/indian-express-bangla/media/media_files/2025/09/30/cats-2025-09-30-13-41-28.jpg)
জন্মদিনে প্রসেনজিৎ
Prosenjit Chatterjee Birthday Celebration: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলা ইন্ডাস্ট্রির 'শিরদাঁড়া'। একটা সময় যখন স্টুডিওপাড়ায় থমথমে পরিবেশ তৈরি হয়েছিল, বাংলা সিনেদুনিয়ায় ধস নেমেছিল তখন এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাঁচিয়ে রাখার তাগিদে অক্লান্ত পরিশ্রম করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শিল্পের প্রতি তাঁর এই সাধনার ফলস্বরুপ আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে 'ইন্ডাস্ট্রি' সম্বোধন করে ভক্ত থেকে বিশিষ্ট জনেরা। মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির জন্য শুভেচ্ছা জানান বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত লেটেস্ট ছবি 'দেবী চৌধুরানী'। এই ছবির জন্যই অগ্রিম শুভেচ্ছা জানান বিগ বি। ভবানী পাঠকের চরিত্রে দর্শকমহলে প্রসেনজিৎ-এর জয়জয়কার। ৩০ সেপ্টেম্বর সেই 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জীবনের ৬২ টি বসন্ত পার করে পা রাখলেন ৬৩-তে।
আরও পড়ুন 'কলকাতার পুজোর আমেজ, রাস্তায় ভিড়, চারদিকে প্যাণ্ডেল..', মুম্বই থেকে আবেগে ভাসলেন মিশমি
জীবনের এই বিশেষ দিনে প্রয়াত অভিনেতা তাপস পালকে স্মরণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমার একটি দৃশ্য শেয়ার করে আবেগঘন পোস্টে লিখেছেন, 'এই মুহূর্তে আমরা দুজন অনেক বছর একসঙ্গে কেক কেটেছি। তোর ২৯ শে আমার ৩০ শে জন্মদিন। খুব মনে পড়ছে আজ তোর কথা। খুব ভাল থাকিস রে।' প্রসঙ্গত, ২৯ সেপ্টেম্বর 'দাদার কীর্তি' খ্যাত তাপস পাল। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি নিভে গিয়েছে 'মঙ্গলদ্বীপ'। সহ অভিনেতা-বন্ধু তাপস পালের জন্মদিনে স্মৃতিচারণ করেন পর্দার ভবানী পাঠক। একসঙ্গে কেক কাটার মুহূর্তগুলোর কথা ভেবে মন ভারাক্রান্ত হয়ে যায় প্রসেনজিৎ-এর।
স্টার থিয়েটার বর্তমানে যার নতুন নামকরণ বিনোদিনী থিয়েটার। সেখানে প্রথমবার ভক্তদের সঙ্গে জন্মদিন পালন করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে এমনভাবে কখনও গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন করেননি মেগাস্টার। একদিকে দেবী চৌধুরানীর সাফল্য তো অন্যদিকে জন্মদিন। মহাষ্টমীর দিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবনে বিশেষ প্রাপ্তি সে কথা বলাইবাহুল্য। প্রিয় নায়কের জন্মদিনে কানায় কানায় পূর্ণ স্টার থিয়েটার।
পায়জামা-পঞ্জাবিতে অষ্টমীতে একেবারে 'বাঙালিবাবু' প্রসেনজিৎ। 'PC' লেখা চকোলট কেক কেটে জন্মদিন সেলিব্রেট করলেন প্রসেনজিৎ। ভক্তদের উচ্ছ্বাসে আপ্লুত অভিনেতা। সকলের ভালবাসায় মুগ্ধ হয়ে করজোড়ে কৃতজ্ঞ জানিয়ে কিছু বক্তব্য পেশ করেন বাংলার মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। লাস্ট বাট নট ইন লিস্ট, বিনোদনী থিয়েটার জুড়ে 'হ্যাপি বার্থডে'-র অভিনন্দনে জোয়ারে ভাসছেন প্রসেনজিৎ।
আরও পড়ুন অষ্টমীর অঞ্জলির শেষে ফুলটা ঠাকুরের পা পর্যন্ত পৌঁছাত না, মেয়েদের মাথাতেই পড়ত: ঋষভ