Shah Rukh Khan Fashion: সুপারস্টার থেকে কী ভাবে সফল ফ্যাশন আইকন হয়ে উঠলেন শাহরুখ? কিং খানের জন্মদিনে রইল সেই কাহিনি

Shah Rukh Khan fashion Icon: 'দিওয়ানা' থেকে মহব্বতেঁ, 'কুছ কুছ হোতা হ্যায়' টু 'কাল হো না হো' তারপর পাঠান আর আপকামিং কিং-এ ফ্যাশনের ভোলবদল। কী ভাবে শাহরুখ হয়ে উঠলেন একজন সফল ফ্যাশন আইকন?

Shah Rukh Khan fashion Icon: 'দিওয়ানা' থেকে মহব্বতেঁ, 'কুছ কুছ হোতা হ্যায়' টু 'কাল হো না হো' তারপর পাঠান আর আপকামিং কিং-এ ফ্যাশনের ভোলবদল। কী ভাবে শাহরুখ হয়ে উঠলেন একজন সফল ফ্যাশন আইকন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

Shah Rukh Khan Birthday: শাহরুখ খান শুধুমাত্র একজন সুপারস্টারই নন, ফ্যাস আইকনও। সাব্যসাচীর পোশাকে প্রথমবার মেট গালার লাল কার্পেটে বাদশাহী ইমেজে মাত দিয়েছেন। শাহরুখের মেট গালা ডেবিউ আরও একবার কিং খানের ভক্তদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেই নয়ের দশকের নস্ট্যালজিয়ায়। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে নয়া আন্দাজে মেট গালার লাল কার্পেটে শাহরুখ একেবারে 'বাঙালি বাবু'। ফ্যাশনের দুনিয়ায় বলিউডের বাকি দুই খান আমির ও সলমনের চেয়ে এগিয়ে। কী ভাবে শাহরুখ হয়ে উঠলেন একজন সফল ফ্যাশন আইকন?

Advertisment

'দিওয়ানা'-র সময়ের সেই উড়ন্ত চুল ছিল নয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় হেয়ারস্টাইল। তারপর এল 'কভি হাঁ কভি না'-র বাইকার লুক, ওভারসাইজ জ্যাকেট, হাফ টাক করা শার্ট, পাইলট ক্যাপ। 'জোশ'-এর ব্যান্ডানা ও ইয়ার কাফ, 'পরদেশ'-এর বেরে, 'ডিডিএলজে'-র বেসবল ক্যাপ, আর সাম্প্রতিক 'ডাঙ্কি'-র বিনি  সবই এক সময়ের আত্মপ্রকাশ। ডিডিএলজে-র রাজ হয়ে কস্টিউম ডিজাইনার মনিশ মালহোত্রাকে বানিয়ে তোলেন বলিউডের প্রথম সারির ডিজাইনার। 

আরও পড়ুন দিনে মাত্র দুবার খাওয়া-রাতে ঘুমানোর আগেও ওয়ার্কআউট, ৬০-এও কোন ফিটনেস মন্ত্রে রাফ অ্যান্ড টাফ শাহরুখ?

Advertisment

'মহব্বতেঁ'-র রাজের লুকে ইংরেজি ছোঁয়া, চোখে পাতলা ফ্রেমের চশমা, কাঁধে ঝোলানো সোয়েটার আবার 'স্বদেশ'-এর মহন সাদা-কালার্ড, সংযত ভারতীয়। 'কুছ কুছ হোতা হ্যায়'-এর কর্পোরেট রাহুল থেকে 'কভি খুশি কভি গম' আর 'কাল হো না হো'-র রাজ পর্যন্ত তিনি ভারতীয় পুরুষকে শিখিয়েছেন কী ভাবে শিকড়ের সঙ্গে যুক্ত থেকেও আধুনিকতার সঙ্গে তাল মেলানো যায়। সেই সময়েই তিনি হন ট্যাগ হুয়েয়ারের প্রথম ভারতীয় পুরুষ ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

আরও পড়ুনকাউন্টডাউন শুরু, কখন মন্নতের বাইরে আইকনিক পোজে ভক্তদের দেখা দেবেন শাহরুখ? ৬০-এর জন্মদিনে রয়েছে আরও চমক

'ডন' ও 'ডন ২' পর্যন্ত তিনি ছিলেন উদীয়মান ভারতের প্রতীক। টেইলার্ড স্যুট, পেছনে আঁচড়ানো চুলে এক নিখুঁত আধুনিকতা। কিন্তু এখান থেকেই শুরু হয় পরিবর্তন। পরিণত হয় 'পাঠান'-এর রগচটা, বিদ্রোহী লুকে। রঙিন শার্ট, ছেঁড়া জিনস—সব মিলিয়ে শাহরুখ দেখিয়ে দিলেন বয়স নয় আত্মবিশ্বাসই তাঁর ফ্যাশনের চালিকাশক্তি। আর 'জওয়ান'-এর বিক্রম রাঠোর? সাদা চুল, বুট, বন্দুক, মুখে সিগার—এ যেন শাহরুখেরই আরেক রূপ। আপকামিং মুভি কিং-এও ছোট সোনালি চুলে ৬০ বছর বয়সেও 'রক' ইমেজ ধরে রাখা যায় সেই প্রমাণই দিলেন কিং খান। 

আরও পড়ুন সব্যসাচীর পোশাকে শাহরুখ 'বাংলার বাঘ', মেট গালায় ইতিহাস সৃষ্টি কিং খানের

Shah Rukh khan SRK Birthday