/indian-express-bangla/media/media_files/2025/11/01/cats-2025-11-01-14-31-42.jpg)
শাহরুখকে চূড়ান্ত অপমান...
Shah Rukh Khan Birthday: শাহরুখ খানের বলিউড যাত্রা নিয়ে কথা বললে যেন মনে হয় তিনি নিজেই একটা চলচ্চিত্রের গল্প! অনেকটা পথ পেরিয়ে মন্নতের মালিক হওয়ার স্বপ্নপূরণ থেকে বলি ইন্ডাস্ট্রির কিং হয়ে ওঠার জার্নি সফল। ২০২৫ সালে জাতীয় পুরস্কারেও সম্মানিত হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। আগামী ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। ৬০-এ পা রাখবেন কিং খান। কিন্তু, আজও তিনি বছর ২০-এর তরুণ তুর্কির মতো স্টেজে কাজলের সঙ্গে জমিয়ে কুছ কুছ হোতা হ্যায়ের নস্ট্যালজিয়ায় ভাসিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। বয়স তো তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। আজও রোম্যান্টিজিমে মাত দেন বাদশা, একইসঙ্গে সিক্স প্যাক অ্যাবসে মারাকাটারি অ্যাকশন দৃশ্যে ঝড় তোলেন। সেই শাহরুখকে প্রথম দেখে হেমা মালিনী যা বলেছিলেন শুনলে অবাক হয়ে যাবেন।
সম্প্রতি প্রযোজক বিবেক বাস্বানী এক সাক্ষাৎকারে শাহরুখকে নিয়ে কথা বলতে গিয়ে তাঁর জীবনের এক চমকপ্রদ ঘটনা শেয়ার করেন। কী ভাবে অভিনেত্রী হেমা মালিনী শাহরুখকে 'Dil Aashna Hai' ছবির জন্য রাজি করান। শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষে বিবেক রেডিও নশার সঙ্গে কথা বলেন। তিনি জানান, তখন শাহরুখের সঙ্গেই থাকতেন এবং প্রথম কাজের সুযোগের জন্য মারাত্মক সংগ্রাম করছিলেন। এমন সময় হঠাৎ একদিন হেমা মালিনীর ফোন আসে যা তাঁর জীবনে বড় মোড় এনে দেয়।
বিবেক বলেন, 'সেদিনই বুঝলাম আমি সত্যিই ইন্ডাস্ট্রিতে ঢুকে পরেছি। হেমা মালিনী আমার বাড়িতে ফোন করেছিলেন, বাবা সেই ফোন ধরেছিলেন। তিনি নিজের পরিচয় দিয়ে বলেন, বিবেক বাস্বানী আছেন? বাবা জিজ্ঞেস করেন, কে? তখন তিনি বলেন, আমি হেমা মালিনী, সুপারস্টার।' বাবা এসে আমাকে কলার ধরে ঘুম থেকে তুলে বললেন, হেমা মালিনী ফোন করেছেন।' এরপর কী ঘটেছিল শাহরুখের জীবনে?
আরও পড়ুন বলিউডের 'বাদশা' হয়েও ৩৩ বছর পর প্রথম জাতীয় পুরস্কার, এক নজরে ' কিং' শাহরুখের ফিল্মোগ্রাফি
স্মৃতিচারণ করে বলেন, 'হেমাজি জিজ্ঞেস করলেন শাহরুখ এখনও আমার বাড়িতেই থাকে? আমি বললাম, হ্যাঁ। তখনই উনি বললেন, ওকে জাগিয়ে দাও। আমি তখন শাহরুখকে কলার ধরে তুলে ফোনটা দিলাম। শাহরুখকে বিকেল ৫টায় ওঁর বাড়িতে যেতে বলেই ফোনটা রেখে দিলেন।' বিবেক ও শাহরুখ সেইদিন হেমা মালিনীর বাড়িতে পৌঁছান। এরপরের ঘটনা বলতে গিয়ে বলেন, 'আমরা দু’জন ছোট ইঁদুরের মতো ওখানে গেলাম। সামনে একজন পেপার পড়ছিলেন। আমরা চিনতে পারিনি। পরে যখন পেপার নামালেন দেখি উনি ধর্মেন্দ্র! তখন হেমাজি এসে শাহরুখকে বললেন, তুমি তো বেশ কুৎসিত! আমি তখন জিজ্ঞেস করলাম, তাহলে আপনি ওকে চান কেন?'
আরও পড়ুন শাহরুখ-কাজলের অন স্ক্রিন রোম্যান্স নিয়ে সেটে ফিসফাঁস, DDLJ-এর শুটিংয়ের সিক্রেট ফাঁস 'ছুটকি' পূজার
উত্তরে বললেন, 'আমির খান আর সালমান খান না করে দিয়েছে। আমি তখন মিথ্যে বললাম, রাকেশ রোশন আর রমেশ সিপ্পি শাহরুখের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। যখন কাউকে সুযোগ দিতে হয় তখন আমি রাজাদের মতো মিথ্যে বলতে পারি! হেমাজি বললেন আমি তোমাকে ৫০,০০০ টাকা দেব। আমি হেমা মালিনী, তাই দ্বিতীয় কোনও প্রশ্নের সুযোগ নেই। ওঁর ছবিতে তখন ছিলেন জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, অমৃতা সিং, ডিম্পল কাপাডিয়া, কবীর বেদি যাকে বলে একদম তারকাখচিত টিম।' আনুষ্ঠানিকভাবে শাহরুখের প্রথম সিনেমা রাজু বন গয়া জেন্টলম্যান, কিন্তু তাঁর প্রথম সাইন করা ছবি ছিল দিল আশনা হ্যায়। হেমা মালিনী পরিচালিত দিল আশনা হ্যায় ছবিতে মুক্তি পায় ১৯৯২ সালে।
আরও পড়ুন সিনেমার শুটিংয়ের মাঝেই বোনকে নিয়ে হাসপাতালে, জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ শাহরুখের
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us