Tollywood Actor Injured: স্টান্ট ম্যানের মর্মান্তিক মৃত্যুর পর ফের...! স্ট্যান্ট করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে টলিউড স্টার

Dacoit Shooting Incident: দিন কয়েক আগেই একটি ঝুঁকিপূর্ণ স্ট্যান্টের দৃশ্যের শুটিংয়ের সময়ই প্রাণ হারান স্টন্ট ম্যান এসএম রাজু। সেই ঘটনার কয়েকদিন পরই ফের তেলুগু ইন্ডাস্ট্রিতে ফের দুর্ঘটনার খবর।

Dacoit Shooting Incident: দিন কয়েক আগেই একটি ঝুঁকিপূর্ণ স্ট্যান্টের দৃশ্যের শুটিংয়ের সময়ই প্রাণ হারান স্টন্ট ম্যান এসএম রাজু। সেই ঘটনার কয়েকদিন পরই ফের তেলুগু ইন্ডাস্ট্রিতে ফের দুর্ঘটনার খবর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

আহত টলিউড অভিনেতা-অভিনেত্রী

Adivi Sesh Mrunal Thakur Injured: ফের শুটিং সেটে ফের আহত হওয়ার ঘটনা। টলিউড অভিনেতা Adivi Sesh ও তাঁর সহ অভিনেত্রী ম্রুণাল ঠাকুর দুজনেই তাঁদের আপকামিং অ্যাকশন থ্রিলার মুভি 'Dacoit' সিনেমার শুটিংয়ের সময় চোট পেয়েছেন। এই ছবিতে একাধিক অ্যাকশন সিক্যোয়েন্স রয়েছে। তেলুগু ৩৬০-এর রিপোর্ট অনুযায়ী, মারকাটারি অ্যাকশন দৃশ্যের জন্য স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। সঙ্গে সঙ্গে শুটিং সেটে পৌঁছে গিয়েছে চিকিৎসা সহায়ক।

Advertisment

আরও পড়ুন শুটিং সেটে মারাত্মক দুর্ঘটনা, গুরুতর চোট 'দ্য কেরালা স্টোরি' খ্যাত অদা শর্মার, কেমন আছেন অভিনেত্রী?

ক্ষণিকের জন্য শুটিং বন্ধ রাখা হয়। তবে আঘাত মারাত্মক না হওয়ার দরুণ পেশাদার শিল্পীর মতো দুজনেই শুটিং চালিয়ে গিয়েছেন। জানা যাচ্ছে, তেলুগু অভিনেতা Adivi Sesh-এর চোট খুব একটা গুরুতর নয়। শুটিং শেষের পর চিকিৎসকের কাছে গিয়েছেন অভিনেতা। অন্যদিকে ম্রুণাল ঠাকুরও সহ অভিনেতার সঙ্গে পায়ে পা মিলিয়ে শেষ পর্যন্ত শুটিং করেছেন। 

Advertisment

আরও পড়ুন রাজুর মৃত্যুর পর বিরাট পদক্ষেপ, স্ট্যান্ট ম্যানদের জন্য বড় ঘোষণা 'খিলাড়ি' অক্ষয়ের

প্রসঙ্গত, 'Dacoit'-এর জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কমল কন্যা শ্রুতি হাসান। কিন্তু, এই প্রজেক্ট থেকে তিনি বাদ পড়েন। বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সমান পারদর্শীতার সঙ্গে কাজ করেন। পরিচালক হিসেবে প্রথম কাজ সিনেমাটোগ্রাফার Shaneil deo-এর। প্রযোজক সুপ্রিয়া হিন্দি ও তেলুগু দুটি ভাষাতেই ছবি মুক্তির পরিকল্পনা করেছেন।

আরও পড়ুন কিং-র শুটিং সেটে মারাত্মক বিপত্তি, স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট শাহরুখের সহ অভিনেতা রাঘবের

চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পাবে 'Dacoit'।  প্রসঙ্গত, দিন কয়েক আগেই গাড়ির উপর দিয়ে টপকে যাওয়ার মতো একটি ঝুঁকিপূর্ণ স্ট্যান্টের দৃশ্যের শুটিংয়ের সময়ই ঘটে যায় সেই সাঙ্ঘাতিক দুর্ঘটনা। প্রয়াত হন বিশিষ্ট স্ট্যান্ট ম্যান রাজু। সেই ঘটবনার কয়েকদিন পরই ফের তেলুগু ইন্ডাস্ট্রিতে দুর্ঘটনার খবর।

তবে শুটিং সেটে আখছার চোটের ঘটনা  উঠে আসে পেজ ৩-এর খবরে। অ্যাকশন থ্রিলার মুভির শুটিং সেটে গুরুতর জখম হয়েছিলেন দ্য কাশ্মীর ফাইলস খ্যাত অভিনেত্রী অদা শর্মা। মধ্যরাতে স্ট্যান্টের মহড়া দিতে গিয়েই ঘটেছিল মারাত্মক দুর্ঘটনা। চোট গুরুতর হওয়া সত্ত্বেও অদা শর্মা কাজ থামাননি, একজন পেশাদার অভিনেত্রীর মতো মহড়া চালিয়ে গিয়েছেন।

আরও পড়ুন চোখ ফুলে মারাত্মক অবস্থা! মাথা-হাত কেটে রক্তারক্তি কাণ্ড, গুরুতর আহত জনপ্রিয় অভিনেতা

Entertainment News Mrunal Thakur