Dev Subhashree Love Life: সোমবার সন্ধ্যায় খাস কলকাতার বুকে ঐতিহাসিক এক মুহূর্ত তৈরি করেছেন টলিউডের 'প্রাক্তন' দেব-শুভশ্রী জুটি। দীর্ঘ ন'বছর অপেক্ষার পর মুক্তি পাবে দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ধূমকেতু। সেই ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে 'দেশু' যেন এলেন দেখলেন জয় করলেন। পুরনো জুটিকে নতুনভাবে ফিরে পেতেই ভক্তমহলে খুশির আমেজ। সোশ্যাল মিডিয়ায় এখন দেব-শুভশ্রীর নানা মুহূর্ত ভাইরাল।
ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের শুরুতে একে অপরের সঙ্গে একটু অস্বস্তিবোধ করলেও পরে পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে যায়। মঞ্চেই ঘুচেছে দূরত্ব, ইনস্টায় দেব শুভশ্রীকে আনব্লক করতেই সেলফি তুলেছেন দুজনে। আইকনিক মালা রে গানের তালে জমিয়ে নেচেছেন দুজনে। ২০০৯-এ মুক্তিপ্রাপ্ত ব্লসকবাস্টার মুভি 'চ্যালেঞ্জ' থেকেই নাকি প্রেম শুরু দেব-শুভশ্রীর।
আরও পড়ুন 'সবই তো আমার...', ১০ বছর পর 'প্রাক্তন' শুভশ্রীর সামনেই বোমা ফাটালেন সুপারস্টার দেব
তাঁরা কখনও প্রেমের সম্পর্কে সিলমোহর না দিলেও ইন্ডাস্ট্রিতে তাঁদের প্রেমের কাহিনি খোলা বইয়ের পাতার মতো। ২০০৯ এ চ্যালেঞ্জ মুক্তির পর সেই বছরই আরও একটি হিট ছবি দর্শককে উপহার দিয়েছে এই জুটি। পরাণ যায় জ্বলিয়া রে-তেও দেব-শুভশ্রী জুটি আরও একবার ভক্তদের মনে গভীর প্রভাব ফেলে। এরপর এক বছরের বিরতি। ২০১১-এ রোমিও নিয়ে বড় পর্দায় কামব্যাক দেব-শুভশ্রী জুটির। পর্দায় 'দেশু'-র আবির্ভাব মানেই বক্স অফিসে লক্ষ্মীলাভ। রোমিও-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
আরও পড়ুন রাজের ব্যবহারে ব্যথিত হৃদয়! শুভশ্রীর কোন জিনিসটা আজও মিস করেন? প্রকাশ্যে মন কি বাত শেয়ার দেবের
পরের বছর অর্থাৎ ২০১২-তে মুক্তি পায় খোকাবাবু। সিনেমার গল্প থেকে গান আজও লোকমুখে ফেরে। দেব-শুভশ্রী জুটিকে শেষবার দেখা গিয়েছিল ২০১৩-এর ব্লকবাস্টার মুভি খোকা ৪২০। এই ছবিতে দেব-শুভশ্রীর সঙ্গে ছিলেন নুসরত জাহান। আর কখনও একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। শোনা যায়, এরপর প্রেম ভাঙে দেব-শুভশ্রীর। মুখ দেখাদেখিও একেবারে বন্ধ। কালের নিয়মে নিজেদের জীবনকে সাজিয়ে নিয়েছেন দুজনেই। পরিচালক রাজের সঙ্গে সুখী দাম্পত্য শুভশ্রীর আর অভিনেত্রী রুক্মিণীর সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব। এখন অবশ্য ১৪ জুলাই ধূমকেতু মুক্তির অপেক্ষায় রয়েছে দেব-শুভশ্রী জুটির ভক্তরা।
আরও পড়ুন মান-অভিমান ভুলে বছর দশেক পর সেলফি, আইকনিক 'মালা রে'-র তালে তুমুল নাচ দেব-শুভশ্রীর