Dev Subhashre: রাজের ব্যবহারে ব্যথিত হৃদয়! শুভশ্রীর কোন জিনিসটা আজও মিস করেন? প্রকাশ্যে মন কি বাত শেয়ার দেবের

Dev Subhashre Special Moment: শুভশ্রীর হাসিটা মিস করেছেন দেব। অন্যদিকে রাজের হেঁয়ালি হাসিতে কষ্ট পেয়েছিলেন অভিনেতা। ধূমকেতুর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ফাঁস গোপন তথ্য।

Dev Subhashre Special Moment: শুভশ্রীর হাসিটা মিস করেছেন দেব। অন্যদিকে রাজের হেঁয়ালি হাসিতে কষ্ট পেয়েছিলেন অভিনেতা। ধূমকেতুর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ফাঁস গোপন তথ্য।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

দেবের মনের কথা

Dev Subhashre Dhumketu: দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে এক ফ্রেমে ধরা দিলেন দেব-শুভশ্রী। ধূমকেতুর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যেন তৈরি হল এক ঐতিহাসিক মুহূর্ত। পুরনো জুটির নতুন স্বাদ আস্বাদন করতে ভিড় জমিয়েছিল দেব-শুভশ্রী জুটির অনুরাগীরা। হাতে হাত রেখে মঞ্চে গ্র্যান্ড এন্ট্রি দেব-শুভশ্রীর, বাকিটা তো ইতিহাস। প্রথম দেখা হলে দেব শুভশ্রীকে কী প্রশ্ন করতে চান। বহু প্রতিক্ষীত ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অবশেষ মুখ খুললেন সুপারস্টার দেব। 

Advertisment

শুভশ্রীর ব্যবহারে নাকি মন ভেঙেছে! তাই দেবের আর্জি খারাপ কথাগুলোও যেন শুভশ্রী একটু হেসে বলেন। তাহলে শুনতে ভাল লাগবে। দেবের অকপট স্বীকারোক্তি, ধূমকেতুর সাক্ষাৎকার দেওয়ার সময় দেবের নাম শুনলেই শুভশ্রীর মুখের মানচিত্র বদলে যাচ্ছিল। তাই শুভশ্রীকে হেসে কথা বলার আর্জি দেবের। একইসঙ্গে মন কি বাত উজার করে বলেন, 'হাসিটা মিস করেছি।' সঙ্গে সঙ্গে শুভশ্রী উপস্থিত প্রত্যেকের কাছে জানতে চান দেবের কথার সঙ্গে তাঁরা সহমত কিনা। কারণ শুভশ্রীর বক্তব্য, তাঁর মুখে সবসময়ই হাসি লেগে থাকে।

আরও পড়ুন মান-অভিমান ভুলে বছর দশেক পর সেলফি, আইকনিক 'মালা রে'-র তালে তুমুল নাচ দেব-শুভশ্রীর

Advertisment

এরপর আসা যাক পরিচালক রাজ চক্রবর্তীর কথায়। শুভশ্রীর সঙ্গে কথপোকথনের সময় রাজের কোন ব্যবহারের আঘাত পেয়েছিলেন সেটাও প্রকাশ্যে বলেছেন দেব। প্রসঙ্গত, রাজ পরিচালিত ও শুভশ্রী অভিনীত সন্তান বক্স অফিসে সফল হয়েছিল। অন্যদিকে একই সময় মুক্তি পেয়েছিল দেবের খাদান, যা বক্স অফিসে তেহেলকা তৈরি করেছিল। নিজের ছবির প্রচারের সময় রাজ যখন সন্তান সন্তান সন্তান বলছিলেন সেই সময় তাঁর হাসির অন্তরালে ছিল হেঁয়ালি। সেটা কিন্তু, দেবের নজর এড়ায়নি। 

আরও পড়ুন 'জন্মদিনের সেরা উপহার', ধূমকেতুর ট্রেলার মুক্তির আগে খোশ মেজাজে 'বার্থ ডে বয়' কৌশিক

রাজের সেই হাসি দেবকে আঘাত করেছিল। এই স্বীকারোক্তি শুনেই জিভ কেটে হাসেন শুভশ্রী। ধূমকেতুর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে মনের আরও কথা শেয়ার করেন দেব। রাজের ভিডিওটা যখন দেখেছেন তখন সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন দেব। আপ্ত সহায়ককে বলেছিলেন প্রচার টপ গিয়ারে রয়েছে, এবারসেটাকে টেন লেভল আপ করে দিতে হবে। দেবের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে শুভশ্রীর পালটা জবাব, একটা হাসি যদি কারও কেরিয়ারকে এগিয়ে বনিয়ে যায় তাতে তিনি খুশি। কার দেবের প্রযোজনা সংস্থা আরও বড় হোক সেটাই চান রাজ ঘরনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

আরও পড়ুন ধূমকেতু মুক্তির আগে শুভশ্রীর 'নাইট শিফট', মায়ের সঙ্গে ছবি পোস্ট করে কী বার্তা দেবের?

Subhashree Ganguly Dev