/indian-express-bangla/media/media_files/2025/07/17/cats-2025-07-17-17-02-49.jpg)
প্রয়াত কিংবদন্তী শিল্পীর জীবনাবসান
Connie Francis Passed Away: বিনোদন জগৎ-এ ফের শোকের ছায়া। প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী। অলটাইম হিট Pretty Little Baby ও Stupid Cupid-এর গানের শিল্পী Connie Francis-এর জীবনাবসান। মৃত্যুকালে লেজেন্ডারি সংগীতশিল্পী Connie Francis-এর বয়স হয়েছিল ৮৭ বছর। ১৬ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর ঠিক ২৪ ঘণ্টা আগেই প্রচণ্ড অসুস্থ অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু, শেষ রক্ষা হল না। কিংবদন্তী সংগীতশিল্পী কোনি ফ্রান্সিস (Connie Francis)-এর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু Ron Roberts। ফেসবুক পেজে শিল্পীর মর্মান্তিক মৃত্যুর খবর শেয়ার করে তাঁর ভক্তদের কাছে পৌঁছে দিয়েছেন।
Connie Francis-এর মৃত্যুর খবর নিশ্চিত করে Ron Roberts লিখেছেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় বন্ধু গতকাল রাতে প্রয়াত হয়েছেন। এই দুঃখজনক খবরটি সবার আগে ওঁর ভক্তরা জানতে পারলে কোনির আত্মা শান্তি পাবে সে ব্যাপারে আমি নিশ্চিত।' চলতি মাসের গোড়াতে কিংবদন্তী সংগীতশিল্পী কোনি তাঁর অনুরাগীদের অসুস্থতা সম্পর্কে জানিয়েছিলেন।
আরও পড়ুন শেফালিকে ছাড়া প্রতিটি রাত...! স্ত্রীর অনুপস্থিতিতে ফাঁকা ঘরে হাহাকার তারকা স্বামী পরাগের
২ জুলাই মারাত্মক যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে। আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও বাতিল করেছিলেন। চিকিৎসাধান থাকার কারণেই অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। ৪ জুলাই ফেসবুকে শেষ আপডেট দিয়েছিলেন Connie Francis।
তিনি লিখেছিলেন, 'আজ রাতে ঘুমানোর পর আজ অনেকটা সুস্থ বোধ করছি। সকলকে ৪ জুলাইয়ের শুভেচ্ছা।' প্রয়াত কিংবদন্তী শিল্পীকে জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে। সেই সঙ্গে ছিল একাধিক শারীরিক সমস্যা। বিশ্বব্যাপী তাঁর ভক্তসংখ্যা অগণিত। তাঁকে টার্নপাইক হাওয়ার্ড জনসনের লজে ধর্ষণ করা হয়েছিল। যদিও অভিযুক্ত আজও অধরা।
চারবার বিয়ে করেও জীবনে সুখ পাননি। তবে সমগীতশিল্পী ববি ড্যারিনের সঙ্গে সংসার করতে না পারার জন্য শেষদিন পর্যন্ত অনুতাপ করেছেন। বাবা তাঁদের সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। আমেরিকার বিশিষ্ট সংগীতশিল্পীদের মধ্যে Connie Francis একটি উল্লেখযোগ্য নাম। তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান হল সে কথা বলার অবকাশই রাখে না।