Dev-Mafia card: ক্রেডিট ডেবিট নাকি 'মাফিয়া' কার্ড ব্যবহার করেন? সৃজিতের প্রশ্নে দেবের সপাট জবাব 'মানুষের ভালবাসা থাকলে...'

Raghu Dakat-Dev: দেব নাকি 'মাফিয়া কার্ড' খেলেন! 'রঘু ডাকাত'-এর গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে মেগাস্টার দিলেন যথাযথ উত্তর।

Raghu Dakat-Dev: দেব নাকি 'মাফিয়া কার্ড' খেলেন! 'রঘু ডাকাত'-এর গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে মেগাস্টার দিলেন যথাযথ উত্তর।

author-image
Kasturi Kundu
New Update
cats

দেবের জবাব

Dev-Srijit Mukherji: ২০ সেপ্টেম্বর শহর কলকাতা সাক্ষী ছিল 'রঘু ডাকাত'-এর গ্র্যান্ড ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের। ঝড়, বৃষ্টি দুর্যোগের মধ্যেও নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ছিল একেবারে কাণায় কাণায় পূর্ণ। দেবভক্তদের উচ্ছ্বাস ছিল একেবারে চোখে পড়ার মতো। ইন্ডাস্ট্রিতে দেবের ২০ বছর পূর্তি উপলক্ষে ছিল একসে বরকর এক চমক। নাচে-গানে জমজমাট অনুষ্ঠানে ফিরেছে নস্ট্যালজিক বেশ কিছু মুহূর্ত। শ্রাবন্তী, পূজা, কোয়েল সহ অন্য নায়িকাদের সঙ্গে সেই সকল ছবির নাচে নেতাজি ইন্ডোরের অন্দরমহলে তখন যেন উৎসবের আমেজ।

Advertisment

রঘু ডাকাতের গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেন শুরু হল সিনে কার্নিভ্যাল। মেগাস্টার দেব সম্মান জানিয়েছেন দীর্ঘ ২০ বছরে তাঁর সমস্ত ছবির পরিচালক-প্রযোজক, শুটিং ফ্লোরের গুরুত্বপূর্ণ সদস্যদের। অনুষ্ঠানে হাজির ছিলেন দেবের বাল্যবন্ধুরা, মা, বাবা এমনকী মেগাস্টারের দুই পোষ্যও। অনুষ্ঠানের শেষলগ্নে সৃজিত মুখোপাধ্যাপায়ের সঞ্চালনায় চ্যাট শো-ও ছিল জাস্ট ফাটাফাটি।

আরও পড়ুন ভুলভাল বলে ফেলেন? রঘু ডাকাতের মঞ্চে দেবকে নিয়ে অনির্বাণের জরুরি বক্তব্য..

Advertisment

একে একে সৃজিত মঞ্চে আহ্বান জানিয়েছেন দীপক অধিকারী থেকে মেগাস্টার দেব হয়ে ওঠার নেপথ্যে যাঁদের অবদান অনস্বীকার্য। সবশেষ একটি প্রশ্ন করেন সৃজিত। আর সেটি হল, দেব কোন কার্ড ব্যবহার করেন? ডেবিট, ক্রেডিট নাকি মাফিয়া কার্ড? আচমকা এমন প্রশ্ন কেন? গত দুবছর পুজো, ক্রিসমাসে ছবি বক্স অফিসে তেহেলকা তৈরি করেছে। নাম না করে দেবকে বহু পরিচালক-প্রযোজক খোঁচা মারেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেশি সংখ্যক সিনেমাহল ও শো-টাইম দখল করেন। দেবের বিরুদ্ধে 'মাফিয়া কার্ড' খেলার অভিযোগও ওঠে।

আরও পড়ুন 'আগে ৩০ লাখে সিনেমা হত আর এখন..', দেবের রঘু ডাকাত ট্রেলার লঞ্চে প্রসেনজিৎ, শ্রদ্ধা জ্ঞাপন জুবিনকে..

তবে রঘু ডাকাত-এর গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সৃজিতের এই প্রশ্নের যথাযথ উত্তর দেন। তার আগে অবশ্য দু-ঢোক জল খেয়ে নেন দেব। মঞ্চে দাঁড়িয়ে মেগাস্টার বলেন, ভালবাসা থাকলে মাফিয়া কার্ড খেলার কোনও প্রয়োজনই হয় না। ঝড়, জল উপেক্ষা করে যাঁরা ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে টিকিট কেটে এসেছেন তাঁদের ভালবাসা-আশীর্বাদ আছে। তাহলে কেন মাফিয়া কার্ড খেলতে হবে পালটা সেই প্রশ্ন সকলের উদ্দেশে ছুড়ে দেন দেব। আরও একটি বিষয় যোগ করেন। মৃত্যুর পর মানুষের সাফল্য উদযাপন করা হয়। কিন্তু, নিজের চোখে সেই উদযাপন দেখা সত্যিই সৌভাগ্যের। মা-বাবার পূণ্যের ফল ভোগ করছেন বলেও জানান 'রঘু ডাকাত' দেব। 

Raghu Dakat