/indian-express-bangla/media/media_files/2025/11/04/cats-2025-11-04-18-46-13.jpg)
Mamta Kulkarni-Dawood Ibrahim Controversy: অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও কখনও মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণের জন্য তো কখনও তাঁর মন্তব্য ঘিরে চর্চায় থাকেন মমতা কুলকার্নি। নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে আলোচনায় থাকেন। আর ২০০০-এর দশক যখন কেরিয়ার একেবারে মধ্যগগনে তখন আচমকাই গ্ল্যামার জগত থেকে সরে গিয়ে সকলকে চমকে দেন। ২০১০-এ আলোচনায় আসেন যখন মাদক কাণ্ডে তাঁর নাম জড়িয়ে যায়। চলতি বছরের শুরুর দিকে তিনি ঘোষণা করেন সংসারত্যাগ করে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেছেন এবং তাঁর নতুন পরিচয় “মাই মমতা নন্দ গিরি”।
ফের সংবাদমাধ্যমের শিরোনামে মমতা কুলকার্নি। তবে এবার বিতর্কিত এক মন্তব্যের কারণে। তিনি কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ও মাদক ব্যবসায়ী দাউদ ইব্রাহিম যিনি ভারত ও যুক্তরাষ্ট্রের ঘোষিত এক আন্তর্জাতিক সন্ত্রাসী সম্পর্কে বলেন, 'দাউদ কোনও সন্ত্রাসী নন।' মমতার এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। পরে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করে বলেন, ভুল করে বলে ফেলেছেন। মঙ্গলবার উত্তরপ্রদেশের গোরখপুরে তিন দিনের আধ্যাত্মিক সফরে এসে মমতা দাবি করেন, দাউদ ইব্রাহিম মুম্বই বিস্ফোরণের মূল নেতা নন এবং তিনি কোনও সন্ত্রাসী নয়।'
আরও পড়ুন'জুবিনের মৃত্যু অস্বাভাবিক নয় ওকে...', চার্জশিট জমার দিন ঘোষণা করে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
১৯৯৩ সালের মুম্বইয়ে বোমা হামলায় ২৫৭ জন নিহত ও ৭১৩ জন আহত হন। সেই ঘটনার অভিযোগে দাউদকে ২০০০-এর দশকের শুরুতে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হয়। ফলে মমতার এই মন্তব্যে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক। চাপের মুখে তিনি ব্যাখ্যা দেন তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। অভিনেত্রীর যুক্তি, 'আমি দাউদের কথা বলিনি ভিকি গোস্বামীর কথা বলছিলাম। দাউদ অবশ্যই সন্ত্রাসী।' উল্লেখ্য, ভিকি গোস্বামী হলেন মাদক ব্যবসায়ী এবং মমতার কথিত প্রাক্তন সঙ্গী।
আরও পড়ুনঅনুষ্ঠানে ৩ ঘণ্টা দেরি-টাকা ফেরৎ-এর দাবি! মাধুরীর শো ঘিরে তুলকালাম, অনলাইনে ভাইরাল ভিডিও
মমতা আরও বলেন, 'আমার এখন রাজনীতি বা চলচ্চিত্র জগতের সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমি সম্পূর্ণভাবে আধ্যাত্মিক জীবনে নিবেদিত। একজন দৃঢ় সনাতন ধর্ম অনুসারী হিসেবে আমার পক্ষে কোনও দেশবিরোধী ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখা অসম্ভব।' লাস্ট বাট নট ইন লিস্ট, চলতি বছর মহাকুম্ভের সময় সন্ন্যাস গ্রহণ করেন। ২০১৬ সালে ২,০০০ কোটি টাকার মাদক চোরাচালান মামলায় তাঁর নাম জড়িয়েছিল। তবে গত বছর বম্বে হাইকোর্ট তার বিরুদ্ধে মামলা খারিজ করে দেয়।
আরও পড়ুন মুক্তির অনিশ্চয়তায় ঝুলন গোস্বামীর বায়োপিক, বিশ্বকাপ জয়ের পরই চর্চায় 'চাকদা এক্সপ্রেস'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us