Randeep Hooda-Lin Baby: আলোর উৎসবেই জীবনে নতুন আলো! বাবা হচ্ছেন রণদীপ হুডা? জল্পনা তুঙ্গে

Randeep Hooda Wife Pregnancy Rumour: রণদীপ ও তাঁর স্ত্রী লিন পরিবারের সদস্যদের সঙ্গে দিওয়ালি সেলিব্রেশনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবি ঘিরেই জল্পনার সূত্রপাত। নেটিজেনদের একাংশের অনুমান, তারকা পত্নী অন্তঃসত্ত্বা।

Randeep Hooda Wife Pregnancy Rumour: রণদীপ ও তাঁর স্ত্রী লিন পরিবারের সদস্যদের সঙ্গে দিওয়ালি সেলিব্রেশনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবি ঘিরেই জল্পনার সূত্রপাত। নেটিজেনদের একাংশের অনুমান, তারকা পত্নী অন্তঃসত্ত্বা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

সত্যিই অন্তসত্ত্বা লিন?

Randeep Hooda Wife Pregnant Gossip: দীপাবলির আগেই পরিনীতি চোপড়ার কোল আলো করে এসেছে রাজপুত্তুর। শীঘ্রই মা হতে চলেছেন গ্ল্যাম ডিভা ক্যাটরিনা কইফ। কেউ সদ্য মাতৃত্বের স্বাদ আস্বাদন করছেন তো কেউ আবার দুই থেকে তিন হওয়ার অপেক্ষার প্রহর গুনছে। এর মাঝেই আরও এক সুখবর! ইন্ডাস্ট্রির কানাঘুষো, অভিনেতা রণদীপ হুডার পরিবারেও নাকি পড়তে চলেছে নতুন সদস্যের পদধূলি। রণদীপ ও তাঁর স্ত্রী লিন পরিবারের সদস্যদের সঙ্গে দিওয়ালি সেলিব্রেশনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবি ঘিরেই জল্পনার সূত্রপাত। নেটিজেনদের একাংশের অনুমান, তারকা পত্নী অন্তঃসত্ত্বা। যদিও রণদীপ বা লিন এই বিষয়ে এখনও পর্যন্ত একেবারে স্পিকটি নট। 

Advertisment

আরও পড়ুন 'ॐ' মন্ত্র উচ্চারণে নতুন অধ্যায়ের সূচনা, স্ত্রীর বেবি বাম্প আগলে প্রেগন্যান্সি ঘোষণা ভিকি-ক্যাটরিনার

রণদীপের পরনে ছিল পেঁয়াজি রঙের কুর্তা ও সাদা পায়জামা। রংমিলান্তি মনোহর শাড়িতে সেজেছিলেন লিন। হাতে প্রদীপ নিয়ে পোজ দিয়েছেন দুজনেই। এছাড়াও ছিল মিষ্টি, মুখোরোচক খাবার সহ লক্ষ্মী পূজার ছবি এবং রণদীপের বাবা-মায়ের সঙ্গে পারিবারিক ফটো। এক সোশ্যাল মিডিয়া ইউজার একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'আমার মনে হচ্ছে দু'জনই খুব শিগগির বাবা-মা হতে চলেছেন।' অপর এক ব্যক্তি লিখেছেন, 'কেউ কি লক্ষ্য করলেন না, আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শুভ সংবাদ আসছে।' অপর এক সদস্য বলছেন, 'ভাই, গুড নিউজের অপেক্ষায় আছি।'

Advertisment

এখানেই শেষ নয়, কমেন্ট বক্সে জমা পড়া আরও এক মন্তব্য, 'লিন প্রেগন্যান্ট? যদি সত্যি হয়, দারুণ খবর!' দম্পতির তরফে কবে সুখবর নিশ্চিত হবে সেই অপেক্ষায় অনুরাগীরা।  ২০২৩ সালের নভেম্বর মাসে মণিপুরি  রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণদীপ ও লিন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে রণদীপ হুদা জানিয়েছিলেন যে তিনি একসময় সারোগেসির মাধ্যমে বাবা হতে চেয়েছিলেন। তাঁর কথায়, 'আমি সারোগেসির মাধ্যমে নিজের সন্তান নেওয়ার কথা ভেবেছিলাম। এমনকি এই বিষয়ে বাবা-মায়ের সঙ্গে আলোচনা করেছিলাম, ওঁরা রাজি হননি।'

আরও পড়ুন স্মৃতি ইরানির সঙ্গে বিল গেটস! 'কিউ কি সাস ভি কভি বহু থি'-র স্পেশাল পর্বে থাকছে কোন চমক?

তবে তাঁর বাবার পরামর্শে সেই চিন্তায় বদল আসে। রণদীপ বলেন, 'আমার বাবা বলেছিলেন, বেটা, বাচ্চাদের মায়ের প্রয়োজন। তুমি সেটা কীভাবে সামলাবে? তুমি কি চাও তোমার সন্তান মায়ের ভালবাসা থেকে বঞ্চিত হোক? তখন আমি বলেছিলাম, না। আমি বরং সঠিক সময়ের অপেক্ষা করব। বিয়ে করেই সন্তান চাইব যাতে মা-বাবা দুজনের ভালবাসা তাকে আগলে রাখবে।'

আরও পড়ুন দিওয়ালির আগেই পরিবারে আলোর রোশনাই, পুত্র না কন্যা সন্তানের মা হলেন পরিনীতি?

Randeep Hooda