/indian-express-bangla/media/member_avatars/2024/12/18/2024-12-18t155945930z-whatsapp-image-2024-12-15-at-102343-am.jpeg )
/indian-express-bangla/media/media_files/2024/12/18/QqAyrcG8G2Iaek9eZzZH.jpg)
'মরা তো ইতিহাস তৈরি করতে পেরেছি: ইন্দিরা
Indira Still Happy For Iti Maa: সময় পরিবর্তনের সঙ্গে বদলাচ্ছিল বাংলা ছবির ভাগ্যও। কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে দীর্ঘ কয়েক বছর পর ইন্ডিপেনডেন্ট বাংলা ছবির প্রিমিয়ার হয়েছে। নবাগতা পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের নির্দেশনায় তৈরি 'পুতুল' ছবির গান 'ইতি মা' অস্কারের জন্য মনোনয়নও পেল। কিন্তু, তীরে এসে তরী ডুবল! বুধের সকালেই সমাজমাধ্যমে দুঃসংবাদ দিয়েছেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী।
তিনি জানিয়েছেন অস্কারের টপ ১৫-এ থাকতে পারল না 'ইতি মা'। অস্কারের ইঁদুর দৌঁড়ে ছিটকে গেলেও গর্বিত পুতুলের পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে তিনি জানালেন, অস্কারের মঞ্চে ইতি মা পৌঁছেছে এটাই পুতুলের টিমের কাছে বিরাট প্রাপ্তি।
আরও পড়ুন: তীরে এসে তরী ডুবল, সকাল হতেই দুঃসংবাদ দিলেন ইমন চক্রবর্তী...
পরিচালক বলেন, 'আমরা আজও খুব খুশি। কারণ লক্ষ লক্ষ গানের মধ্যে জায়াগা পেয়েছিল 'ইতি মা'। টপ ৭৯-এ পৌঁছেছিল। কোনও রকম ক্যাম্পেন ছাড়াই অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। প্রথম বাংলা হিসেবে টপ ৭৯-এ পৌঁছনো নিঃসন্দেহে গর্বের। ভারত থেকে খুব গানই অস্কারের মঞ্চ ছুঁয়েছে। সায়ন খুব অল্প বয়সে এই সাফল্যটা পেল। আমাদের কাছে এটা নৈতিক জয়'।
আরও পড়ুন: 'বাংলা সিনেমা-গান তো অস্কারের মঞ্চে পৌঁছায় না; পুতুলের গান মনোনীত হতেই আবেগপ্রবণ পরিচালক ইন্দিরা
পরিচালক ইন্দিরা যোগ করেন, 'আমরা তো একটা ইতিহাস তৈরি করে ফেলেছি। সেটা তো কোনওদিন অস্বীকার করা যাবে না। প্রথম বাংলা গান হিসেবে অস্কারের মঞ্চে গিয়েছে 'ইতি মা' এটা কোনওদিন বদলে যাবে না। আমরা যে সকলের সঙ্গে অস্কার নিয়ে কথা বলতে পারছি এটাই অনেক বড় পাওনা। পথশিশুদের নিয়ে গানটা তৈরি করেছিলাম। এটা কিন্তু ওদেরও নৈতিক জয়।'
ইমন-সায়ন প্রসঙ্গে ইন্দিরা বলেন, 'আমার প্রত্যেকে একটা টিম হিসেবে কাজ করি। সকলের মধ্যে একটা টিম স্পিরিট রয়েছে যা কাজের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন। আমরা যখন গানটা বানিয়েছিলাম হইহই করেই বানিয়েছিলাম। আজ আন্তর্জাতিক স্তরে পৌঁছনোর পর গোটা পৃথিবী জানল একটা বাংলা গান অস্কারের মঞ্চ পর্যন্ত পৌঁছেছিল। এটাই আমাদের কাছে আনন্দের। আমার প্রথম ছবিতে কান আর অস্কার দুটোর লোগোই বসল। এটাতেই হ্যাপি'।