/indian-express-bangla/media/media_files/2025/10/19/cats-2025-10-19-11-55-05.jpg)
কেমন আছেন দিতিপ্রিয়া?
Jeetu-Ditipriya Chirodini Tumi Je Amar: অক্টোবরের প্রথম সপ্তাহেই নাকে অস্ত্রোপচার হয়েছে পর্দার অপু ওরফে দিতিপ্রিয়া রায়ের। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর দিয়েছিলেন। একইসঙ্গে জানিয়েছিলেন, খুব গুরুতর কোনও কিছু নয়। অস্ত্রোপচারের পর ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেছিলেন, 'এখন আমি ভাল আছি তবে একটু দুর্বল।' কয়েকদিন বিশ্রামের পরই সেটে ফিরেছেন দিতিপ্রিয়া। এই মুহূর্তে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অপর্ণার চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া। এই মুহূর্তে অনেকেই দিতিপ্রিয়ার লুক নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁকে নাকি খুব ফ্যাকাসে ও দুর্বল লাগছে। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অপু। একইসঙ্গে সহঅভিনেত্রীকে 'সহযোদ্ধা' বলে সম্বোধন করেছেন আর্য ওরফে জীতু কমল।
আরও পড়ুন শুটিং সেটে নাক দিয়ে রক্ত, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি দিতিপ্রিয়া, কেমন আছেন পর্দার 'অপু'?
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে দিতিপ্রিয়া জানিয়েছেন, 'অনেকেই জানতে চাইছেন আমাকে অন স্ক্রিনে কেন এত দুর্বল, ফ্যাকাসে লাগছে। সেই উত্তর দিতেই এসেছি। আসলে সদ্য আমার একটি অস্ত্রোপচার হয়েছে। সেলাইও কাটা হয়নি, সেই অবস্থাতেই শুটিং করছি। নাকের ভিতর sialastic sheets-ও আছে। এইরকম পরিস্থিতিতে আমার বেশি কথা বলা বারণ। সামান্য হাসতে গেলেও কষ্ট হচ্ছে। যন্ত্রণা সত্ত্বেও আমি চেষ্টা করছি যাতে দর্শকের মনোরঞ্জনে কোনও খামতি না থাকে। সকলের ভালবাসাই আমার সুস্থ হয়ে ওঠার শক্তি। প্রত্যেকের সহযোগিতার জন্য আমি আপ্লুত।'
আরও পড়ুন কাজই তো সরস্বতী, শুটিং সেট আমার ভ্যালেনটাইন্স ডে পালনের জায়গা: দিতিপ্রিয়া রায়
দিতিপ্রিয়ার পোস্টটি রিশেয়ার করে সহ অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন। সম্প্রতি জীতু-দিতিপ্রিয়ার মনোমালিন্য হয়ে উঠেছিল স্টুডিওপাড়ার চর্চিত টপিক। যদিও সেসব এখন অতীত, জীতু বরাবরই বলেছেন দিতিপ্রিয়ার প্রতি তাঁর কোনও বিদ্বেষ বা মান অভিমানের ব্যাপার নেই। এবার সোশ্যাল মিডিয়া পোস্টে সহ অভিনেত্রীকে 'সহযোদ্ধা' সম্বোধন করে আরও একবার সেই প্রমাণই দিলেন।
দিতিপ্রিয়ার সুস্থতা কামনা করে জীতু লিখেছেন, 'আমার যোদ্ধা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আর দু-একদিনের মধ্যেই আমার সহযোদ্ধা ফ্লোরে ফিরে আসবে। তার সেই শক্তি নিয়ে যা দিয়ে এতদিন আপনাদের মনোরঞ্জিত করেছে। পাশে থাকবেন। ভরসা রাখবেন ওর উপর।' পোস্টের শেষে দিয়েছেন করজোড়ের ইমোজি। আর সঙ্গে শিবভক্ত জীতু লিখেছেন, 'জয় মহাকাল'।