New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/29/cats-2025-07-29-17-10-29.jpg)
জেনিফার পোশাক বিভ্রাট
Jennifer Lopez Wardrobe Malfunction: লাইভ পারফরম্যান্সের মাঝে খুলে গেল স্কার্ট। কী ভাবে পরিস্থিতি সামলালেন ফেমাস রক স্টার জেনিফার লোপেজ? দেখুন সেই মুহূর্তের ভিডিও।
জেনিফার পোশাক বিভ্রাট
Jennifer Lopez Live Performance: তারকাদের সঙ্গে কখন যে কী ঘটে যায় সে কী কেউ বলতে পারে! পোল্যান্ডের ওয়ারস'-এর কনসার্টে ২৫ জুলাই অপ্রত্যাশিত পোশাক বিভ্রাটের শিকার হন পপ সেনসেশন জেনিফার লোপেজ। কিন্তু, নিজস্ব স্টাইলে পরিস্থিতি সামাল দিয়েছেন পপ স্টার। সেই বিশেষ মুহূর্তটি দ্রুত গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রক গানে যখন মঞ্চ মাতাচ্ছেন জেনিফার লোপেজ ঠিক সেই সময়ই আচমকা শরীর থেকে খসে পড়ে স্কার্ট। ব্যাস, দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে পোশাক বিভ্রাটের সেই ভিডিও। তবে জেনিফার কিন্তু একদম 'কুল'। হাসি মুখে পরিস্থিতির মোকাবিলা করে ফের চেনা ছন্দে জেনিফার লোপেজ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় পারফরম্যান্সের মাঝপথে হঠাৎ করেই লোপেজের স্কার্ট খুলে পড়ে যায়। যার ফলে প্রকাশ্যে আসে তাঁর অন্তর্বাস! তবে বিন্দুমাত্র বিচলিত না হয়ে হাসি মুখে দর্শকদের বলেন, 'আমি তো এখন শুধু অন্তর্বাস পরে আছি!' সেই মুহূর্তে মঞ্চে তাঁর ব্যাকআপ ডান্সার পোশাক ঠিক করার চেষ্টা করলেও সফল হননি। অগত্যা স্কার্টটি নিজেই খুলে দর্শক আসনে ছুঁড়ে দেন। এরপর ফের রক মিউজিকে ঝড় তোলেন ৫৬ বছর বয়সী জেনিফার।
আরও পড়ুন মঙ্গলে মুখদর্শন! একরত্তিকে আগলে প্রথম ছবি, কেমন দেখতে হল অহনার মেয়ে?
Jennifer Lopez suffers wardrobe malfunction on stage as she celebrates turning 56. pic.twitter.com/yOg6f28GG2
— Oli London (@OliLondonTV) July 26, 2025
পোশাক বিভ্রাটের মুহূর্তে এক গাল হেসে দর্শকের উদ্দেশে জেনিফার বলেন, 'আমি খুশি যে পোশাকটা মজবুত ছিল আর অন্তর্বাসও পরেছিলাম। কারণ আমি তো সাধারণত অন্তর্বাস পরি না।' জেনিফার যখন স্কার্টটি ভিড়ের মাঝে ছুঁড়ে দেন তখন এক ভক্ত তাঁর স্কার্টটি ধরে ফেলেন। জেনিফার তখন মজা করে বলেন, তুমি এটা চিরদিনের জন্য তোমার কাছে রাখতে পারো। এটা আর আমার লাগবে না।"
আরও পড়ুন চরম আর্থিক অনটন থেকে দাম্পত্যে অশান্তি, হাটে হাঁড়ি ভাঙলেন অর্চনার স্বামী পরমিত
এই দৃশ্য ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ জেনিফার আত্মবিশ্বাসের তারিফ করেছেন তো কারও আবার মনে হয়েছে এই ঘটনা ইচ্ছাকৃত। সম্প্রতি নিজের ৫৬তম জন্মদিনও বোল্ড ব্যাকলেস গাউনে জমিয়ে উদযাপন করেছেন জেনিফার। এই মুহূর্তে Up All Night শীর্ষক একটি ট্যুরে এশিয়া ও ইউরোপ মাতাচ্ছেন। ১২ অগাস্ট শেষ হবে জেনিফার সফর।
আরও পড়ুন কবে OTT-তে মুক্তি পাবে 'মেট্রো ইন দিনো'? জেনে নিন কোথায় কখন দেখবেন