Kharaj Mukherjee: প্রস্থেটিক মেকআপে মুখের ভোলবদল! অক্ষয়ের ক্যামেরায় কী ভাবে ধরা পড়লেন খরাজ?

Kharaj Mukherjee-Jolly LLB 3: জলিএলএলবি-তে প্রস্থেটিক মেকআপে মুখের ভোলবদল খরাজ মুখোপাধ্যায়ের। অক্ষয় কুমারের ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্ত। শুটিং সেটের অভিজ্ঞতা ভাগ করলেন বাঙালি অভিনেতা।

Kharaj Mukherjee-Jolly LLB 3: জলিএলএলবি-তে প্রস্থেটিক মেকআপে মুখের ভোলবদল খরাজ মুখোপাধ্যায়ের। অক্ষয় কুমারের ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্ত। শুটিং সেটের অভিজ্ঞতা ভাগ করলেন বাঙালি অভিনেতা।

author-image
Kasturi Kundu
New Update
cats

আক্কির লেন্সে খরাজ!

Kharaj Mukherjee-Akshay Kumar: ১৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে 'জলি এলএলবি ৩'। এই ছবিতে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। ছবি মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় শুটিং সেটের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যার মধ্যে রয়েছে প্রস্থেটিক মেকআপের এক বিশেষ মুহূর্ত যা ধরা পড়েছে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের ক্যামেরায়। এর আগে কখনও প্রস্থেটিক মেকআপের অভিজ্ঞতা ছিল খরাজের? এই বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বললেন অভিনেতা। 

Advertisment

খরাজ বলেন, 'আগেও একবার প্রস্থেটিক মেকআপ ব্যবহার করেছি। সন্দীপ রায়ের পরিচালনায় 'ঘুরঘুটিয়ার ঘটনা'-য় দুষ্টু লোকের চরিত্রে অভিনয় করেছিলাম। সেখানে চরিত্রের প্রয়োজনে প্রস্থেটিক মেকআপের প্রয়োজন ছিল। যদিও সেই সময় এতটা উন্নতমানের প্রস্থেটিক মেক আপ হত না। এরপর আরও একবার প্রস্থেটিক মেকআপের অজ্ঞিজ্ঞতা হয়েছিল। সেই সময় একসঙ্গে দুটি ছবির সঙ্গে চুক্তিবদ্ধ। একটি ছবিতে দাড়ি রাখা যাবে না। আর আমার পক্ষে দাঁড়ি কাটাও সম্ভব ছিল না। তখন সোমনাথ (সোমনাথ কুণ্ডু) বলেছিল, দাড়ির উপর দিয়েই প্রস্থেটিক করে ম্যানেজ করে দেব। কেউ দেখলে বুঝতেই পারবে না যে দাড়ি আছে। পরে অবশ্য মুখে একটা প্যাচ পড়ে গিয়েছিল। ওটা ছিল সেমি-প্রস্থেটিক। কিন্তু, জলি এলএলবি ৩-তে এই প্রস্থেটিক মেকআপ সম্পূর্ণ পূর্বপরিকল্পিত।' 

আরও পড়ুন 'আমিও আজ একটু...', গ্রামের বাড়িতে কোন উৎসবে মেতেছেন খরাজ? দেখুন ভিডিও

Advertisment

সেই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'প্রথমে আমার মুখের একটা নেগেটিভ ছাপ নেওয়া হয়। সেই অনুযায়ী মুখের যেই জায়গাগুলোতে চামড়ার রিংগুলো বসবে সেগুলো তৈরি করে। শুটিংয়ের আগে প্রায় সোয়া ঘণ্টা মতো রেডি হয়ে বসে থাকতে হত। তখন ওই জিনিসটা লাগানো হত। এরপর কতরকমের স্প্রে-অন্যান্য কারিগরি করত। পুরো মেকআপ করতে দেড় ঘণ্টা সময় লাগত। দু'দিনের শুটিংয়ের জন্য এই প্রস্থেটিক মেকআপ করতে হয়েছিল। ওই সময়টা খুব সাবধানে থাকতে হত, কিছু খাওয়া যেত না। সম্পূর্ণ লিক্যুইড খেতে হত। আর মেকআপ তোলার সময়ও খুব কষ্ট হয়েছিল। তখনও আধ ঘণ্টা সময় লাগত। উইলিয়াম পুরো কাজটা করেছে। খুব কাজ থেকে দেখলেও বোঝা যেত না কিছু সংযোজন করা হয়েছে।'   

অক্ষয়ের লেন্সবন্দি কী ভাবে হলেন সেই বিষয়ে খরাজের সংযোজন, 'আমি শুটিংয়ের ফাঁকে বসে ছিলাম। সেই সময় অক্ষয় কুমারের হাতে কেউ একজন ক্যামেরা দিয়েছিল। আর ক্যামেরাটা কেমন সেটা দেখার সময় আমি সামনে পড়ে যাই। ব্যাস! একটা ছবি দুম করে ক্লিক করে নিল। আমিও চমকে গিয়ে একটা অদ্ভুত এক্সপ্রেশন দিলাম। এরপর ছবিটা যখন দেখাল আমি বললাম আমাকে এটা পাঠিয়ে দেবেন স্যার। উনি সঙ্গে সঙ্গে বলেন, এখন কিছু পোস্ট করা যাবে না। ছবি মুক্তির আগে পোস্ট করার অনুমতি ছিল না।'

প্রস্থেটিক মেকআপের কথা প্রসঙ্গে উঠে আসে সৌরভ শুক্লার নাম। খরাজ মুখোপাধ্যায় বলেন, 'অক্ষয় কুমারের সঙ্গে এটা আমার তিন নম্বর ছবির শুটিং। তাই খুব স্বাভাবিকভাবেই মেকআপে দেখেও আমাকে চিনে ফেলেছেন। কিন্তু, অবাক হয়েছি সৌরভ শুক্লার প্রতিক্রিয়ায়। অনেকদিন আগে সুজয় ঘোষের অনুকূল-এ কলকাতায় মাত্র দুদিনের জন্য শুটিং করেছিলাম। এতদিন পর আমাকে দেখে চিনতে পেরেছেন! কাছে এসে বললেন, খরাজ মুখার্জি! কেমন আছেন? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমাকে চিনলেন কী করে? এরপর কিছুক্ষণ কথা হল, আমার অভিনয়ের খুব প্রশংসা করেছেন যেটা আমার কাছে বিরাট প্রাপ্তি।' 

আরও পড়ুন  'অন্ধকারে সাদা শাড়ি পরে দিদা দাঁড়িয়ে', খরাজের জীবনের হাড়হিম করা ভয়ের ঘটনা শুনলে রাতের ঘুম উড়ে যাবে

Kharaj Mukherjee