Shah Rukh Khan: সিনেমার শুটিংয়ের মাঝেই বোনকে নিয়ে হাসপাতালে, জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ শাহরুখের

Shah Rukh Khan Sister: বাবা-মাকে হারানোর পর চরম মানসিক অবসাদে ভুগেছেন শাহরুখের বোন। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের শুটিং চলাকালীন ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ কিং খানের।

Shah Rukh Khan Sister: বাবা-মাকে হারানোর পর চরম মানসিক অবসাদে ভুগেছেন শাহরুখের বোন। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের শুটিং চলাকালীন ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ কিং খানের।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

শাহরুখের লড়াই

Shah Rukh Khan Sister Health Battle: শাহরুখ খান, যিনি সম্প্রতি আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার (প্রায় ১২,৪৯০ কোটি) সম্পদের মালিক হিসেবে বিলিয়নিয়ারদের তালিকায় উঠে এসেছেন। অভিনয় দক্ষতায় আজ তিনি বলিউডের 'বাদশা'। নামের সঙ্গে জুড়েছে 'কিং' তকমাও। রোম্যান্টিক নায়কের পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও মাত দিচ্ছেন শাহরুখ। জওয়ান ছবির জন্য প্রথমবার ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার। গ্ল্যামারের চাকচিক্যের পিছনে রয়েছে জীবনের এক লড়াইয়ের কাহিনি। ব্যক্তিগতজীবনের কষ্টের কথা ২০১২ সালে তেহেলকা টিভির এক সাক্ষাৎকারে অকপটে বলেছিলেন শাহরুখ। 

Advertisment

খুব অল্প বয়সে বাবা-মাকে হারানোর যন্ত্রণা কিং খান এবং তাঁর বোন শেহনাজ লালারুখ খানের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। বোনের মানসিক অবস্থার কথা বলতে গিয়ে শাহরুখ জানান, বাবা-মাকে হারানোর পর শেহনাজ ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের শুটিং চলাকালীন এক কঠিন সময়ের স্মৃতিচারণ করে বলেন, 'ও কাঁদেনি, কথা বলেনি, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। ওঁর জন্য পৃথিবীটাই বদলে গিয়েছিল। মাশ আল্লাহ, এখন অনেকটা ভাল আছে কিন্তু কিছু শারীরিক দুর্বলতা রয়ে গিয়েছে। ডিডিএলজে-র শুটিং চলাকালীন হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। চিকিৎসকরা বলেছিলেন আর বাঁচানো সম্ভব নয়। সেই সময় আমি তুঝে দেখা তো ইয়ে জানা সনম গানের শুটিং করছিলাম। ওকে সুইজারল্যান্ডে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে ছিলাম।'

আরও পড়ুন শাহরুখ-কাজলের অন স্ক্রিন রোম্যান্স নিয়ে সেটে ফিসফাঁস, DDLJ-এর শুটিংয়ের সিক্রেট ফাঁস 'ছুটকি' পূজার

Advertisment

তিনি আরও বলেন, 'কিন্তু ও কখনও সত্যিই বাবার মৃত্যু শোকটা কাটিয়ে উঠতে পারেনি। হঠাৎ চলে যাওয়াটা যেন পুরো পৃথিবীটাই ওঁর থেকে কেড়ে নিয়েছিল। এরপর দশ বছর পর যখন মা-ও মারা গেলেন ও নিজেকে কোনওভাবেই সামলে উঠতে পারছিল না। আমার বোন অত্যন্ত মেধাবী। এমএ, এলএলবি করেছে ঠিত যেভাবে বাবা-মা চেয়েছিলেন।' বোনের পাশাপাশি নিজের মানসিক লড়াইয়ের কথাও শাহরুখ অকপটে স্বীকার করেছিলেন। তিনি জানেন, 'আমি তখন সকলের সামনে ভাল থাকার অভিনয় করতাম। দুঃখ লুকিয়ে রাখতে যা যা প্রয়োজন সেটাই করতাম। বোনকে আমি ভীষণ ভালোবাসি, ও আমার চেয়ে অনেক ভালো মানুষ। খুব সরল, নিষ্পাপ, একেবারে ঈশ্বরের সন্তান।' 

আরও পড়ুন বলিউডের 'বাদশা' হয়েও ৩৩ বছর পর প্রথম জাতীয় পুরস্কার, এক নজরে ' কিং' শাহরুখের ফিল্মোগ্রাফি

আবেগপ্রবণ হয়ে কিং খান যোগ করেন, 'আমার সন্তানরাও ওকে আমাদের চেয়ে বেশি ভালোবাসে। আমি কাজ করি, হাসি-ঠাট্টা করি, মানুষ যা বলে তা নিয়ে ঠাট্টা করি। কারণ যদি এটা না করতাম আমি হয়তো ওঁর মতোই অবসাদে ভুগতান। আর সেই অবসাদ এড়ানোর জন্যই আমি অভিনয় করি।' বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং ছবির শুটিংয়ে ব্যস্ত শাহরুখ। এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং সুহানা খান। 

আরও পড়ুন ভাঙা হাতে বাদশাহী মেজাজে আইকনিক পোজ! জাতীয় পুরস্কার পেয়েই শাহরুখের বার্তা 'পপকর্ন নিয়ে তৈরি থাকুন...'

Shah Rukh khan