Dev-Subhashree Dhumketu: এভাবেও ফিরে আসা যায়! এই বছরটা যেন প্রাক্তনদের পুরর্মিলনের বছর। অতীত ভুলে এক ফ্রেমে ধরা দিয়েছেন শাহিদ কাপুর-করিনা কাপুর। এক মঞ্চে শাহিদ-করিনার স্মৃতি উসকে দিয়েছিল ২০১৩-১৪ সালের সেই অন স্ক্রিন কেমেস্ট্রি। সোমের সন্ধ্যায় তিলোত্তমার বুকেও তৈরি হল সেইরকমই এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ৯-১০ বছরের দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি দেব-শুভশ্রী। এই প্রতিটি ঘটনা একটি বিষয় কিন্তু, প্রমাণ করে দিল ময়ের সঙ্গে সব ক্ষতই মলিন হয়ে যায়।
টলিপাড়ার এই ফেমাস জুটির গ্র্যান্ড কামব্যাক যেন অতীতের সুন্দর মুহূর্তের একটা দলিল, যা দেব-শুভশ্রী কাছাকাছি আসতেই জীবন্ত হয়ে ওঠে। ধূমকেতুর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে প্রেম-বিচ্ছেদ-তিক্ততা সবকিছুই যেন ছাপিয়ে গেল পেশাদারিত্বকে। দীর্ঘ ১০ বছর পর দেব-শুভশ্রী নিজেদের সোশ্যাল মিডিয়ায় সেলফি শেয়ার করলেন। দুজনের ছবির ক্যাপশনে লেখা 'এমনি' আর 'হু' এই দুই শব্দ।
/indian-express-bangla/media/post_attachments/0de0f6a2-f23.jpg)
আরও পড়ুন 'জন্মদিনের সেরা উপহার', ধূমকেতুর ট্রেলার মুক্তির আগে খোশ মেজাজে 'বার্থ ডে বয়' কৌশিক
প্রিয় জুটি দেব-শুভশ্রীর সেলফি ঘিরেও ভক্তদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। চার হাজার চারশো চুয়াল্লিশ দিন পর যখন চ্যালেঞ্জ বা পরাণ যায় জ্বলিয়া রে-র নস্ট্যালজিক মুহূর্তগুলো চোখের সামনে আরও হয়ে উঠছিল তখন দেব-শুভশ্রী ভক্তদের মধ্যে উন্মাদনার পারদ একেবারে ঊর্ধমুখী। হাতে হাত রেখে মঞ্চে আসা থেকে একে অপরের সঙ্গে কথা, দেবের দিকে শুভশ্রীর বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার মুহূর্তে যেন আজও বুঁদ অনুরাগীরা। চোখের সামনে যেন ভাসছে দুজনের পারফরম্যান্সের সেই মুহূর্তগুলো।
/indian-express-bangla/media/post_attachments/86cc02be-13f.jpg)
আরও পড়ুন দূরত্ব মিটিয়ে কাছাকাছি দেব-শুভশ্রী, 'ধূমকেতু'-র ট্রেলার মুক্তির আগে সারপ্রাইজ সুপারস্টারের
কালো রংমিলান্তি পোশাকে দেব-শুভশ্রীর আইকনিক 'মালা রে' গানের তালে চেনা ছন্দে পা মেলানো, দেবকে জড়িয়ে শুভশ্রীর নাচ, রোম্যান্টিক পোজ সবই ধূমকেতুর গ্র্যান্ড ট্রেলার লঞ্চের সন্ধ্যার রঙিন মুহূর্তগুলোকে আরও প্রাণোজ্জ্বল করে তুলেছিল। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই দুর্গাপুজোর আনন্দে মাতবে ১৩ থেকে ৮৩। কিন্তু, ঢাকের তালে গানে দেব-শুভশ্রী কোমড় দোলাতেই যেন ৪ অগাস্ট সোমবার ধূমকেতুর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হয়ে গেল শারদীয়ার শুভসূচনা।
আরও পড়ুন ধূমকেতু মুক্তির আগে শুভশ্রীর 'নাইট শিফট', মায়ের সঙ্গে ছবি পোস্ট করে কী বার্তা দেবের?