New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/04/cats-2025-07-04-15-47-32.jpg)
লালবাজারে জীতু কমল
Jeetu Kamal-Dulal Dey: গৃহপ্রবেশের সাফল্যের মাঝে শুক্রের সকালে লালবাজারে ছুটলেন জীতু। সঙ্গে ক্রীড়া সাংবাদিক ও পরিচালক দুলাল দে। ঘটনার নেপথ্যে কোন রহস্য?
লালবাজারে জীতু কমল
Aranyar Prachin Probad sequal: এই মুহূর্তে ইন্দ্রদীপ দাশগুপ্তের 'গৃহপ্রবেশ'-এ জীতু কমলের দুর্ধর্ষ অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। একই সঙ্গে ছোট পর্দায় 'চিরদিনই তুমি যে আমার' ও মেগার দর্শক একেবারে চেটেপুটে উপভোগ করছে। একইসঙ্গে সিরিয়াল ও সিনেমায় সাফল্যের গ্রাফ যখন ঊর্ধমুখী তখন সাত সকালে লালবাজারে ছুটতে হল জীতুকে। দেখা করলেন পুলিশ কমিশনার মনোজকুমার বর্মা ও ডেপুটি পুলিশ কমিশনার আলোক সান্যালের সঙ্গে। সঙ্গে ছিলেন ক্রীড়া সাংবাদিক ও পরিচালক দুলাল দে-ও। শুক্রের সকালে আচমকা কী হল? কোনও সমস্যায় পড়েছেন তাঁরা? খোঁজ নিতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয় দুলাল দে-র সঙ্গে।
তিনি জানান, 'অরণ্য'র প্রাচীন প্রবাদ ছবিতে গোয়েন্দা চরিত্র অরণ্য চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবে জীতু। সেই অরণ্য'র প্রাচীন প্রবাদ এবার বইয়ের পাতায়, যার উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার। সেই জন্যই আমি, জীতু লালবাজারে এসেছি। ২০২৪-এ অরণ্য'র প্রাচীন প্রবাদ ছবিটি তৈরি হয়েছিল। এখন সিক্যুয়েলের কাজ শুরু হবে।' তবে সিক্যোয়েলে সমাজের কোন সমস্যাকে দর্শকের দরবারে মেলে ধরবেন সেই বিষয়ে অবশ্য একেবারে স্পিকটি নট পরিচালক।
আরও পড়ুন 'মিসেস সেন' হয়েছি তবে 'ম্যাডাম সেনগুপ্ত' হব সত্যিই কখনও ভাবিনি: ঋতুপর্ণা সেনগুপ্ত
উল্লেখ্য, 'ফেলুদা', 'একেনবাবু'-র পর আরও একটি গোয়েন্দা চরিত্র অরণ্য চট্টোপাধ্যায়েরও ঠাঁই পেল বইয়ের পাতায়। অরণ্য চট্টোপাধ্যায়, এই চরিত্রের মাধ্যমেই গোয়েন্দা হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ জীতু কমলের। এই মুহূর্তে দ্রুত গতিতে চলছে চিত্রনাট্য লেখার কাজ। অভিনেতা জীতু কমলও সোশ্যাল মিডিয়ায় বই প্রকাশ অনুষ্ঠানের ছবি ও ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'অরণ্য চ্যাটার্জি পাতায়-পাতায়'।
আরও পড়ুন ৯ বছর পর ফিরল 'পিঙ্ক'-র নস্ট্যালজিয়া! অনিরুদ্ধর 'ডিয়ার মা'-এর জন্য শুভেচ্ছা অমিতাভের
২০২৪-এর ৫ জুলাই মুক্তি পেয়েছিল অরণ্য'র প্রাচীন প্রবাদ। নবাগত পরিচালক হিসেবে দুলাল দে-র এউই ছবিটি বক্স অফিসে বেশ ভালই সাড়া ফেলেছিল। পরবর্তী ভাগের অপেক্ষায় বাংলা ছবির দর্শক। লাস্ট বাট নট ইন লিস্ট, অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিকের পাশপাশি দুলাল দে পরিচালক হিসেবেও সফল। একটু পিছন ফিরে তাকালে মনে পড়ে যায় 'গোলন্দাজ' ছবিতে অভিনেতা হিসেবেও দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন। এবার অরণ্য'র প্রাচীন প্রবাদের লেখক হিসেবেও খ্যাতি অর্জন করবে সে কথা বলাইবাহুল্য।