Dolon Roy On Dilip Ghosh Marriage: কারও চরিত্র তো আমি বদলাতে পারব না, আমার মতো দিলীপকে যেন শুনতে না হয়: দোলন রায়

Dilip Ghosh-Dolon Roy: দিলীপ ঘোষের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্যের ছড়াছড়ি। একটা সময় ঠিক এইরকম ঘটনাই ঘটেছিল দোলন রায় ও দীপঙ্কর দে-র সঙ্গে। বৈশাখের প্রথম বিয়ে যেন আরও একবার দোলনের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে গেল! ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে এই প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?

Dilip Ghosh-Dolon Roy: দিলীপ ঘোষের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্যের ছড়াছড়ি। একটা সময় ঠিক এইরকম ঘটনাই ঘটেছিল দোলন রায় ও দীপঙ্কর দে-র সঙ্গে। বৈশাখের প্রথম বিয়ে যেন আরও একবার দোলনের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে গেল! ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে এই প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?

author-image
Kasturi Kundu
New Update
দয়া করে কুৎসিত মন্তব্য মন্তব্য করে নবদম্পতির মুহূর্তটা বিষিয়ে দেবেন না

দয়া করে কুৎসিত মন্তব্য মন্তব্য করে নবদম্পতির মুহূর্তটা বিষিয়ে দেবেন না: দোলন রায়

Dilip Ghosh Marriage: শুক্রের সন্ধ্যা। বৈশাখের প্রথম বিয়ের দিন সাত জন্মের বন্ধনে বাঁধা পড়লেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। ৬১ বছর বয়সে পাত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে জীবনের নতুন জার্নি শুরু করলেন। দিলীপ ঘোষের বিয়ে ঘিরে তো শুক্রের সকাল থেকেই তরজা শুরু। খাবার টেবিল থেকে চায়ের ঠেক সর্বত্রই আলোচনার বিষয়বস্তু 'দিলীপ ঘোষের বিয়ে'। ষাটোর্ধ এক ব্যক্তির বিয়ে দ্বিধাবিভক্ত নাগরিক সমাজ। কারও কাছে এই বিয়েটা হাসির খোরাক তো কেউ আবার দিলীপ-রিঙ্কুকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন। আজ থেকে পাঁচ বছর আগে এইরকমই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন টলিপাড়ার পাওয়ার কাপল দীপঙ্কর দে ও দোলন রায়। অসমবয়সী বিয়ে নিয়ে চরম কটাক্ষ ধেয়ে এসেছিল তাঁদের দিকে। দিলীপ-রিঙ্কুর বিয়ে যেন আবার সেই পুরনো ক্ষত মনে করিয়ে দিল দোলনকে। 

Advertisment

আরও পড়ুন: শুক্রের মাঝরাতে ICU-তে সৃজিত, খোশ মেজাজে হাসপাতালের সেবিকাদের অটোগ্রাফ টলিউডের 'ফার্স্ট বয়'-র

সোশ্যাল মিডিয়ায় খুব বেশি পোস্ট শেয়ার করেন না। কিন্তু, দিলীপ-রিঙ্কুর বিয়ের পর সমাজমাধ্যমে সক্রিয় অভিনেত্রী দোলন রায়। যাঁরা কুৎসিত মন্তব্য করছেন তাঁদেরকে অনুরোধ করেছেন নবদম্পতির মুহূর্তটা যেন এভাবে তাঁরা কলুসিত না করেন। নিজের প্রসঙ্গ টেনে দোলন লিখেছেন, 'দয়া করে কুৎসিত মন্তব্য মন্তব্য করে নবদম্পতির মুহূর্তটা বিষিয়ে দেবেন না যেমনটা আমাকে করেছিলেন। দয়া করে আর নয়।' দোলন ও দিলীপ দুজন সম্পূর্ণ ভিন্ন পেশার মানুষ। তবুও ভালবাসার প্রতি সম্মান প্রদর্শন করে দোলন রায় যোগ করেছেন, 'রাজনীতি বা পেশা আলাদা, ব্যক্তিগত জীবন আলাদা। নিজে ভাল থাকুন। সবাইকে ভাল থাকার সুযোগ দিন।'

Advertisment

সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের নেপথ্যে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা প্রশ্ন করেছিল, আজও পুরনো দিনের কথা ভেবে কষ্ট পান? দোলন রায়ের অকপট জবাব, 'না একদমই নয়। কিন্তু, যখন দেখছি সেই একই ঘটনার পুনরাবৃতি, অত্যন্ত বাজে মন্তব্য তাই ভাবলাম যাঁরা এমন লিখছেন বা বলছেন তাঁদেরকে একটু অনুরোধ করেছি মাত্র। আমি তো মানুষের চরিত্র পালটানোর দায়িত্ব নিতে পারব না। আর সেটা সম্ভবও নয়। এদের চরিত্রটা এইরকমই। তাই এরা বলবেই। অনুরোধ করা ছাড়া তো আমার আর কোনও উপায় নেই। কাল থেকে এত খারাপ মন্তব্য দেখে নিজের পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। এগুলো শুনতে কতটা খারাপ লাগে সেটা তো বুঝি। তাই মনে হচ্ছিল আমার মতো যেন দিলীপ ঘোষকে আর শুনতে না হয়।'

আরও পড়ুন: আজ উনিশে এপ্রিল, মা মেয়ের সম্পর্কের রসায়ন বদলে দিয়েছিলেন দেবশ্রী! জানেন কী ভাবে?

Dolon Roy Bengali Film Industry Bengali serial TRP Bengali News Bengali Film Bengali Television Bengali Serial dilip ghosh