Bengali Actress Baby: ছোট্ট সোনাকে কী ভাবে আগলে রাখে দুই পোষ্য? সিক্রেট ফাঁস করলেন বাঙালি অভিনেত্রী অহনা

Ahona Dutta Baby: নিউলি মাম্মি অহনার ভ্লগের নতুন সঙ্গী সদ্যোজাত সন্তানও। একরত্তিকে কোলে নিয়েই ভ্লগ করছেন অভিনেত্রী। কী ভাবে দুই পোষ্য রাজকন্যাকে আগলে রাখছে?

Ahona Dutta Baby: নিউলি মাম্মি অহনার ভ্লগের নতুন সঙ্গী সদ্যোজাত সন্তানও। একরত্তিকে কোলে নিয়েই ভ্লগ করছেন অভিনেত্রী। কী ভাবে দুই পোষ্য রাজকন্যাকে আগলে রাখছে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

অহনার মাদারহুড

Ahona Dutta Baby Girl:দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২৮ জুলাই কন্যা সন্তানের মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। তিনি অবশ্য 'মিশকা' নামেই বাংলা মেগার দর্শকের কাছে বেশি পরিচিত। প্রেগন্যান্সির সময় থেকেই অন্তঃসত্ত্বাকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। তবে ভক্তদের কাছাকাছি থাকতে নিয়মিত ভ্লগ করেন অহনা। জীবনের প্রতিটি মুহূর্তের লেটেস্ট আপডেট নিয়ে হাজির থাকেন। এখন তো নিউলি মাম্মির ভ্লগের নতুন সঙ্গী সদ্যোজাত সন্তানও। একরত্তিকে কোলে নিয়েই ভ্লগ করছেন অহনা। 

Advertisment

রাজকন্যাকে রাজকীয়ভাবে বাড়িতে স্বাগত জানানো থেকে ড্যাডি কুল দীপঙ্কর রায়ের মেয়ের জন্য শপিং-এর নানা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন। অহনার প্রোফাইলে চোখ রাখলে দেখা যায় লিটল প্রিন্সেসকে দুই পোষ্য ঠিক কতটা ভালবাসে। প্রতিটি ভ্লগে অহনা বাড়ির অন্দরমহলের সেই মুহূর্তটাই তুলে ধরেন। যেখানে মেয়েকে ঘুম পাড়ানোর সময়ই আদুরে পোষ্যদের মন চাইছে বোনের সঙ্গে একটু খেলা করতে। বাচ্চাদের কী ভাবে সকলে ঘুম পাড়ায় সেই টিপসও চেয়েছেন অহনা। 

Advertisment

আরও পড়ুন সোমে সুখবর! মা হলেন অহনা, পুত্র না কন্যা সন্তান এল ছোট পর্দার 'মিশকা'-র কোলে?

যদিও তিনি জানিয়েছেন মেয়ে নাকি ঘুম নিয়ে কোনও সমস্যা করে না। প্রথম চেক-আপে যাওয়ার ভিডিও-ও শেয়ার করেছেন অহনা। ছোট্ট সোনার প্রতি মুহূর্তের আপডেট দেখতে ভালবাসেন অভিনেত্রীর অনুরাগী ও নেটিজেনরা। লেটেস্ট ভ্লগে অহনা একটি মজার ঘটনা শেয়ার করেছেন। দশদিন পরও কী ভাবে ঘরের বেলুনগুলো একইরকম রয়েছে সেই বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন। 

আরও পড়ুনমঙ্গলে মুখদর্শন! একরত্তিকে আগলে প্রথম ছবি, কেমন দেখতে হল অহনার মেয়ে?

মেয়ের কাছে জানতে চান অহনা। এরপর মা-মেয়ের মিষ্টি মুহূর্তে যোগ দেয় দুই পোষ্য। একজন ছোট্ট সোনাকে পাহাড়া দিচ্ছে, আরেকজন দরজার সামনে দাঁড়িয়ে দুষ্টুমিতে ব্যস্ত। অহনা ও দীপঙ্কর দুজনেই প্রতি মুহূর্তে সন্তান লালনের নানা অভিজ্ঞতা অর্জন করছেন। 

আরও পড়ুন নাতনির প্রতি বিমুখ দিদা! ঠাকুরদা দিলেন সোনার বালা, সন্তানের এক ঝলক পোস্ট করে কী বললেন অহনা?

Bengali News Ahona Dutta