Advertisment
Presenting Partner
Desktop GIF

আইফা ২০১৯: পুরস্কৃত হলেন রণবীর, শ্রীরাম রাঘবন, আলিয়ারা

সেরা অভিনেতার পুরস্কার ঝুলিতে এল রণবীর সিংয়ের, আলিয়া ভাট হলেন সেরা অভিনেত্রী। মেঘনা গুলজারের পরিচালনায় রাজি সেরা ছবির তকমা পেল। দেখে নিন পূর্ণ তালিকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইফা অ্যাওয়ার্জডে রণবীর-আলিয়া। Express Photo: Varinder Chawla

বুধবার মুম্বইয়ে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০১৯। আয়ুষ্মান খুরানা ছিলেন সঞ্চালকের ভূমিকায়। এদিন রাতে সেরার তালিকায় দেখা ছিল রণবীর সিং (পদ্মাবত, সেরা অভিনেতা), আলিয়া ভাট (রাজি, সেরা অভিনেত্রী), শ্রীরাম রাঘবন (অন্ধাধুন, সেরা পরিচালক) এবং রাজি (সেরা ছবি)।

Advertisment

সলমন খান, ক্যাটরিনা কাইফ, সারা আলি খান, মাধুরী দীক্ষিত নেনে-র মতো তারকারা মাতালেন আইফার মঞ্চ। গ্রিন কার্পেটের এই রাত শুরু হয়েছিল আয়ুষ্মান খুরানা, প্রীতি জিন্টা, সারা আলি খান, ঊর্র্বশী রাওতলা, স্বরা ভাস্কর, জেনেলিয়া ডি'সুজা, রীতেশ দেশমুখ, মৌনী রায়ের তারকাদের উপস্থিতিতে।

আরও পড়ুন, হতে পারে রানু ও শানুর ডুয়েট, জানালেন গায়ক

আয়ুষ্মানের আগে নিজস্ব আঙ্গিকে শো মাতিয়ে রেখেছিলেন করণ জোহর। বলিউড তারকা রণবীর সিংয়ের ওপেনিং অ্যাক্ট ভাল ছিল, ওয়ার্ল্ড অফ ডান্সারের বিজেতা কিংস ইউনাইটেডের সঙ্গে পারফর্ম করলেন।

publive-image শাহিদ কাপুর। ফোটো- ইনস্টাগ্রাম

publive-image দীপিকা পাড়ুকোন। ফোটো- ইনস্টাগ্রাম

publive-image ক্যাটরিনা কাইফ। ফোটো- ইনস্টাগ্রাম

আরও পড়ুন, পরিচালকের ভূমিকায় আমির কন্যা, চলছে প্রস্তুতি

আইফা অ্যাওয়ার্ডের মঞ্চে ডেবিউ করলেন ভিকি কৌশল। 'কাভা কাভা', 'গুড় নাল ইস্ক মিঠা' এবং 'ধ্যানচাঁদ' গানেই নাচলেন অভিনেতা। সারা আলি খানও মুগ্ধ করলেন। 'ইয়ার বিনা চ্যান কাহা রে' এবং 'ওলে ওলে ওলে' গান মঞ্চে এলেন তিনি।

সলমন খান মঞ্চে এলেন 'ও ও জানে জানা' এবং 'গরম চায়ে কি পিয়ালি হো'-র ট্র্যাকে।

আরও পড়ুন, দীপাবলি জমিয়ে দেবে ‘মেড ইন চায়না’, এসে গেল ট্রেলার

দেখে নিন আইফার সেরাদের পূর্ণ তালিকা:

সেরা গায়ক - অরিজিৎ সিং (এ ওয়াতন)

সেরা গায়িকা- হর্ষদীপ কৌর এবং বিভা শ্রফ (দিলবারো)

আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন সিনেমা- জাগদীপ

সেরা লিরিক্স- অমিতাভ ভট্টাচার্য (ধড়ক)

সেরা মিউজিক- সনু কে টিটু কি সুইটি

বিগত ২০ বছরে সেরা সঙ্গীত পরিচালক- প্রীতম

বিগত ২০ বছরে সেরা পরিচালনা- রাজকুমার হিরানি

বিগত ২০ বছরে সেরা ছবি- কহো না প্যায়ার হ্যায়

বিগত ২০ বছরে সেরা অভিনেতা- রণবীর কাপুর

বিগত ২০ বছরে সেরা অভিনেত্রী- দীপিকা পাড়ুকোন

সেরা নবাগত অভিনেতা- ঈশান খট্টর (ধড়ক ও বেয়ন্ড দ্য ক্লাউডস)

সেরা নবাগতা অভিনেত্রী- সারা আলি খান (কেদারনাথ)

সেরা ছবি- রাজি

সেরা পার্শ্বচরিত্র- ভিকি কৌশল (সঞ্জু)

সেরা পার্শ্বচরিত্র- অদিতি রাও হায়দারি (পদ্মাবত)

সেরা পরিচালনা- শ্রীরাম রাঘবন (অন্ধাধুন)

সেরা অভিনেতা- রণবীর সিং (পদ্মাবত)

সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (রাজি)

হিন্দি সিনেমায় অবদানের জন্য সম্মানিত সরোজ খান।

Advertisment