Entertainment Latest Live News Update: জীতু-শুভশ্রীর গৃহপ্রবেশ শাহরুখ-ঐশ্বর্যর মহব্বতের আদলে তৈরি? টিজার দেখে কী মত আপনাদের?

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
গৃহপ্রবেশ

গৃহপ্রবেশ

Entertainment Latest Live News Update গৃহপ্রবেশের কয়েক সেকেণ্ডের টিজারে কিন্তু, শাহরুখ-ঐশ্বর্য অভিনীত মহব্বতে সিনেমার এক প্রেমিক যুগলের কথা নিশ্চয়ই মনে পড়বে। করণ (জিমি) আর কিরণের (প্রীতি) প্রেমের কাহিনি। বিয়ের পর কিরণও স্বামীর জন্য দিনের পর দিন অপেক্ষা করত।করওয়া চৌথ-এ প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে থাকত কিন্তু, স্বামীর দেখা মেলেনি। শ্বশুরমশাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অমরিশ পুরী। বউমার কষ্ট সইতে না পেরে শেষ পর্যন্ত করণের কাছে পাঠিয়ে দেন কিরণকে। গৃহপ্রবেশের গল্পেও মহব্বতের করণের ভূমিকায় জীতু? সেটা তো সময় বলবে। 

  • May 25, 2025 15:35 IST

    Rudranil Ghosh: কমেনি অস্থিরতা ও উন্মাদনা, রুদ্রনীলের এহেন অবস্থার কারণ কী?

    Rudranil Ghosh-Tollywood: সে বহু বছর আর আগের কথা। শোনা গিয়েছিল দেব এবং শুভশ্রী একটি সিনেমার শুটিং করছেন। তখনো তাদের মধ্যে বনিবনার অভাব, কিংবা তাঁরা একসঙ্গে কাজ করতে চাইছেন না এরকম কিছু শোনা যায়নি। পরিচালক ছিলেন, কৌশিক গঙ্গোপাধ্যায়। কৌশিক বাবু মানেই ইন্ডাস্ট্রিতে অন্যরকম কোন ছবি। শুধু তাই নয়, আজ অব্দি যে কটা ছবি তিনি ডেলিভার করেছেন প্রত্যেকটি সুপারহিট এবং অসাধারণ বার্তা দিয়েছে সকলকে। যখন শোনা গিয়েছিল দেব এবং কৌশিক গঙ্গোপাধ্যায় একসঙ্গে হয়েছেন, সকলেই ভেবে নিয়েছিলেন এবার হয়তো জম্পেশ কিছু একটা হতে চলেছে।

    Rudranil Ghosh: কমেনি অস্থিরতা ও উন্মাদনা, রুদ্রনীলের এহেন অবস্থার কার…



  • May 25, 2025 15:23 IST

    Actor Ex Wife: 'মধ্যরাতে যখন প্রাক্তন স্ত্রীর ফোন এল...', কী করেছিলেন প্রয়াত অভিনেতা মুকুল দেব?

    Actor Ex Wife: মুকুল দেবের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টিনসেল টাউন। অপ্রত্যাশিত এই মৃত্যুসংবাদে মন খারাপ মুকুলের ভক্তদের। অভিনেতার আকস্মিক মৃত্যু ঘিরে ঘণীভূত হচ্ছে রহস্য। সতীর্থ বিন্দু দারা সিং মুকুলের মৃত্যুর পর প্রকাশ্যে বলেছেন, অভিনেতা অবসাদে ভুহছিলেন। একাকীত্ব গ্রাস করেছিল। যার জন্য মদে ডুবে থাকতেন। অভিনেত্রী মুগ্ধ গডসেও ফাঁস করেছেন চাঞ্চল্যকর তথ্য। তাঁর কথায় মৃত্যুর কয়েকদিন আগে আইসিইউ-তে ভর্তি ছিলেন মুকুল। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, মুকুলের অসুস্থতা পরিবার গোপন করছে। কয়েক বছর পিছনে ফিরে গেলে মনে পড়বে ২০২০ সালে Eastern Eye-কে দেওয়া মুকুলের সাক্ষাৎকার। স্মৃতি হাতড়ে প্রাক্তন স্ত্রী প্রসঙ্গে বলেছিলেন, '২০০২ সালে ৩০ ডিসেম্বর আমার মেয়ের জন্ম। তখন আমি দিল্লিতে। মধ্যরাতে প্রাক্তন স্ত্রী শিল্পার ফোন। পরদিন সকালে আমার সদ্যোজাত মেয়েকে আমার দুই বাহুতে জড়িয়ে ধরি। সেই মুহূর্তটা ছিল জীবনের সেরা মুহূর্ত।' 



  • Advertisment
  • May 25, 2025 14:44 IST

    Subhashree Ganguly ইউভান-ইয়ানিলির সঙ্গে কী ভাবে রবিবাসরীয় ছুটির দিন এনজয় করছেন সেলেব মম শুভশ্রী?

    Subhashree Ganguly: রবিবার ছুটির দিন পরিবারের সঙ্গেই কাটান শুভশ্রী। আজও তার ব্যতিক্রম হল না। দুই খুদের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী। এক ক্লিকে দেখে নিন শুভশ্রী-ইউভান-ইয়ালিনির কোয়ালিটি মোমেন্টের সেই ছবি।



  • May 25, 2025 14:22 IST

    Kaushambi Chakraborty On Adrit Roy Birthday: বার্থডে বয় আদৃতের সঙ্গে মিষ্টি মুহূর্ত কৌশাম্বীর, ছবি পোস্ট করে আদুরে শুভেচ্ছা অভিনেত্রীর

    Kaushambi Chakraborty On Adrit Roy Birthday: ২৫ মে টেলি অভিনেতা আদৃত রায়ের জন্মদিন। বার্থডে বয়ের সঙ্গে মিষ্টি মুহূর্তের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন স্ত্রী কৌশাম্বী। আদুরে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, 'বরের জন্মদিন'। সঙ্গে কেক, লাল হৃদয়ের ইমোজি ও ইভল আই। আদৃতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মিত্তির বাড়ির সহ অভিনেত্রীও। দেখুন শুভেচ্ছাবার্তায় কী লিখলেন পারিজাত?



  • Advertisment
  • May 25, 2025 13:49 IST

    Dance Bangla Dance কাঞ্চনের স্কার্ট মুখে নিয়ে উদ্দাম নাচ কৌশানীর! ডান্স বাংলার ডান্সের মঞ্চে আর কোন চমক?

    Dance Bangla Dance নাচে-গানে জমজমাট হয়ে ওঠে শনি-রবির রাত। উইকএন্ডের লেটেস্ট এপিসোডেও রয়েছে সেই দৃষ্টান্ত। ডান্স বাংলা ডান্সের মঞ্চ জমে গিয়েছিল কাঞ্চন মল্লিকের জমজমাট নাচে। সঙ্গী প্রতিযোগী থেকে বিচারক কৌশানী মুখোপাধ্যায়। সকলের নজর কেড়েছে কাঞ্চনের সাজসজ্জা। পরণে শার্ট, ব্লেজার আর জমকালো ডিজাইনের স্কার্ট। খুদে প্রতিযোগী তো কাঞ্চনের স্কার্ট ধরেই নাচতে শুরু করে। বাদ যাননি কৌশানীও। অভিনেতার স্কার্টের কুঁচি মুখে নিয়ে মঞ্চ মাতান অভিনেত্রী। 



  • May 25, 2025 13:00 IST

    Salman Khan-Mukul Dev: 'বড্ড তাড়াতাড়ি চলে গেলে...', মুকুল দেবের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন সলমনের

    Salman Khan-Mukul Dev: জয় হো ছবির সেটে সলমনের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় মুকুল দেবের। সহ অভিনেতার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন ভাইজানের। ‘জয় হো’ ছবির সেটে মুকুলের সঙ্গে একটি ছবি ভাগ করে তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে ভাই আমার, শান্তিতে থেকো।’’



  • May 25, 2025 12:37 IST

    Anupam Kher-Mukul Dev: 'মুকুল আমার বন্ধু খুব তাড়াতাড়ি চলে গেলে', অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ অনুপম খের

    Anupam Kher-Mukul Dev: মুকুলের মৃত্যুতে শোকস্তব্ধ অনুপম খের। ভিডিওবার্তায় বললেন, 'এখন রাত দুটো বেজে ৪০ মিনিট।  লন্ডন থেকে ফিরেই জানতে পারি আমার বন্ধু মুকুল দেব আর নেই। বিমানে ওয়াই ফাই ছিল না তাই কোনও খবরই পাইনি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। দুঃখ শব্দটাও যেন ওঁর জন্য কম! এত ভাল মানুষ ছিল, সবসময় হাসি খুশি থাকত। মানুষ যে কখন আছে থেকে ছিল হয়ে যায় সত্যিই বোঝা য়ায় না! চাঁদনি সিনেমায় একসঙ্গে কাজ করেছি। আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল। ফোনে কথা হত। নিজের কাজের বাইরে খুব বেশি কথা বলত না। আমরা যে বেস্ট ফ্রেন্ড ছিলাম এমন নয়, কিন্তু পরস্পরকে পছন্দ করতাম। কী করে ওকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব! ওঁর পরিবারকে কী বলে সান্ত্বনা দেব! আমাকে বলত, খের সাব আর কী শেখাবেন? অভিনয় তো শিখেই নেব, জীবনের পাঠও কিছু পড়ান। ওঁর হয়ত মনে হত আমি জীবন নিয়ে অনেক কিছু জানি। মুকুল, আমার বন্ধু খুব তাড়াতাড়ি চলে গেলে। অপ্রত্যাশিত কোনও খবর পেলে পুরো দুনিয়া স্তম্ভিত হয়ে যায়। জীবন তো জীবনের মতো চলবে, কিন্তু দুঃখটা মনের কোণে চিরদিন থেকে যাবে।' 



  • May 25, 2025 12:10 IST

    Salman Khan বিয়ে বাড়িতেও শান্তি নেই সলমনের! নিরাপত্তার বলয়ে হাসফাঁস অবস্থা ভাইজানের

    Salman Khan বন্ধু আয়াজ খান ও জেবার বিয়েতে গিয়েছিলেন সলমন খান। নিজস্ব নিরাপত্তারক্ষীরা ছিলেনই, সঙ্গে আবার মুম্বই পুলিশের ‘ওয়াই প্লাস ক্যাটেগরি’র নিরাপত্তাও ঘিরে ছিল ভাইজানকে। বিয়েবাড়িতে প্রবেশ করেই প্রথমে বর ও কনের সঙ্গে দেখা করেন তারপর হাসিমুখে তাঁদের পরিবারের সঙ্গে ছবি তোলেন। বিয়ে বাড়িতে সলমনকে দেখেই অন্য অতিথিরা এগিয়ে আসতে থাকেন। সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দেন নিরাপত্তারক্ষীরা। সত্যি বিয়ে বাড়িতে গিয়েও শান্তি নেই সলমনের!!



  • May 25, 2025 11:49 IST

    Mukul Dev-Mugdha Godse-Arjan Bajwa: স্ক্রিপ্ট তৈরি করেও অধরা কাজ, মৃত্যুর আগে ছিলেন ICU! মুকুলের মৃত্যুতে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

    Mukul Dev-Mugdha Godse-Arjan Bajwa: একদিকে যখন সহকর্মী, বন্ধুর মৃত্যুতে শোকাহত অর্জুন, তখন অন্যদিকে আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী মুগ্ধা গডসে। তাঁর মন্তব্য শুনে অনেকেরই মনে হচ্ছে, মুকুলের মৃত্যুর প্রকৃত কারণ গোপন করছে পরিবার। তিনি জানিয়েছেন, 'শারীরিক নান সমস্যার কারণে এক সপ্তাহ আইসিইউ-তে ছিলেন। এরপর জীবনের কাছে হেরে গেলেন। এখনও আমাদের ওঁর মৃত্যুসংবাদ বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।' মুকুলের সতীর্থ ও সহঅভিনেত্রী দিব্যা দত্ত সংবাদমাধ্যমকে বলেছেন, 'জীবন অনিশ্চিত।  এখনও বিশ্বাস করতে পারছি না। ভীষণ ভাল বন্ধু ছিলেন। সর্বোপরি একজন ভাল মানুষ ছিলেন।' 



  • May 25, 2025 11:18 IST

    Arjan Bajwa-Mukul Dev: 'আমাদের আগামি কাজের স্ক্রিপ্টও....',মুকুলের মৃত্যুর পর প্রকাশ্যে আরও এক চাঞ্চল্যকর তথ্য

    Arjan Bajwa-Mukul Dev: শনিবার সকালে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অভিনেতা মুকুল দেবের আকস্মিক মৃত্যুর খবরে সিলমোহর দেন অভিনেত্রী দীপশিখা নাগপাল। এরপরই মনোজ বাজপেয়ী থেকে অজয় দেবগন, সলমন খান সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেন। মুকুলের কাছের বন্ধু বিন্দু দারা সিং সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে বলেন, অভিনেতা একাকীত্বে ভুগতেন। অতিরিক্তি মদ্যপান করতেন। এমনকী মেয়েও তাঁর কাছে থাকতেন না। মৃত্যুর কয়েকদিন আগে আইসিইউ-তেও ভর্তি ছিলেন মুকুল। শনিবার বিকেলে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়। এর মাঝেই প্রকাশ্যে আসে আরও এক মন খারাপ করা খবর। অভিনেতা অর্জুন বাজওয়া জানান, তাঁদের একসঙ্গে কাজ করার পরপিকল্পনা চলছিল। মুকুল একটি স্ক্রিপ্টও তৈরি করেছিলেন কিন্তু, সেই কাজ অধরাই রয়ে গেল। সহ অভিনেতা ও সতীর্থর মৃত্যুতে ভেঙে পড়েছেন অর্জুন।  



Bengali Actor Bengali Actress Bengali Cinema Bengali News Bengali News Today Bengali Serial Bollywood Actor bollywood actress bollywood movie Bollywood News