Bengali Actor: ট্রাডিশনাল সাজে জয় যাবেন শ্বশুরবাড়ি, জামাইষষ্ঠীতে পায়েলের প্রাপ্তি জগন্নাথ দর্শন

Joy kumar Mukherjee Payel Deb: চোখের তারা তুই খ্যাত জয় প্রথম জামাইষষ্ঠী নিয়ে খুবই উত্তেজিত। অন্যদিকে পঞ্জাবি পরিবারে বিয়ে হলেও পায়েলের মা বাঙালি রীতি মেনেই করবেন জামাই আদর। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় রইল অভিনেতা জয় ও অভিনেত্রী পায়েলের দুই ভিন্নস্বাদের জামাইষষ্ঠীর প্ল্যানিং।

Joy kumar Mukherjee Payel Deb: চোখের তারা তুই খ্যাত জয় প্রথম জামাইষষ্ঠী নিয়ে খুবই উত্তেজিত। অন্যদিকে পঞ্জাবি পরিবারে বিয়ে হলেও পায়েলের মা বাঙালি রীতি মেনেই করবেন জামাই আদর। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় রইল অভিনেতা জয় ও অভিনেত্রী পায়েলের দুই ভিন্নস্বাদের জামাইষষ্ঠীর প্ল্যানিং।

author-image
Kasturi Kundu
New Update
দুই ভিন্নস্বাদের জামাইষষ্ঠী

দুই ভিন্নস্বাদের জামাইষষ্ঠী

Joy Kumar Mukherjee Payel Deb Jamai Sasthi: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই পার্বণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল জামাইষষ্ঠী। রাত পোহালেও জামাই আদরের পালা। প্রিয় জামাইদের জন্য সকাল থেকেই শাশুড়ি মায়েদের ব্যস্ততা থাকে একেবারে চোখে পড়ার মতো। কেউ ব্যস্ত জামাইয়ের পছন্দের রেস্তোরাঁ স্টাইলে ডাব চিংড়ি তো কেউ আবার ঘরোয়া পদ্ধতিতেই সুস্বাদু ইলিশ ভাপা বা ভেটকি পাতুড়ি বানানোর তোড়জোর থাকে সকাল থেকেই। একইভাবে নতুন জামাইরাও ভীষণ এক্সাইটেড। জীবনে প্রথমবার জামাইষষ্ঠী বলে কথা, শ্বশুরবাড়িতে ঠিক কী হবে তা নিয়ে আনন্দ যেন আর ধরছে না। ঠিক এইরকমই উচ্ছ্বসিত অভিনেতা জয় মুখোপাধ্যায়। 

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বললেন, 'সত্যিই তো নতুন জামাই। প্রথমবার জামাইষষ্ঠী করতে যাব, সেটা নিয়ে দারুণ উত্তেজিত। এতবছর সকলের কাছে শুনেছি, দেখেছি যে জামাইষষ্ঠীতে জমিয়ে খাওয়াদাওয়া হয়। কাল আমারও নিশ্চয়ই সেটা হবে। শ্বশুরবাড়ি গিয়ে জামাইষষ্ঠী সেলিব্রেট করব। তারপরই নতুন অভিজ্ঞতা সঞ্চার করব। সবটা মিলিয়ে বেশ আনন্দও হচ্ছে। শাশুড়ি মায়ের জন্য কী উপহার কিনেছেন নতুন জামাই জয়? তিনি জানিয়েছেন, 'একটা সুন্দর শাড়ি কিনেছি। একটা তত্ত্বের মধ্যে সব জিনিস সাজিয়ে গিফ্ট হ্যাম্পার হিসেবে দেব।' শাশুড়ি মায়ের কাছে কিছু খাওয়ার আবদার করেছেন অভিনেতা? ফোনের ওপারে প্রাণখোলা হাসি, তারপর বলেন, 'না আমি কিছু খাওয়ার কথা বলিনি। উনি এত ভাল রান্না করেন যখনই যাই আমাকে বিভিন্ন রকমের পদ বানিয়ে খাওয়ান। আমাকে সারপ্রাইজ দিতে খুব ভালবাসেন। কালও নিশ্চয়ই সেইরকম কিছু হবে। শাশুড়িমায়ের হাতে ভালমন্দ খেয়ে আমার তো ওজন বেড়ে গিয়েছে।' প্রথম জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে কী পরে যাবে নবদম্পতি? জয়ের সংযোজন, 'আমরা ট্রাডিশনাল পোশাকই পরব। ও শাড়ি পরবে আর আমি কী পরব এখনও ঠিক করে উঠতে পারিনি। তবে ধুতি-পঞ্জাবিটা নিয়ে যেতে পারি।' 

আরও পড়ুন কারও পছন্দ ইলিশ-মটন তো কেউ ভালবাসে ভেটকি, জামাইষষ্ঠীতে সেলেব জামাইদের পাতে থাকছে কোন পদ?

Advertisment

অন্যদিকে পঞ্জাবি পরিবারে বিয়ে হয়েছে অভিনেত্রী পায়েল দেবের। তবে জামাইষষ্ঠীর দিন একেবারে বাঙালি রীতি মেনেই সব নিয়ম পালন করবেন অভিনেত্রীর মা। তিনি জানান, 'আমরা যেহেতু বাঙাল তাই মা সকালবেলা কাঁঠালপাতা দিয়ে পুজো দেবে। তারপর দুপুরে জমিয়ে খাওয়াদাওয়া। সেটা একেবারে বাঙালিয়ানা। মটন, ইলিশ, মাছের মাথা দিয়ে মুগডাল এগুলো তো থাকছেই। মা নিজের হাতে সব রান্না করছে। জামাইষষ্ঠীতে জামাই-শাশুড়িমায়ের যে উপহার আদানপ্রদান সেটা তো হচ্ছেই। তবে যেটা স্পেশাল গিফট সেটা হল পরিবারের সবাই উলটো রথের দিন পুরী ঘুরতে যাচ্ছি। এটা আমাদের প্রত্যেকের কাছেই  বিরাট প্রাপ্তি।'

আরও পড়ুন মা ওঁর পছন্দের ফিশফ্রাই মটনচপ মটনকারি বানাত, বাবা পাশে দাঁড়িয়ে খাওয়াত: ঋতুপর্ণা সেনগুপ্ত

jamai sasthi Joy kumar Mukherjee payel deb