Dhumketu Advance Booking: 'ওয়ার ২'-কে বুড়ো আঙুল দেখিয়ে রেকর্ড 'ধূমকেতু'র, অগ্রিম টিকিট বুকিংয়ে ইতিহাস গড়ল দেব-শুভশ্রী

Dev-Subhashree Dhumketu: ওয়ার ২-এর সঙ্গে দেব-শুভশ্রীর ধূমকেতু নিয়ে বিতর্ক পৌঁছেছিল চরমে। এর মাঝেই দেব-শুভশ্রী ভক্তদের জন্য সুখবর। অগ্রিম টিকিট বুকিংয়ের চাহিদার ভিত্তিতে বাড়তে পারে শোয়ের সংখ্যা।

Dev-Subhashree Dhumketu: ওয়ার ২-এর সঙ্গে দেব-শুভশ্রীর ধূমকেতু নিয়ে বিতর্ক পৌঁছেছিল চরমে। এর মাঝেই দেব-শুভশ্রী ভক্তদের জন্য সুখবর। অগ্রিম টিকিট বুকিংয়ের চাহিদার ভিত্তিতে বাড়তে পারে শোয়ের সংখ্যা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

অগ্রিম বুকিংয়ে ইতাহাস সৃষ্টি

Dhumketu Vs War 2: ৪ অগাস্ট দেব-শুভশ্রী অভিনীত 'ধূমকেতু' ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্মদিনের সন্ধ্যায় ছিল সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। 'দেশু' জুটিকে কাছে থেকে দেখতে ভক্তদের ভিড়ে নজরুল মঞ্চে ছিল কানায় কানায় পূর্ণ। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের পাসের চাহিদাকে ছাপিয়ে যাচ্ছিল ধূমকেতুর প্রিমিয়ারের পাসের 'ডিমান্ড'। এইরকম পরিস্থিতিতে শেষ পর্যন্ত প্রিমিয়ার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ছবির প্রযোজকদ্বয় দেব-রানা সরকার। ইতিমধ্যেই ওয়ার ২-এর সঙ্গে দেব-শুভশ্রীর ধূমকেতু নিয়ে বিতর্ক পৌঁছেছিল চরমে। এর মাঝেই দেব-শুভশ্রী ভক্তদের জন্য সুখবর। অগ্রিম টিকিট বুকিংয়ের চাহিদার ভিত্তিতে বাড়তে পারে শোয়ের সংখ্যা। 

Advertisment

আরও পড়ুন ধূমকেতু মুক্তির আগে বিরাট ধাক্কা ভক্তদের! কী সিদ্ধান্ত নিলেন প্রযোজকদ্বয় দেব-রানা সরকার?

প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্ত জানিয়েছেন, ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে ধূমকেতুর টিকিট। এটা সত্যিই আশাতীত। যে হারে দেব-শুভশ্রীর টিকিট ঝড়ের গতিতে বিক্রি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে মুক্তির আগেই ব্লকবাস্টার। সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ দত্তের এই পোস্টের স্ক্রিন শট শেয়ার করে খুশিতে গদগদ দেব। নাম না করে ওয়ার ২-এর পরিবেশকদের খোঁচা মেরে লিখেছেন, 'কোনও শো দেওয়া হবে না থেকে ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টির জার্নি। মানুষের চাহিদার জন্যই এটা সম্ভব, অনেক ধন্যবাদ। ১৪ অগাস্ট থেকেই আরও শো বাড়ানো হোক। ইতিবাচক উত্তরের অপেক্ষায় রইলাম।' 

Advertisment

আরও পড়ুন সিনেমার পর্দায় দেব-শুভশ্রীর দুরন্ত প্রেম, 'চ্যালেঞ্জ' টু 'খোকা ৪২০'-র পর কেন নিশ্চিহ্ন এই জুটি?

প্রসঙ্গত, সিঙ্গল স্ক্রিনে ওয়ার ২-এর চারটি শোয়ের দাবি করা হয়েছিল। কোনও বাংলা সিনেমার সঙ্গে প্রাইম টাইমে শো ভাগ করবে না বলে জানিয়েছিল ছবির পরিবেশকরা। কিন্তু,  মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মন্ত্রী অরূপ  বিশ্বাসের সঙ্গে টলিপাড়ার সিনিয়ার শিল্পীদের বৈঠকে মেলে সুফল। ১১০ টি স্ক্রিনে দেখানো দেখানো হবে ধূমকেতু। শনিবার অগ্রিম টিকিট বুকিং শুরু পর তো কিস্তিমাত। পোস্টের ক্যাপশনে মজা করে লিখেছেন, 'এটা কিন্তু এমনি নয়, বাস্তব। সকলে পাশে থাকার জন্য ধন্যবাদ।' 'দেশু'-কে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। 

আরও পড়ুন মান-অভিমান ভুলে বছর দশেক পর সেলফি, আইকনিক 'মালা রে'-র তালে তুমুল নাচ দেব-শুভশ্রীর

রানা সরকার তাঁর প্রযোজনা সংস্থার ১৫ বছর পূর্তিতে রবিবাসরীয় সন্ধ্যায় একটি জমকালো পার্টির আয়োজন করেন। সেখানে নাকি ফের একসঙ্গে দেখা যাবে দেব-শুভশ্রী জুটিকে। এই মুহূর্তে দেব রয়েছেন মুম্বইয়ে। কলকাতা ফিরেই পার্টিতে যোগ দেবেন দেব।

Dev Subhashree Ganguly