SRK National Award: শাহরুখ খান, ভক্তদের জন্য এই নামটাই যথেষ্ট। রোম্যান্টিং কিং থেকে অ্যাকশন হিরো হিসেবে শাহরুখের জয়জয়কার। সিনেপ্রেমীদের হৃদয়ে রাজ করেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান। ফিল্মি কেরিয়ারের পথচলা শুরু হয়েছিল ১৯৯২ সাল থেকে। সেই বছর মুক্তি পেয়েছিল শাহরুখ খান-দিব্যা ভারতী অভিনীত 'দিওয়ানা'। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ৩৩ বছর কাটিয়ে ফেলেছেন শাহরুখ খান। ২০২৫-এ সুপারস্টার শাহরুখ পেলেন প্রথমবার জাতীয় পুরস্কার। দীর্ঘ কেরিয়ারে একাধিক হিট ছবি সত্ত্বেও এতদিন পর কেন জাতীয় পুরস্কার এল কিং খানের ঝুলিতে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনুরাগীরা। তবে শাহরুখের এই সাফল্যে খুশির আমেজ ভক্তমহলে। ভিডিওবার্তায় শাহরুখও এই পুরস্কারপ্রাপ্তির জন্য ভক্তদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন।
এক নজরে দেখে নেওয়া যাক শাহরুখের সফল ফিল্মি কেরিয়ারের গ্রাফ। ডেবিউ মুভি দিওয়ানা-তেই ফিল্মফেয়ারের তরফে সেরা নবাগত নায়কের পুরস্কার পান শাহরুখ। ১৯৯৩ সালে মুক্তি পায়ে শাহরুখ অভিনীত দুটি ছবি বাজিগর ও ডর। প্রথম ছবিতে খল চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। আর দ্বিতীয় ছবিতে শাহরুখ যেন ভয়ংকর এক 'পাগলপ্রেমী'! এরপর ১৯৯৫-তে সেই আইকনিক ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। রোমান্টিক হিরো হিসেবে প্রথম ছবিতেই বাজিমাত। ১৯৯৮-তে আরও একবার রোম্যান্টিং কিং হিসেবে কুছ কুছ হোতা হ্যায়-তে শাহরুখের কলেজ রোম্যান্স জেন ওয়াইয়ের মনে দাগ কাটল।
আরও পড়ুন ভাঙা হাতে বাদশাহী মেজাজে আইকনিক পোজ! জাতীয় পুরস্কার পেয়েই শাহরুখের বার্তা 'পপকর্ন নিয়ে তৈরি থাকুন...'
২০০১ থেকে ২০০৪ পর্যন্ত একের পর এক হিট ছবির নায়ক হিসেবে ইন্ডাস্ট্রিতে পায়ের নীচে জমি শক্ত করেন শাহরুখ। কাভি খুশি কাভি গম, দেবদাস, স্বদেশ-এর মতো ছবিতে বারবার নিজেকে ভেঙেচুরে দর্শকের দরবারে মেলে ধরেছেন। ২০০৭-এ চক দে! ইন্ডিয়া শাহরুখের কেরিয়ারের অন্যতম সফল সিনেমা। ২০০৮-এ অনুষ্কা শর্মার সঙ্গে রব নে বনা দি জোড়ি-তে দ্বৈত চরিত্রেও শাহরুখ সুপারহিট। ২০১০-এ পর্দায় ফিরল সেই রোম্যান্টিক শাহরুখ-কাজল জুটি। ইসলামোফোবিয়াতে আক্রান্তের চরিত্রে ভক্তদের মন ছুঁয়েছিলেন কিং খান।
আরও পড়ুন 'সকল মায়েদের উৎসর্গ করলাম', ৩০ বছরে প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে কেন এই বার্তা রানির?
শাহরুখের কেরিয়ারের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে অন্যতম, ২০১৩-এ দীপিকা পাডুকোনের সঙ্গে চেন্নাই এক্সপ্রেস, ২০১৫-এ প্যান ২০১৬-তে পাক অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে রেইজ ও ২০১৮-তে জিরো। তবে এই ছবি বক্স অফিসে মুখ থুবরে পড়েছিল। এরপর একটা লম্বা বিরতি। কিন্তু, ২০২৩-এ একেবারে বাদশাহী মেজাজে পাঠান-ে ভোলবদলে গ্র্যান্ড কামব্যাক কিং খানের।
সিক্স প্যাক অ্যাবে বড় পর্দায় শাহরুখ ম্যাজিকে বুঁদ ভক্তরা। ব্লকবাস্টার মুভির তকমা পেতেই সেই বছর মুক্তি পেল আরও একটি সুপারহিট ছবি জওয়ান। দক্ষিণী পরিচালক অ্যাটলির নির্দেশনায় কাজ করেছিলেন। এই ছবির জন্যই সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ। তবে তাপসী পান্নুর সঙ্গে ওই বছরেই শাহরুখের ডানকি দর্শককে হলমুখী করতে পারেনি। ২০২৩ ছিল এক কথায় শাহরুখের বছর। এখন অপেক্ষা তাঁকর পরবর্তী ছবি 'কিং'-এর।
আরও পড়ুন বিতর্ক পেরিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্তি, বাঙালি পরিচালকের সাফল্যে রেগে কাঁই মুখ্যমন্ত্রী