মস্তিষ্ক- হে ভগবান, আবার সেই সময়! হাউসফুল ৪ দেখতে হবে।
মন- হ্যাঁ! এটা আমার কাজ।
মস্তিষ্ক- হুম, কি আর বলবো, কোনওদিন শিক্ষা হবে না।
মন- কে বলতে পারে, আগের গুলোর থেকে এইবার ভাল হয়েছে। তাই না?
ঘন্টা দুই বাদে, মস্তিষ্ক ( গভীর ঘুম থেকে উঠে)- তাহলে?
মন- কিচ্ছু বলার নেই, তুমি ঠিক ছিলে।
মস্তিষ্ক(দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে)- এটা আমাকে সবাই বলে।
মন- প্লিজ বলো না তুমি এটাই ভেবেছিলে। অক্ষয়, এই নিয়ে চারবার সহকর্মীর চরিত্রে অভিনয় করছেন। অদ্ভুত নাচনির চরিত্রে রীতেশ, চাঙ্কি পাণ্ডে আবারও ফিরে এসেছেন, আখরি পাস্তা এবং ‘রাস্তা’ নিয়েই পুরো ছবিটা জুড়ে বকবক করে গেলেন। ববি দেওল ছবিতে রয়েছেন কারণ কেউ যে তাঁকে বলেছে কিছুক্ষণের জন্য আমাদের স্কাট পরিহিত ধর্মেন্দ্রকে মনে করাতে হবে।
মন- চুপ কর, শোন। একটা সাজানো দুর্গ এবং রানা ডাগ্গুবাটি রয়েছে দৈত্যের ন্যায়। আমি বলতে চাইছি সে মানুষ কিন্তু দৈত্যের-মত এবং অনেকটা বাহুবলির মতো। নওয়াজউদ্দিনও হঠাৎ হঠাৎ আসে। ছবিতে সে কী করছেন আমাকে জিজ্ঞাসা করবে না। আমি নিশ্চিত নওয়াজ নিজেও জানেনা। এবং রণজিৎ রয়েছে যার একমাত্র কাজ হ'ল মহিলাদের বুকের দিকে তাকানো।
হাউসফুল ৪ -এর কলাকুশলীরা।
মস্তিষ্ক- আর এখানে মহিলা কারা?
মন- জানিনা। তাদের শুনতে ও দেখতে একইরকম। একজনকে অপরজনের সঙ্গে অদল-বদল করে দাও, বুঝতে পারবে না। তারপর..