/indian-express-bangla/media/media_files/2025/10/23/cats-2025-10-23-13-57-23.jpg)
শোকবিহ্বল স্ত্রীর আবেগঘন পোস্ট
Olesya Nedobegova Tandon First Post: দীপাবলিতে যখন চারিদিক সেজেছে আলোর মালায় তখন ঘন অন্ধকার নেমে এসেছে গায়ক-অভিনেতা ঋষভ ট্যান্ডনের বাড়িতে। মঙ্গলে আচমকা চরম দুঃসংবাদ। হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লিতে মৃত্যুবরণ করেছেন গায়ক ও অভিনেতা ঋষভ ট্যান্ডন। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া টিনসেলটাউনে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র এনডিটিভিকে জানিয়েছেন, আগস্ট থেকে দিল্লিতে ছিলেন। কারণ তাঁর বাবা অসুস্থ ছিলেন। স্বামীর অকাল প্রয়াণে শোকে পাথর স্ত্রী ওলেসিয়া নেদোবেগোভা। ইনস্টাগ্রামে যুগলের লাভিডাভি মুহূর্তের ছবি শেয়ার শোকবার্তায় বার্তায় কী লিখেছেন?
হৃদয়বিদারক পোস্টে আবেগপ্রবণ গায়কের স্ত্রী লেখেন, 'আমি শব্দ খুঁজে পাচ্ছি না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমার প্রিয় বন্ধু, সঙ্গী, স্বামী আমি প্রতিজ্ঞা করছি তোমার সব স্বপ্ন বাস্তবায়িত করব। তুমি এই পৃথিবীতেই আছ আমার সঙ্গে। আমার আত্মা, আমার হৃদয়, আমার ভালবাসা, আমার রাজা।' পোস্টের শেষে একটি লাল হৃদয়ের ইমোজি। আরও একটি পোস্ট শেয়ার করেছেন ঋষভের স্ত্রী। যেখানে প্রিয়তমার গালে আদুরে চুম্বণ এঁকে দিচ্ছেন। স্বামীর আত্মার শান্তি কামনা করেছেন।
আরও পড়ুন দিওয়ালিতে খুশির ডবল ডোজ-উৎসবের দিনই সাধভক্ষণ, মেয়ের বয়স দু'বছর হতেই ফের বাবা হচ্ছেন রামচরণ
ওলেসিয়া একটি পৃথক পোস্টে তাঁর শেষকৃত্যের বিবরণ দিয়েছেন। তিনি জানিয়েছেন ২৪ অক্টোবর দুপুর ১২টায় জঙ্গলপুরা, দিল্লির লোধি রোড শ্মশানে পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে চিরবিদায় জানানো হবে গায়ক-অভিনেতাকে। আবেগঘন বিবৃতিতে লেখা, 'একটি জীবন সর্বশক্তি দিয়ে যাপন করেছে। হাসি, ভালবাসা এবং এমন একটি হৃদয় যা সকলের মন ছুঁয়েছে। আমাদের প্রিয় ঋষভের অসাধারণ জীবন এবং স্মৃতিগুলো উদযাপন করতে আমাদের সঙ্গে যোগ দিন যাঁর হাসি এবং আত্মা চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।'
আরও পড়ুন স্মৃতি ইরানির সঙ্গে বিল গেটস! 'কিউ কি সাস ভি কভি বহু থি'-র স্পেশাল পর্বে থাকছে কোন চমক?
ঋষভ ট্যান্ডন রাশিয়ান কন্যা ওলেসিয়া নেদোবেগোভার সঙ্গে ২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের পর দম্পতি মুম্বইয়ে থাকতেন। টাইমস অফ ইন্ডিয়াকে সঙ্গে একটি সাক্ষাৎকারে ঋষভ বলেছিলেন, 'বিবাহের পর জীবন উত্তেজনায় ভরপুর। বিশেষ করে যেহেতু আমার স্ত্রী ওলেসিয়া রাশিয়ার। ভাষা এবং সাংস্কৃতিক পার্থক্য আমাদের মধ্যে কিছু সমস্যা তৈরি করলেও আমরা যে ভালবাসার ভাষা পরস্পরের সঙ্গে ভাগ করেছি সেটাই আমাদের সব চ্যালেঞ্জ মুশকিল আসান করতে সাহায্য করেছে।"
আরও পড়ুন আলোর উৎসবেই জীবনে নতুন আলো! বাবা হচ্ছেন রণদীপ হুডা? জল্পনা তুঙ্গে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us