Amitabh Bachchan KBC: কেবিসির সেটে অমিতাভের সঙ্গে উদ্ধত্যপূর্ণ আচরণ, ১০ বছরের প্রতিযোগী ট্রোল হতেই কেন সরব টলি ইন্ডাস্ট্রি?

Amitabh Bachchan KBC Viral Episode: কেবিসির মঞ্চে অমিতাভের সঙ্গে 'খারাপ' আচরণে চরম ট্রোল ১০ বছরের এক খুদে প্রতিযোগী। তবুও বাংলা ইন্ডাস্ট্রি কেন তাকে সমর্থন করছে?

Amitabh Bachchan KBC Viral Episode: কেবিসির মঞ্চে অমিতাভের সঙ্গে 'খারাপ' আচরণে চরম ট্রোল ১০ বছরের এক খুদে প্রতিযোগী। তবুও বাংলা ইন্ডাস্ট্রি কেন তাকে সমর্থন করছে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
wqweqwe

এতকিছুর পরও কেন...?

KBC Viral Episode: অমিতাভ বচ্চনের সঞ্চালনায় অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো কৌন বনেগা ক্রোড়পতি। এই শোয়ের প্রতিটি সিজন দর্শকমহলে দারুণ জনপ্রিয়। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি ১৭-এর একটি এপিসোড নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে। মাত্র ১০ বছরের একটি বাচ্চার শোয়ের সঞ্চালক বিগ বি-র সঙ্গে আচরণ মোটেই ভালভাবে নেননি দর্শক ও নেটিজেনদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়।

Advertisment

লেটেস্ট সিজনে খুদে প্রতিযোগীদের বুদ্ধিদীপ্ততায় মুগ্ধ অমিতাভ। একইসঙ্গে খুশি দর্শকও। তার মাঝেই কেন হঠাৎ তাল কাটল? এক খুদের অতিরিক্ত আত্মবিশ্বাসী মনোভাব, আচরণ যা বড়দের প্রতি কিছুটা অসম্মানজনক বলে মনে করা হচ্ছে। সেই মুহূর্তের ক্লিপিং নেটভুবনে ভাইরাল হতেই একেবারে ছিছিক্কার। শেষ পর্যন্ত ওই প্রতিযোগী খালি হাতেই কেবিসি-র মঞ্চ থেকে বিদায় নেয়। 

Advertisment

ভাইরাল হওয়া ওই ভিডিও-তে দেখা যাচ্ছে হট সিটে বসার পর প্রতিযোগী অমিতাভের সঙ্গে বেশ রূঢ় আচরণ করছে। যা অনেকের নজরেই আপত্তিকর বলে মনে হয়েছে। কেবিসির মঞ্চে ওই খুদের নাম ইশিত ভাট। গুজরাটের গান্ধীনগরের এবং পঞ্চম শ্রেণীর ছাত্র। খেলা শুরুর আগে বিগ বি তাকে নিয়মকানুন বোঝাতে গেলেই বাধা দেয় ইশিত।

তার বক্তব্য, 'খেলার সমস্ত নিয়মকানুন আমার জানা আছে। তাই এখন নিয়ম বোঝাবেন না'। এরপর যখন খেলা শুরু হয় তখনও অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ায় গণ্ডগোল পাকায় পঞ্চম শ্রেনির ইশিত। রামায়ণ সম্পর্কিত প্রশ্নে ভুল উত্তর দেওয়ার আগেও বেশ উচ্চস্বরে কথা বলে সে। এরপর অগত্যা মুখ খোলেন বিগ বি।

আরও পড়ুন '...আপনার সম্পত্তির ভাগ দেবেন?' অমিতাভের দেদার 'মস্তি' কমেডিয়ান সময় রায়নার, ভাইরাল ভিডিও

ইশিত যখন প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় তখন অমিতাভ বলেন, 'কভি কভি বাচ্ছে ওভারকনফিডেন্স মেই গলতি কর দেতে হ্যায়' যার বাংলা তর্জমা করলে হয়, কখনও কখনও বাচ্চাদের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই সব ভুল হয়ে যায়।  দুর্ভাগ্যবশত, কোনও পুরস্কার ছাড়াই শো ছেড়ে যেতে হয়। এই আচরণে অনেকেই রুষ্ঠ।

একাংশের বক্তব্য, বুদ্ধিমত্তা ভাল কিন্তু শ্রদ্ধা এবং ভাল ব্যবহার ও সম্মান করাও প্রয়োজন। বিশেষ করে সামনে যখন অমিতাভ বচ্চনের মতো একজন ব্যক্তি উপস্থিত। কাঠগোড়য় তোলা হয়েছে ইশিতের বাবা-মাকে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন থিয়েটার ও টলি অভিনেতা সোহান বন্দ্যোপাধ্যায় ও যুধাজিৎ সরকার। কী বলছেন তাঁরা? সোহান বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন, যাঁরা এই এপিসোড নিয়ে আপত্তি জানাচ্ছেন তাঁরা কেন সেই মুহূর্তে চ্যানেল পরিবর্তন করেননি?

আরও পড়ুন  'অমিতাভকে গোপনে বিয়ে...', বিগ বি-র জন্মদিনে গোপন তথ্য ফাঁস করলেন শিল্পা

সোশ্যাল মিডিয়ায় একটি বাচ্চাকে ট্রোল করা ভাল শিক্ষার পরিচয়? ভয়ঙ্কর ট্রোলিং-এর ফলে বাচ্চাটার মানসিক কোন ক্ষতি হয় বা বন্ধুরা তাকে একঘরে করে দেয় তার জন্য মন্তব্যকারীরাই দায়ী থাকবে বলে সুর চড়িয়েছেন অভিনেতা। অন্যদিকে যুধাজিৎ  ১০ বছরের একটি শিশুর স্ক্রিনশট তুলে তাকে ট্রোল করার ঘোর বিরোধী। তিনি ADHD-এর কথাও উল্লেখ করেছেন। পোস্টের মাধ্যমে নিজের মত ব্যক্ত করেছেন। 

আরও পড়ুন 'যেমন প্রতিভাবান ঠিক তেমনই অমায়িক', অমিতাভের জন্মদিনে স্মৃতিমেদুর 'গৌরী' রচনা

amitabh bachchan KBC 16