Kalabhavan Navas Found Dead In Hotel: বিনোদন জগৎ-এ ফের মৃত্যসংবাদ। প্রয়াত বিশিষ্ট মালায়ালি অভিনেতা ও মিমিক্রি শিল্পী কালাভবন নাভাস। চোট্টানিকরায় হোটেলর ঘরে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় খ্যাতনামা মালায়ালি অভিনেতা ও মিমিক্রি শিল্পী কালাভবন নাভাসের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫১ বছর। মিডিয়া রিপোর্ট মোতাবেক, প্রয়াত অভিনেতা কালাভবন নাভাস ছবির শুটিংয়ের জন্য একটি হোটেলে ছিলেন। অভিনেতার হোটেল থেকে বেরনোর সময় নিশ্চিত করতে যখন ঘরে যান তখনই সেখানে অচৈতন্য অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া হয়।
অভিনেতাকে স্থানীয় হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁক মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, 'প্রাকম্ভনম' ছবির শুটিং শেষ করে বেরনোর প্রস্তুতি নিচ্ছিলেন নাভাস। মনোরমা নিউজ সূত্রে খবর, নাভাস শুক্রবার তাঁর আসন্ন চলচ্চিত্র প্রাকম্ভনম-এর শুটিং শেষ করে হোটেল ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময়ই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। পুলিশ জানিয়েছে এখনও পর্যন্ত হোটেলের ঘর থেকে কোনও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। মৃতদেহ চোট্টানিকরার এসডি টাটা হাসপাতালে রাখা হয়েছিল। শনিবার ময়নাতদন্তের পর পরিবারের কাছে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন চরম অর্থকষ্টে সাহায্য মুখ্যমন্ত্রীর, জীবনবসান প্রবীণ সংগীতশিল্পীর! শোকের ছায়া সংগীতমহলে
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ফেসবুকে নাভাসের অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শোকজ্ঞাপন বার্তায় লেখেন, 'চলচ্চিত্র ও টেলিভিশনের প্রিয় মুখ কালাভবন নাভাসের প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। মিমিক্রির মাধ্যমে অভিনয় জগৎ-এ প্রবেশ করে তিনি অভিনয়ের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। মঞ্চে তাঁর অনবদ্য উপস্থিতি অসংখ্য দর্শকের মন জয় করেছে। তিনি ছিলেন এক জন প্রগতিশীল শিল্পী। আমি ওঁর পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই।'
আরও পড়ুন মাত্র ৪৪-এ থামল সুরেলা সফর, ক্যানসার কেড়ে নিল জনপ্রিয় সংগীতশিল্পীর প্রাণ
মঞ্চ থেকে সিনেমা বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন নাভাস। বিখ্যাত কালাভবন ট্রুপের সঙ্গে মিমিক্রি শিল্পী হিসেবেকেরিয়ার শুরু করেন। সেখান থেকেই জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৫ সালে চৈতন্যম ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে 'মাট্টুপেট্টি মাচান', 'জুনিয়র ম্যান্ড্রেক' এবং 'অম্মা আম্মায়ি অম্মা'। চলচ্চিত্র ছাড়াও তিনি নিয়মিতভাবে টেলিভিশন ও মঞ্চে পারফর্ম করতেন।
আরও পড়ুন 'মায়ের বিকল্প কিছু হয় না', কাছের মানুষকে হারানোর যন্ত্রনায় কাতর সানা খান