/indian-express-bangla/media/media_files/2025/11/02/cats-2025-11-02-10-26-29.jpg)
জন্মদিন পার্টির অন্দরের ছবি
SRK Birthday Celebration: ২ নভেম্বর শাহরুখ ভক্তদের জন্য এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। চলতি বছরে ৬০- এ পা রাখলেন কিং খান। বয়স যেন তাঁর কাছে একটা সংখ্যামাত্র। বলিরেখা দূর অস্ত, নায়িকাদের সঙ্গে পর্দায় চুটিয়ে রোম্যান্সে মত্ত বার্থডে বয় শাহরুখ খান। ইন্ডাস্ট্রির সতীর্থদের সঙ্গে ইতিমধ্যেই জন্মদিন সেলিব্রেশনে মেতেছেন কিং খান। আলিবাগের নিজের বাড়িতেই ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে জীবনের বিশেষ দিনটি পালন করেছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিভিন্ন সেলিব্রিটি সেই বার্থডে পার্টির অন্দরের মুহূর্ত শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান। একটি ছবিতে দেখা যাচ্ছে শাহরুখের সঙ্গে উষ্ণ আলিঙ্গন, আর অন্যটিতে শাহরুখের গালে স্নেহের চুমু ফারাহর। ছবিগুলি পোস্টের সঙ্গে ক্যাপশনে ফারাহ লিখেছেন, 'হ্যাপি বার্থডে কিং @iamsrk…আরও ১০০ বছর রাজ করো।' অন্যদিকে, পরিচালক করণ জোহরও শাহরুখের জন্মদিনের পার্টির একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। সেই ছবিতে তাঁকে দেখা যায় রানি মুখার্জির সঙ্গে। পেছনে দেখা যায় অনন্যা পান্ডেকেও। ক্যাপশনে করণ লেখেন, 'ফোটো বম্বারকে চিনতে পারছেন?'
আরও পড়ুন আমির-সলমন মুখ ফেরাতেই ভরসা শাহরুখ, প্রথম সাক্ষাতে বলিউডের কিং-কে 'কুৎসিত' তকমা হেমার
/indian-express-bangla/media/post_attachments/48707cc0-efc.jpg)
ফারাহ খান আরও কয়েকটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যায় তিনি, করণ জোহর ও নব্যা নভেলি নন্দা মুম্বই থেকে এম২এম ফেরিতে আলিবাগ যাচ্ছেন। ক্যাপশনে ফারাহ লেখেন, 'RoRo-তে করণের ডে আউট!' প্রত্যুত্তরে করণ লেখেন, 'আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। জীবনের এক অন্যতম অভিজ্ঞতা।' অমিতাভের নাতনি নব্যা আবার তাঁর পিকনিক বাস্কেট খুলে দেখান যার মধ্যে ছিল বিস্কুট, চিপস সহ আরও অনেক মুখোরোচক আইটেম।
/indian-express-bangla/media/post_attachments/9c0455ea-f01.jpg)
শাহরুখ খানের ৬০তম জন্মদিনের মধ্যরাতে ভক্তরা মন্নতের সামনে জড়ো হয়েছিলেন প্রিয় তারকার এক ঝলক দেখার আশায়। কিন্তু, শাহরুখ তখন আলিবাগে পরিবার ও বন্ধুদের সঙ্গে উদযাপনে ব্যস্ত ছিলেন। মণীশ মালহোত্রা, গুলশন গ্রোভার-সহ ইন্ডাস্ট্রির বহু সহকর্মী সোশ্যাল মিডিয়ায় শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মুক্তির অপেক্ষায় শাহরুখের পরবর্তী ছবি কিং। এই ছবি বলিউড বাদশার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জয়দীপ আহলাওয়াত এবং অভিষেক বচ্চনকে।
আরও পড়ুন রাত পোহালেই ৬০-এ পা কিং খানের, প্রি বার্থডে সেলিব্রেশনে ফিরে দেখা শাহরুখের সেরা ৫ ছবি
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us