Sachin Sanghvi Arrested: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে লাগাতার যৌন অত্যাচার, গ্রেফতার 'আজ কি রাত' খ্যাত সচিন

Sachin Sanghvi-Sexual Assault: গানের অ্যালবামে সুযোগ এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নিপীড়নের অভিযোগ। ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় গ্রেফতার করা হয়ছে আজ কি রাত খ্যাত সুরকার সচিন সাংভি।

Sachin Sanghvi-Sexual Assault: গানের অ্যালবামে সুযোগ এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নিপীড়নের অভিযোগ। ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় গ্রেফতার করা হয়ছে আজ কি রাত খ্যাত সুরকার সচিন সাংভি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

গ্রেফতার সচিন

Sachin Sanghvi Arrested On Sexual Assault:  সচিন সাংভি, বলিউডের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হিসেবে জুড়ি মেলা ভার। গানের অ্যালবামে সুযোগ এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নিপীড়নের অভিযোগ। মিডিয়া রিপোর্ট মোতাবেক, গ্রেফতার করা হয়েছে সচিন সাংভিকে। সংবাদ সংস্থা পিটিআই-কে শুক্রবার পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় গ্রেফতার করা হয়ছে আজ কি রাত খ্যাত সুরকারকে। পুলিশ সূত্রের খবর, অভিযোগকারিণীর বয়স কুড়ির কোঠায়। তাঁর কথায়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সাংভির সঙ্গে ইনস্টাগ্রাম মারফৎ যোগাযোগে হয়। সেই সময়ই নিজের মিউজিক অ্যালবামে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে দুজনের মধ্যে ফোন নম্বরও আদানপ্রদান হয়। 

Advertisment

পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণীর দাবি সচিন তাঁকে স্টুডিওতে ডেকে নিয়ে বিয়ের প্রস্তাব দেন এবং একাধিকবার যৌন নিপীড়ন করেন। এরপর ‘সচিন-জিগর’ জুটির অংশ হিসেবে পরিচিত সংগীত পরিচালক সাচিন সাংভির বিরুদ্ধে ওই মহিলা অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই সচিনের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের হয়েছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে সাংভিকে গ্রেফতার করে। তবে খুব অল্প সময়ের মধ্যেই তিনি জামিনে মুক্তি পেয়ে যান। বর্তমানে মামলাটি বিচারাধীন এবং তদন্ত চলছে। 

আরও পড়ুন ৭০-এ সব শেষ- প্রয়াত বিজ্ঞাপনের লেজেন্ড পিয়ূষ পাণ্ডে, শোকস্তব্ধ বিনোদুনিয়া থেকে রাজনৈতিকমহল

Advertisment

আইনজীবী আদিত্য মিঠে একটি বিবৃতি দিয়ে মক্কেলের বিরুদ্ধে অভিযোগ এবং গ্রেফতারকে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেন, 'আমার মক্কেলের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মামলার কোনও যুক্তিসঙ্গত ভিত্তি নেই। আমার মক্কেলের পুলিশি আটক অবৈধ ছিল এবং সেই কারণেই তিনি তৎক্ষণাৎ জামিনে মুক্তি পান। আমরা সমস্ত অভিযোগের বিরুদ্ধে লড়াই করব।'

আরও পড়ুন বেবি বাম্পে হাত- কান পেতে হৃদস্পন্দন শোনা, মেটারনিটি ফটোশুটের অদেখা ছবিতে রাঘব-পরিনীতি

সচিন-জিগর জুটি বলিউডে বহু হিট ছবির সংগীত পরিচালনা করেছেন। তাঁদের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে স্ত্রী ২, ভেড়িয়া, এবং পরম সুন্দরীর মতো ছবির গানগুলো। এই জুটির সর্বশেষ কাজ দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত থাম্মা-র সংগীত। হিট গানগুলোর জন্য সকলের হৃদয়ে দাগ কেটেছেন গায়ক ও সংগীত পরিচালক সচিন সাংভি। অভিযোগকারী এবং সাংঘভির আইনজীবী উভয় পক্ষই আদালতের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন রামচরণ-উপসানার জীবনে জোড়া সুখ, যমজ সন্তানের বাবা-মা হচ্ছেন তারকা দম্পতি

Sachin Sanghvi