/indian-express-bangla/media/media_files/2025/07/17/cats-2025-07-17-16-10-01.jpg)
কী করেছিলেন কিরণ?
Salman Khan-Salim Khan-Kiran Kumar: বিটাউনের অন্দরে লেজেন্ডারি চিত্রনাট্যকার সেলিম খানের উদারতার গল্প অনেক সময়ই অনেকের মুখে শোনা গিয়েছে। সেই তলিকার নয়া সংযোজন বিশিষ্ট শিল্পী কিরণ কুমার। সম্প্রতি Kunickaa Sadanand-এর ইউটিউব চ্যানেলে চ্যাট শোয়ে সেলিম খান সহ পুরো খান পরিবারের প্রশংসায় পঞ্চমুখ কিরণ। তাঁদের মতো দয়ালু মানুষ ইন্ডাস্ট্রিতে বিরল বলেও মন্তব্য করেন অভিনেতা কিরণ কুমার। স্মৃতিচারণ করে বলেন, তাঁর বাবা জবন ১৯৫০ সালে নারদ মুনির ভূমিকায় অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেলিম খানের বন্ধু ছিলেন কিরণ কুমারের বাবা। সেই সময় সেলিম খানের পরামর্শে কিরণকে বোর্ডিং স্কুলে ভর্তি করেন তাঁর বাবা। শৃঙ্খলা পরায়ণতা শিখে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতেই সুবুদ্ধ দিয়েছিলেন সেলিম খান।
খান পরিবারের সঙ্গে বন্ধুত্ব ছিল অটুট। কিরণ কুমার একাধিক গুজরাতি ছবিতে কাজ করেছেন। হিন্দি ছবিতে যখন কাজ করার বাসনা জাগে তখন তাঁর ইচ্ছেপূরণ করেছিলেন নান আদার দ্যান সেলিম খান। তাঁরই একটি ছবিতে ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। বলিউডে আত্মপ্রকাশের কথা বলতে গিয়ে সেলিম খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'সেলিম সাব আমার অভিভাবক। আমি প্রায়ই ওঁর কাছে যেতাম। একসঙ্গে কফি খেতাম। যখন সোহেল খান পরিচালক হিসেবে Auzaar-এ কাজ করলেন সেখানে অভিনয় করেছি। সলমনের সঙ্গেও অনেক ছবিতে কাজ করেছি।'
খান পরিবারের প্রশংসা করে বলেন, 'ওঁদের মতো পরিবার দেখা যায় না। প্রতিটি সদস্য ভীষণ ভাল। পরিবারের ভাল কর্মফলের জন্যই সলমনের এই স্টারডম। তাছাড়া ব্যক্তিগতভাবে সলমন একজন ভাল মনের মানুষ। তার জন্য অবশ্য সেলিম খানকে স্যলুট। ওঁর জন্যই ভাল মানুষ হিসেবে নিজেকে গড়তে পেরেছেন সলমন।' কিরণ কুমার সেই সাক্ষাৎকারে বলে, তাঁর জীবনে সেলিম খানের অনবদ্য অবসাদ অনস্বীকার্য। একদিন রাতে পার্টি করে ফেরার সময় মদ্যপ অবস্থায় ছিলেন কিরণ।
আরও পড়ুন শুরুতেই বিরাট ধাক্কা! পাক পতাকা ঘিরে চরম বিতর্ক, নেটপাড়ার রোষানলে রণবীরের 'ধুরন্ধর'
সেই রাতের ঘটনা শেয়ার করতে গিয়ে বলেন, 'সেলিম খান আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একদিন পার্টি করে ফেরার সময় আমি পুরো মদ্যপ অবস্থায় ছিলাম। তখন হঠাৎ আমার চোখে পড়ে রাস্তার ধারে সেলিম খান ও সলমন খানের বিইং হিউম্যানের হোর্ডিং। ওটা দেখে আমি নেশার ঘোরে উত্তেজিত হয়ে পড়ি। তখন রাত আড়ইটে। গাড়ি থেকে নেমে ওই দোকানের সিঁড়িতে বসে সেলিম খানের হোর্ডিংয়ের জন্য মালিককে নিজেই ধন্যবাদ জানাচ্ছিলাম।'
আরও পড়ুন 'বাড়ি ঢুকে সলমনকে খুন করে বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব', পুলিশের জালে আটক অভিযুক্ত কে?