Re Routing Screeining South Industry: কলকাতার মেয়ে কঙ্কনা চক্রবর্তী। কর্মসূত্রে লস অ্যাঞ্জেলসে থাকলেও নারীর টান কখনও অস্বীকার করেন না। বাংলা ভাষাতেই ছবি তৈরি করেন কঙ্কনা। গত মে মাসে মুক্তি পেয়েছে বঙ্গতনয়া কঙ্গনা চক্রবর্তী পরিচালিত ৩৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্যের সাইকোলজিক্যাল থ্রিলার 'রি-রাউটিং'। মুক্তির পর দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে ছবিটি। এবার বাংলার গণ্ডি পেরিয়ে দক্ষিণে পাড়ি দিল কঙ্কনার 'রি-রাউটিং'। স্বল্পদৈর্ঘ্যের কোনও বাংলা ছবি এর আগে কখনও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনেমাহলে মুক্তি পায়নি। বাংলা সিনেমার ইতিহাসে এই ঘটনা নিঃসন্দেহে 'নবজাগরণ'। একদিকে যখন কলকাতার মানুষ কঙ্কনার সৃষ্টিকে সাদরে গ্রহণ করছেন, তখন দক্ষিণে সিনেমার প্রদর্শনের খবরে খুশি পরিচালক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কঙ্কনা আনন্দ জাহির করে বলেন, 'দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম কোনও বংলা শর্ট ফিল্ম প্রদর্শিত হবে। কেরালার ক্রাউন থিয়াটারে রি-রাউটিং দেখানো হবে। এই সিনেমাহলের ১০০ বছর পূর্তিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯ জুলাই হবে সিনেমার স্ক্রিনিং। টিকিটের মূল্য ৯০ টাকা।' সেভাবে প্রচারের আলোয় আসেনি রি-রাউটিং। তবুও দর্শকের ভালবাসায় কলকাতার সিনেমাহল হাউজফুল। তবে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রি-রাউটিংয়ের জার্নির নেপথ্যে রয়েছে এক বিশেষ কাহিনি। কঙ্কনা বলেন, 'কলকাতায় মুক্তির পর কেরালার এক দর্শক নিভেদ সিনেমাটি দেখেন। তারপর ক্রাউন হলের মালিককে সিনেমাটি দেখান। ওঁর দেখে এতটাই ভাল লেগেছিল যে সিনেমাহলে মুক্তির সিদ্ধান্ত নেন।'
আরও পড়ুন সময় ভাল থাকলে বাজে ব্যাটেও রান আসবে আর খারাপ হলে দামী ব্যাটেও রান আসবে না: ইন্দ্রদীপ
একটা সময় যখন বাঙালি পরিচালক-প্রযোজক বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর অনুরোধ করতেন। আর আজ সেই বংলারই একটি শর্ট ফিল্ম দক্ষিণে মুক্তির অপেক্ষায়। এই প্রসঙ্গে কঙ্কনার সংযোজন, 'শর্ট ফিল্ম বা ফিচার ফিল্ম মুখ্য বিষয় নয়, গল্পই শেষ কথা'। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি গৃহপ্রবেশের সাফল্য নিয়েও একই কথা বলেছিলেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। তাঁর বক্তব্য, 'সিনেমা পছন্দ-অপছন্দ সবটুকু নির্ভর করে দর্শকের উপর। সিনেমার কনটেন্ট ভাল হলে মানুষ হলমুখী হবেন। ভাল সিনেমা হলে বসে উপভোগ করার মজটাই আলাদা।' ম্যাডাম সেনগুপ্ত মুক্তির পর ঠিক একই সুরে কথা বলেছেন টলি ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্তও।
আরও পড়ুন ৫ ফুট ৯ইঞ্চি উচ্চতা আর হেয়ার স্টাইল কলকাতায় বেমানান, লস অ্যাঞ্জেলসে পেশাদার অভিনেত্রী: কঙ্কনা চক্রবর্তী