Ram Charan 2nd Baby: দিওয়ালিতে খুশির ডবল ডোজ-উৎসবের দিনই সাধভক্ষণ, মেয়ের বয়স দু'বছর হতেই ফের বাবা হচ্ছেন রামচরণ

Ram Charan Upasana Konidela: মেয়ের বয়স মাত্র দু'বছর। এর মাঝেই ফের বাবা হচ্ছেন দক্ষিণী সুপারস্টার রামচরণ। কবে ভূমিষ্ঠ হবে দ্বিতীয় সন্তান? জেনে নিন বিস্তারিত।

Ram Charan Upasana Konidela: মেয়ের বয়স মাত্র দু'বছর। এর মাঝেই ফের বাবা হচ্ছেন দক্ষিণী সুপারস্টার রামচরণ। কবে ভূমিষ্ঠ হবে দ্বিতীয় সন্তান? জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ফের বাবা হচ্ছেন রামচরণ

Ram Charan Upasana Konidela 2nd Baby: দিওয়ালিতে দক্ষিণী তারকা রামচরণের বাড়িতে উৎসবের ডবল ধামাল।  চারিদিকে যখন আলোর রোশনাই তখন রাম চরণ-উপাসনার জীবনকে আরও একবার আলোকিত করতে আসছে নতুন সদস্য। মেয়ের বয়স দু'বছর হতেই পরিবারে আসছে আরও এক খুদে। দিওয়ালি উদযাপেনর সঙ্গে হয়ে গেল উপাসনার বেবি সাওয়ারের অনুষ্ঠান। উৎসবের মরশুমে তারকা পরিবারে খুশির ডবল ডোজ সে কথা বলার অবকাশই রাখছে না। সুখবর শেয়ার করে রামচরণ লিখেছেন, 'এই দিওয়ালি উদযাপনের আনন্দ ছিলদ্বিগুণ। সেই সঙ্গে ভালবাসা আর আশীর্বাদও দ্বিগুণ হওয়ার দিন।'

Advertisment

আরও পড়ুন স্মৃতি ইরানির সঙ্গে বিল গেটস! 'কিউ কি সাস ভি কভি বহু থি'-র স্পেশাল পর্বে থাকছে কোন চমক?

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে উজ্জ্বল নীল রঙের সালোয়ারে সুসজ্জিত হবু মা উপাসনা। পরিবারের মহিলাদের সঙ্গে সাধভক্ষণের অনুষ্ঠানে মেতেছেন। প্রত্যেকের ভালবাসা, আশীর্বাদ ও উপহারে মুড়ে রয়েছেন রামচরণ পত্নী। পাশে রয়েছে কন্যা ক্লিন কারা এবং স্বামী রাম চরন। চিরঞ্জীবী ও তাঁর স্ত্রী সুরেখাও দম্পতির সঙ্গে পোজ দিয়েছেন। এই বিশেষ দিনে অংশ নিয়েছিলেন নাগার্জুন। উল্লেখ্য,  ২০২৩ সালে উপাসনা ও রামচরণের জীবনে আসে তাঁদের প্রথম সন্তান ক্লিন কারা। এখন দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন তারকা দম্পতি। 

আরও পড়ুন আলোর উৎসবেই জীবনে নতুন আলো! বাবা হচ্ছেন রণদীপ হুডা? জল্পনা তুঙ্গে

উল্লেখ্য, গত ৩০ আগস্ট, শনিবার প্রয়াত হন পুষ্পা খ্যাত দক্ষিণী তারকা আল্লু অর্জুনের দিদিমা আল্লু কানকরত্নম। দিদিমার মৃত্যুর খবর পেয়ে শুটিং বাতিল করে শহরে ফিরছেন আল্লু ও রামচরণ। উল্লেখ্য, রাম চরণ ও আল্লু অর্জুন তুতো ভাই। তাঁদের বাবা আল্লু আরবিন্দ ও চিরঞ্জীবী শ্বশুরবাড়ি সূত্রে আত্মীয়। শোকস্তব্ধ পরিবারের মনে রাম চরণের ফের বাবা হওয়ার বার্তা নিঃসন্দেহে খুশির আমেজ নিয়ে এসেছে। লাস্ট বাট নট ইন লিস্ট, সন্তান কবে ভূমিষ্ঠ হবে সেই বিষয়ে এখনও কোনও ইঙ্গিত দেননি দম্পতি। তবে সাধভক্ষণের অনুষ্ঠান থেকে অনুমান খুব শীঘ্রই রামচরণ-উপসানার কোলে আসবে দ্বিতীয় সন্তান। 

আরও পড়ুন কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর, শুটিং ছেড়ে তড়িঘড়ি শহরে ফিরছেন আল্লু অর্জু-রামচরণ

Ram charan