিয়ে ওঠা গুজব সম্পর্কেও দীপক বলেন, "আমি কখনও নিজের যৌনতা নিয়ে প্রকাশ্যে কিছু বলিনি, কারণ তার কোনও প্রয়োজনও নেই। আমি সমকামী নই- তবে সমকামী হওয়াতে কোনও ভুল নেই। এই ইন্ডাস্ট্রিতে অনেকেই আছেন, যাঁদের ক্যারিয়ারে তাতে কোনও দাগ লাগেনি। তাই আমি বিশ্বাস করি না, একটা গুজব আমার ক্যারিয়ার নষ্ট করতে পারে।" গত বছর এক সাক্ষাৎকারে দীপক বলেছিলেন, "আমি মানুষকে ভালবেসে ফেলি, সে কোন লিঙ্গের এটা ভাবনার নয়। আমার কাছে মানুষটা ভালো হলেই যথেষ্ট। হৃদয়টাই মুখ্য- লিঙ্গ নয়। দুর্ভাগ্যবশত, অনেকেই এই কথার ভুল ব্যাখ্যা করেছেন।" তিনি আরও বলেন, "Bigg Boss -এর সময়ও আমি একই কথা বলেছিলাম। কিন্তু, মানুষ যা শুনতে চায়, শুধু সেটাই শোনে।"