Aasif Khan Health Update: ১৫ জুলাই মঙ্গলবার পঞ্চায়েত খ্যাত অভিনেতা আসিফ খানের জন্য দিনটা মোটেই মঙ্গল ছিল না। পরিবার, কাছের মানুষ ও ভক্তদের জন্য নিঃসন্দেহে 'অমঙ্গল' একটি দিন। দুপুর গড়িয়ে বিকেল হতেই আসিফ খানের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেই চমকে গিয়েছে নেটপাড়া। হাসপাতালে ভর্তি অভিনেতা। মাত্র ৩৪ বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছেন পঞ্চায়েন, পাতাললোক খ্যাত আসিফ খান। তিনি কেমন আছেন জানতে উদগ্রীব ভক্তরা। তার মাঝেই হাসপাতালের বিছানা থেকে একটি ছবি পোস্ট করে হেলথ আপডেট দিলেন আসিফ খান। রাহাত ইন্দোরির লেখা 'ম্যায় জিন্দা হু' বই আগলে আইভি ড্রিপ লাগানো হাতের ছবি পোস্ট করেছেন অভিনেতা।
ছবি দেখে বোঝা যাচ্ছে, এই মুহূর্তে আসিফ খান চিকিৎসাধীন। হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন সেই বিষয়ে এখনও কিছু জানাননি। মিডিয়া রিপোর্ট মোতাবেক, এখন বেশ কিছুদিন হাসপাতালেই থাকতে হবে আসিফকে। মাত্র ৩৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবার ইনস্টা স্টোরিতে হৃদরোগ প্রসঙ্গে কী লিখেছিলেন আসিফ?
আরও পড়ুন চরম দুঃসংবাদ! মাত্র ৩৪ বছরেই হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে কাতরাচ্ছেন 'পঞ্চায়েত' খ্যাত অভিনেতা
অভিনেতা জানান, 'বিগত ৩৬ ঘণ্টায় উপলব্ধি করেছি জীবন ভীষণ অনিশ্চিত। একদিনও জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এক মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে। জীবনে যা আছে সেটা নয়ে সন্তুষ্ট থাকুন। সবসময় মনে রাখবেন আপনার জীবনে যেটা গুরুত্বপূর্ণ সেটাকে আগলে রাখুন। জীবন আমাদের কাছে ভগবানের আশীর্বাদ স্বরূপ।' সেই দিনই ই ইন্ডিয়া টুডে-এর সঙ্গে শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন।
আরও পড়ুন স্যালাইনের নল-একের পর এক ইনজেকশনে ক্ষতবিক্ষত! হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
আসিফ কথায়, 'শেষ কয়েক ঘণ্টা আমি বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগেছি। এখন আগের তুলনায় নিজেকে অনেকটা সুস্থ মনে হচ্ছে। এই কথাটা বলার মধ্যেও একটা আনন্দ হচ্ছে। সকলের ভালবাসা, প্রার্থনায় আমি আপ্লুত। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক মূল্যবান। আশা করি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারব। ততক্ষণ আমার জন্য আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন।'
আরও পড়ুন সংকটজনক অবস্থায় ভর্তি ছিলেন ICU-তে, কেমন আছেন বরেণ্য সংগীতশিল্পী?
পঞ্চায়েত-এ গণেসের চরিত্রে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন আসিফ। এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জীতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়জল মালিক, ও সানভিকা। এছাড়াও আছেন দুর্গেস কুমার, অসোক পাঠক, সুনীতা রাজওয়ার ও পঙ্কজ ঝা। পঞ্চায়েতের আগে পাতাললোক সিজন ১-এ কবীরের ভূমিকাতেও মাত দিয়েছিলেন আসিফ।