হাউসফুল ৪: মস্তিষ্ক বলতে পারে, ''থামো। অনেক হয়েছে। পারছি না''

Housefull 4 movie review: অক্ষয় কুমার অভিনীত এই ছবির কোনও মাথামুণ্ডু নেই। সমস্ত দিকে দিয়েই ব্যর্থ হাউসফুল ৪।

Housefull 4 movie review: অক্ষয় কুমার অভিনীত এই ছবির কোনও মাথামুণ্ডু নেই। সমস্ত দিকে দিয়েই ব্যর্থ হাউসফুল ৪।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Housefull 4 movie review: অক্ষয় কুমার অভিনীত এই ছবি সমস্ত ক্ষেত্রে ব্যর্থ

Housefull 4 cast: অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, ববি দেওল, রানা ডাগ্গুবাটি, চাঙ্কি পাণ্ডে, কৃতি শ্যানন, কৃতি খারবান্দা, পূজা হেগ্রে, রজনীত, নওয়াজউদ্দিন সিদ্দিকি, জনি লিভার

Housefull 4 director: ফারহান সামজি

Housefull 4 rating:  কোনও রেটিং নেই

মস্তিষ্ক- হে ভগবান, আবার সেই সময়! হাউসফুল ৪ দেখতে হবে।

মন- হ্যাঁ! এটা আমার কাজ।

মস্তিষ্ক- হুম, কি আর বলবো, কোনওদিন শিক্ষা হবে না।

মন- কে বলতে পারে, আগের গুলোর থেকে এইবার ভাল হয়েছে। তাই না?

ঘন্টা দুই বাদে, মস্তিষ্ক ( গভীর ঘুম থেকে উঠে)- তাহলে?

মন- কিচ্ছু বলার নেই, তুমি ঠিক ছিলে।

মস্তিষ্ক(দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে)- এটা আমাকে সবাই বলে।

Advertisment

মন- প্লিজ বলো না তুমি এটাই ভেবেছিলে। অক্ষয়, এই নিয়ে চারবার সহকর্মীর চরিত্রে অভিনয় করছেন। অদ্ভুত নাচনির চরিত্রে রীতেশ, চাঙ্কি পাণ্ডে আবারও ফিরে এসেছেন, আখরি পাস্তা এবং ‘রাস্তা’ নিয়েই পুরো ছবিটা জুড়ে বকবক করে গেলেন। ববি দেওল ছবিতে রয়েছেন কারণ কেউ যে তাঁকে বলেছে কিছুক্ষণের জন্য আমাদের স্কাট পরিহিত ধর্মেন্দ্রকে মনে করাতে হবে।

আরও পড়ুন, খারাপ দেখতে বলে অভিনয়ই ছেড়ে দিতে চেয়েছিলেন শাহরুখ

মস্তিষ্ক- থামো থামো, কি।

মন- কেন? ধরম-বীর-এ ধর্মেন্দ্রকে মনে নেই।

মস্তিষ্ক- না! এই সব বিষয়ে আমার অ্যামনেসিয়া হয়ে যায়।

Advertisment

মন- যাই হোক! তারপরে শোন, সেই পুর্নজন্মের এক গল্প, আর ফ্ল্যাশব্যাকে ১৪১৯ সাল।

মস্তিষ্ক (খুশি হয়ে)- নতুন কি, এটাই তো হওয়ার ছিল।

আরও পড়ুন, দ্রৌপদী দীপিকা, মধুর মন্টেনার সৌজন্যে স্বপ্নের চরিত্রে অভিনেত্রী

মন- চুপ কর, শোন। একটা সাজানো দুর্গ এবং রানা ডাগ্গুবাটি রয়েছে দৈত্যের ন্যায়। আমি বলতে চাইছি সে মানুষ কিন্তু দৈত্যের-মত এবং অনেকটা বাহুবলির মতো। নওয়াজউদ্দিনও হঠাৎ হঠাৎ আসে। ছবিতে সে কী করছেন আমাকে জিজ্ঞাসা করবে না। আমি নিশ্চিত নওয়াজ নিজেও জানেনা। এবং রণজিৎ রয়েছে যার একমাত্র কাজ হ'ল মহিলাদের বুকের দিকে তাকানো।

Housefull 4 হাউসফুল ৪ -এর কলাকুশলীরা।

মস্তিষ্ক- আর এখানে মহিলা কারা?

মন- জানিনা। তাদের শুনতে ও দেখতে একইরকম। একজনকে অপরজনের সঙ্গে অদল-বদল করে দাও, বুঝতে পারবে না। তারপর..

আরও পড়ুন, ২০ বছর আগে নিজের বিয়ে ভেঙেছিলেন সলমন

মস্তিষ্ক (বাধা দিয়ে)- বলতে চাই অনেকে আছে?

মন- অবশ্যই। শুয়োরদের নিয়ে যাবতীয় যুক্তিহীন সংলাপ রয়েছে। কিছু লোকে কীভাবে শুয়োরকে খাওয়ার জন্য তৈরি করে সে সম্পর্কে অন্তহীন আলোচনা শুনেত হবে..

মস্তিষ্ক- থামো। অনেক হয়েছে। পারা যাচ্ছে না।

মন- আচ্ছা, আচ্ছা।