Bengali Movie: বাংলা ছবিতে 'থ্রি ইডিয়টস' খ্যাত বলিউড তারকা, বিপরীতে কোন টলি অভিনেত্রী?

New Bengali Movie: টলিউড পেতে চলেছে নতুন জুটি সুস্মিতা চট্টোপাধ্যায় ও শরমন যোশী। হ্যাঁ, বাংলা ছবিতে প্রথমবার অভিনয় করছেন বলি অভিনেতা শরমন। কার থেকে বাংলা শিখছেন অভিনেতা?

New Bengali Movie: টলিউড পেতে চলেছে নতুন জুটি সুস্মিতা চট্টোপাধ্যায় ও শরমন যোশী। হ্যাঁ, বাংলা ছবিতে প্রথমবার অভিনয় করছেন বলি অভিনেতা শরমন। কার থেকে বাংলা শিখছেন অভিনেতা?

author-image
Kasturi Kundu
New Update
WhatsApp Image 2025-07-25 at 4.10.49 PM copy (1)

টলি সুন্দরীর সঙ্গে জুটি বাঁধছেন কোন বলি তারকা?

Sharman Joshi-Susmita Chatterjee: বলিউডে টলি সেলেবদের আনাগোনার চিত্রটা কিন্তু, খুব স্বাভাবিক। কলকাতা থেকে মুম্বই পাড়ি দিয়ে পায়ের নীচের জমি শক্ত করেছেন অনেকেই। কিন্তু, মুম্বইয়ের তারকাদের বাংলা সিনেমায় অভিনয় নিয়ে বাঙালি দর্শকের মধ্যে বরাবরই একটা আলাদা উত্তেজনা দেখা যায়। আর বাংলা ছবির দর্শকের সেই উন্মাদনা উসকে দিলেন পরিচালক এম এন রাজ। সৌজন্যে তাঁর আপকামিং মুভি 'ভালবাসার মরশুম'। এই ছবির হাত ধরে টলিউড পেতে চলেছে নতুন জুটি সুস্মিতা চট্টোপাধ্যায় ও শরমন যোশী। হ্যাঁ, বাংলা ছবিতে প্রথমবার অভিনয় করছেন বলি অভিনেতা শরমন। এই খবর প্রকাশ্যে আসতেই বাংলা ছবির দর্শকের মধ্যে খুশির জোয়ার। 'থ্রি ইডিয়টস' খ্যাত শরমনের মুখে শোনা যাবে ঝরঝরে বাংলা। 

Advertisment

'ভালবাসার মরশুম' -এর জন্য কী ভাবে রাজি হন শরমন? এই ছবির জন্য কেন সুস্মিতা পরিচালকের প্রথম পছন্দ? এই বিষয়ে বিশদে জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে পরিচালক এম এন রাজের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, 'শরমনের সঙ্গে প্রাথমিকভাবে ছবি নিয়ে কথা হয়। তিনি প্রথমে সিনোপসিস দেখেন তারপর সিনেমার স্ক্রিপ্ট পড়েন। ছয়-সাতদিন পর জানান স্ক্রিপ্ট ভাল লেগেছে, সিনেমায় কাজের জন্য রাজি।' অন্যদিকে সুস্মিতা পরিচালকের পূর্ব পরিচিত। অনেকদিন ধরেই একসঙ্গে কাজের ইচ্ছে ছিল। অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে বলে জানান এম এন রাজ। 

বলিউড-টলিউডকে একসুতোয় কেন বাঁধলেন পরিচালক? তাঁর মতে, 'প্রতিটি চরিত্রের সঙ্গে একজন শিল্পী পারফেক্ট ম্যাচ। আমার মনে হয়েছে এই চরিত্রগুলোর জন্য শরমন আর সুস্মিতাই সেরা।' শরমন যোশীকে বাংলা কে শেখাচ্ছেন? পরিচালক বলেন, 'শরমন একজন প্রতিভাবান অভিনেতা। বাংলা শেখা শুরু করে দিয়েছেন। ভাঙা-ভাঙা বাংলা বলতে পারেন। তবে সিনেমায় বাংলা বলবেন। ওঁর কাছে বাংলা-ইংরাজি দুটো ভাষাতেই স্ক্রিপ্ট রয়েছে। শরমনের জামাইবাবু বাঙালি, বোন বাংলা জানেন। ওঁদের থেকেই শিখছেন।'

Advertisment

আরও পড়ুন একজন শিল্পীর ওঁর থেকে শেখা উচিত নিজেকে তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়: রত্না ঘোষাল

সেপ্টেম্বর থেকে শুরু হবে সিনেমার শুটিং। দার্জিলিং আর মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় শুটিং করবেন শরমন-সুস্মিতা। আদ্যোপান্ত প্রেমের ছবি মুক্তি পাবে বাঙালির প্রেম দিবসে এমনটাই পরিকল্পনা পরিচালক এম এন রাজের। অন্যদিকে শরমনের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আপ্লুত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। খুব উত্তেজিত।' 

আরও পড়ুন 'এরপর তো...', সৃজিতের সঙ্গে সেলফি ঘিরে শোরগোল, চর্চার মাঝে মুখ খুললেন সুস্মিতা

শরমনের সঙ্গে প্রথম দেখায় কী জানতে চাইবেন সুস্মিতা? খানিক হেসে উত্তর দেন, 'আমার তো অনেক কিছু জানার আছে। তবে থ্রি ইডিয়টস নিয়ে যে জিজ্ঞেস করব সেটা একশোভাগ নিশ্চিত।' লাস্ট বাট নট ইন লিস্ট, ২০২৫ সুস্মিতার জন্য 'লাকি ইয়ার'। সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে'-র শুটিং শেষ হতেই ভাগ্যে বলিউড যোগ। সুস্মিতার কেরিয়ারের বৃহস্পতি যে তুঙ্গে যে কথা বলাইবাহুল্য। 

আরও পড়ুন 'বাড়ির গুরুজনদের এভাবে...'? ঋতুস্রাব মন্তব্যে মমতার সমর্থনে নতুন প্রজন্মকে বিঁধলেন সুদীপা

Bengali Film Bollywood Actor