Bengali Actor: 'এবার তো আমি...', জামাইষষ্ঠীতে কেন মন খারাপ অনুরাগের ছোঁয়া খ্যাত দিব্যজ্যোতির?

Jamai Sasthi: জামাই হওয়ার জন্য অপেক্ষা করছেন? আর জামাই হওয়ার পর কোন কোন কাজগুলো করতে চান? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী বললেন দিব্যজ্যোতি দত্ত?

Jamai Sasthi: জামাই হওয়ার জন্য অপেক্ষা করছেন? আর জামাই হওয়ার পর কোন কোন কাজগুলো করতে চান? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী বললেন দিব্যজ্যোতি দত্ত?

author-image
Kasturi Kundu
New Update
জামাইষষ্ঠীতে কেন মন খারাপ দিব্যজ্যোতির?

জামাইষষ্ঠীতে কেন মন খারাপ দিব্যজ্যোতির?

Dibyojyoti Dutta: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই পার্বণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল জামাইষষ্ঠী। রাত পোহালেই জামাই আদরের পালা। প্রিয় জামাইদের জন্য সকাল থেকেই শাশুড়ি মায়েদের ব্যস্ততা একেবারে চোখে পড়ার মতো। কেউ ব্যস্ত জামাইয়ের পছন্দের রেস্তোরাঁ স্টাইলে ডাব চিংড়ি তো কেউ আবার ঘরোয়া পদ্ধতিতেই সুস্বাদু ইলিশ ভাপা বা ভেটকি পাতুড়ি বানানোর তোড়জোর সকাল থেকেই। একইভাবে নতুন জামাইরাও ভীষণ এক্সাইটেড। আর যাঁরা এখনও জামাই হয়নি, বাড়িতে জামাইষষ্ঠী পালন দেখছে তাঁদের মনে লাড্ডু ফুটছে? তাঁরাও জামাই হওয়ার জন্য অপেক্ষা করছেন? আর জামাই হওয়ার পর কোন কোন কাজগুলো করতে চান? এই প্রশ্নের উত্তর খুঁজতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল দিব্যজ্যোতি দত্তর সঙ্গে।

Advertisment

আরও পড়ুন মেয়েরা এত সুন্দর করে সাজে, তবে আমি তাকাই না চোখ চলে যায়: দিব্যজ্যোতি দত্ত

জামাইষষ্ঠী নিয়ে কোনও ভবিষ্যৎ প্ল্যানিং বা মনের বাসনা? প্রশ্ন শুনেই ফোনের ওপারে দরাজ হাসি। মেক-আপ রুমে বসে দিব্যজ্যোতি বললেন, 'আমি ছোট থেকেই জামাইষষ্ঠীতে দিদার বাড়ি যাই। বাড়ির আয়োজন দেখি। কিন্তু, নিজের ক্ষেত্রে কখনও সেই ভাবনা আসেনি। আমি সত্যিই কখনও এই বিষয়টা নিয়ে ভাবিনি। ভবিষ্যতে যখন জামাই হব তখন দেখা যাবে। সবাই যেমন আম-লিচু নিয়ে যায় আমিও হয়ত যাব। সেসব অদূর ভবিষ্যৎ। যখন জামাই হব তখন ভেবে দেখব। তবে এবারে জামাইষষ্ঠীতে একটু মন খারাপ। কারণ আমি কঠিন ডায়েটে রয়েছি। কিছু খেতে পারব না।'

Advertisment

আরও পড়ুন ট্রাডিশনাল সাজে জয় যাবেন শ্বশুরবাড়ি, জামাইষষ্ঠীতে পায়েলের প্রাপ্তি জগন্নাথ দর্শন

বাংলা মেগার অত্যন্ত পরিচিত মুখ দিব্যজ্যোতি দত্ত। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্য-র চরিত্রে মেগার দর্শকের ঘরের ছেলে হয়ে উঠেছেন। অল্প বয়সেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় অভিষেক। অভিনয় প্রতিভার জেরে ইন্ডাস্ট্রিতে পায়ের তলার জমি শক্ত করেছেন। টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এবার 'শ্রীচৈতন্য'-র ভূমিকায় দেখা যাবে বাংলা ধারাবাহিকের হ্যান্ডসাম হ্যাঙ্ক দিব্যজ্যোতি দত্ত। বিশিষ্ট পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গ নাম রে'-র মাধ্যমে বিগ স্ক্রিনে বিগ ব্রেক পেয়েছেন। সব মিলিয়ে কেরিয়ারের গ্রাফ বেশ ঊর্ধমুখী তা বলাই যায়। একইসঙ্গে রয়েছে বিরাট ফ্যান ফলোয়ার্সও। 

আরও পড়ুন মা ওঁর পছন্দের ফিশফ্রাই মটনচপ মটনকারি বানাত, বাবা পাশে দাঁড়িয়ে খাওয়াত: ঋতুপর্ণা সেনগুপ্ত

Bengali Actor Dibyojyoti Dutta jamai sasthi