Arindam Sil Harrasement Case: পরিচালক অরিন্দম শীলকে আগেই যৌন হয়রানির অভিযোগে সাসপেন্ড করেছে ডিরেক্টর্স গিল্ড। এবার পরিচালকের অস্বস্তি বাড়িয়ে তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর করলেন অভিযোগকারী অভিনেত্রী। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
মঙ্গলবার পুলিশের অভিযোগ দায়ের নিয়ে অরিন্দম শীল বাংলা দৈনিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আইনের উপর আমার আস্থা রয়েছে। আইনি পথেই যা করার করব। উল্লেখ্য, সম্প্রতি পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে রাজ্য মহিলা কমিশনের কাছে প্রথম অভিযোগ জানান টলিউড অভিনেত্রী।
গত শনিবার ডিরেক্টর্স গিল্ড অরিন্দম শীলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে। এই বিষয়ে অরিন্দম শীল জানিয়েছেন, 'আমি আমার বিবেকের কাছে ১০০ শতাংশ স্বচ্ছ। আইনের প্রতিও আমার আস্থা রয়েছে।' ঘটনার সূত্রপাত, গত এপ্রিলে। দক্ষিণ ২৪ পরগনার একটি রিসর্টে শুটিং চলছিল। অরিন্দম শীল দাবি করেছেন, অভিনেত্রীকে শট বোঝাতে গিয়ে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন 'টলি তারকা মদ্যপ অবস্থায় ঘরে ডেকে...', যৌন হেনস্থার শিকার দেবলীনাও!
গত ২০ জুন মহিলা কমিশনের দ্বারস্থ হন অভিনেত্রী। গত ৯ আগস্ট থেকে আরজি কর কাণ্ডের জেরে উত্তাল হয় রাজ্য। নির্যাতিতার বিচারের দাবিতে টলিউডের শিল্পী-কলাকুশলীরা মিছিল বের করেন। সেই মিছিলে সস্ত্রীক হেঁটেছিলেন অরিন্দম শীলও। তার পর গত ১২ আগস্ট, যখন আরজি কর আন্দোলন মধ্যগগনে তখন অরিন্দমকে ডেকে পাঠায় কমিশন। এবার থানায় এফআইআর দায়ের হল তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন জয়জিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, প্রমাণ চাইতেই কী বললেন 'স্বঘোষিত' অভিনেত্রী?
অভিযোগ নিয়ে কী দাবি অরিন্দম শীলের?
নির্যাতিত অভিনেত্রীর দাবি, শুটিং ফ্লোরে শট বোঝানোর অজুহাতে তাঁকে চুম্বন করেন অরিন্দম। তাঁর সাফাই ছিল, 'সবার সামনে ফ্লোরে শট বোঝাচ্ছিলাম। আমি তো পাগল নই যে ফ্লোরে এ রকম কোনও অনৈতিক কাজ করব।' তাঁর দাবি, 'চিত্রনাট্যের প্রয়োজনে একটি মুহূর্তে ওঁর গালে আমার ঠোঁট ছুঁয়ে যায়। অস্বস্তি হলে তিনি তখনই সেটা জানতে পারতেন।'
আরও পড়ুন 'ওকে কোলে বসতে বলেছিলাম, কিন্তু..', যৌন হেনস্থার অভিযোগ উঠতেই সাফাই গাইলেন অরিন্দম শীল