71st National Film Awards Winner: কোন বিভাগে কে পেলেন জাতীয় পুরস্কার? এক নজরে দেখে নিন সেরার সেরা তালিকা

71st National Film Awards full list: চলতি বছরের জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় সিনেমার মুখ উজ্জ্বল করেছেন শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়। জাতীয় মঞ্চে বাংলা ছবি ও বাঙালি পরিচালকেরও জয়জয়কার। এক নজরে দেখে নেওয়া যাক সেই সাফল্যের তালিকা।

71st National Film Awards full list: চলতি বছরের জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় সিনেমার মুখ উজ্জ্বল করেছেন শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়। জাতীয় মঞ্চে বাংলা ছবি ও বাঙালি পরিচালকেরও জয়জয়কার। এক নজরে দেখে নেওয়া যাক সেই সাফল্যের তালিকা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
asdsa

সাফল্যের নিরিখে...

71st National Film Awards 2025 List: শুক্রের সন্ধ্যায় অনুষ্ঠাতি হয় ২০২৫ সালের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এটি ভারতীয় চলচ্চিত্রের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্য থেকে বিভিন্ন বিভাগে সেরা সেরাকে বাছাই করে এই পুরস্কার প্রদান করা হয়। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা। 

Advertisment


তাই ফাকে ভাষার ফিল্ম: পাই টাং স্টেপ অব হোপ

গারো ভাষার সিনেমা: রিমদোত্তিয়াংগা

Advertisment

তেলুগু সিনেমা: ভগবন্ত কেসারি

তামিল ছবি: পার্কিং

পাঞ্জাবি মুভি: গোড্ডে গোড্ডে চা

ওড়িয়া সিনেমা: পুষ্কর

মারাঠি মুভি: শ্যামচি আই

মালয়ালম মুভি: উল্লোজুক্কু

কন্নড় মুভি: কাণ্ডীলু

হিন্দি মুভি: কথাল

গুজরাটি ছবি: ভাষ

বাংলা সিনেমা: ডিপ ফ্রিজ

অসমীয়া সিনেমা: রঙটাপু ১৯৮২

 

অ্যাকশন নির্দেশনা: নন্দু-প্রুধ্বি (হনুমান)

নৃত্য পরিচালনা: বৈভবী মার্চেন্ট (দিনঢোরা বাজে রে – রকি অউর রানী কি প্রেম কাহানি)

গানের লেখক: কাসারলা শ্যাম (উরু পল্লেতুরু –বালগাম)

সঙ্গীত পরিচালনা: জিভি প্রকাশ কুমার (ভাথি), হর্ষবর্ধন রমেশ্বর (অ্যানিম্যাল)

মেকআপ: শ্রীকান্ত দেশাই (স্যাম বাহাদুর)

পোশাক ডিজাইন: সাচিন, দিব্যা, নিধি (স্যাম বাহাদুর)

প্রোডাকশন ডিজাইন: মোহন্দাস (২০১৮)

সম্পাদনা: মিধুন মুরালি (পুক্কালাম)

সাউন্ড ডিজাইন: সচিন সুধাকরণ, হরিহরণ (অ্যানিম্যাল)

পাণ্ডুলিপি (স্ক্রিনপ্লে): সাই রাজেশ (বেবি), রামকুমার বালাকৃষ্ণন (পার্কিং)

সংলাপ: দীপক কিংরানি (সির্ফ এক বন্দা কাফি হ্যায়)

চিত্রগ্রহণ (সিনেমাটোগ্রাফি): প্রসান্তানু মহাপাত্র (দ্য কেরালা স্টোরি)

সেরা প্লেব্যাক সিঙ্গার: শিল্পা রাও (ছালিয়া - জওয়ান), রোহিত (প্রেমিস্থুন্না - বেবি)

 

শিশু শিল্পীর তালিকা

সুকৃতি বান্ডিরেড্ডি (গান্ধী ঠাঠা চেট্টু)

কবীর খান্ডারে (জিপসি)

ত্রিশা তোশার, শ্রীনিবাস পোকালে, ভাগব (নাল ২)

সহ অভিনেতা ও অভিনেত্রী

উর্বশী (উল্লোজুক্কু)

জানকি বডিওয়ালা (ভাষ)

বিজয়ারাঘবন (পুক্কালাম)

মুথুপেট্টাই সোমু ভাস্কর (পার্কিং)

 

প্রধান চরিত্রে অভিনেতা ও অভিনেত্রী:

রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)

শাহরুখ খান (জওয়ান)

বিক্রান্ত ম্যাসি (১২তম ফেল)

শ্রেষ্ঠ পরিচালনা: সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)

এভিজিসি (এনিমেশন, ভিএফএক্স): হনুমান

আরও পড়ুন 'সকল মায়েদের উৎসর্গ করলাম', ৩০ বছরে প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে কেন এই বার্তা রানির?

শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র

নাল ২

জাতীয়, সামাজিক মূল্যবোধ প্রচারকারী চলচ্চিত্র: স্যাম বাহাদুর

জনপ্রিয় চলচ্চিত্র (বিনোদনধর্মী): রকি অউর রানী কি প্রেম কাহানি

শ্রেষ্ঠ প্রথম চলচ্চিত্র: আত্মপামফলেট

শ্রেষ্ঠ চলচ্চিত্র: ১২তম ফেল

আরও পড়ুন বিতর্ক পেরিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্তি, বাঙালি পরিচালকের সাফল্যে রেগে কাঁই মুখ্যমন্ত্রী

নন-ফিচার ফিল্ম

নেকাল – ক্রনিকল অব দ্য প্যাডি ম্যান

দ্য সি অ্যান্ড দ্য সেভেন ভিলেজেস

শ্রেষ্ঠ চিত্রনাট্য: সানফ্লাওয়ারস ওয়ার দ্য ফার্স্ট ওয়ানস টু নো

ভয়েসওভার: হরি কৃষ্ণ এস (দ্য স্যাক্রেড জ্যাক – এক্সপ্লোরিং দ্য ট্রি অফ উইশেস)

সঙ্গীত পরিচালনা: প্রণীল দেশাই (দ্য ফার্স্ট ফিল্ম)

সম্পাদনা: নীলাদ্রি রায় (মুভিং ফোকাস)

সাউন্ড ডিজাইন: শুভরুণ সেনগুপ্ত (ধুন্ধগিরি কে ফুল)

চিত্রগ্রহণ: মীনাক্ষী সোমন, সারবনামারুথু (লিটল উইংস)

পরিচালনা: পিউষ ঠাকুর (দ্য ফার্স্ট ফিল্ম)

সেরা স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র: গিধ – দ্য স্ক্যাভেঞ্জার

সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচারকারী চলচ্চিত্র: দ্য সাইলেন্ট এপিডেমিক

সেরা প্রামাণ্যচিত্র: গড, ভালচার অ্যান্ড হিউম্যান

সেরা শিল্প ও সংস্কৃতি বিষয়ক চলচ্চিত্র: টাইমলেস তামিলনাড়ু

সেরা জীবনী ও ঐতিহাসিক ভিত্তিক সিনেমা: মো বৌ মো গান, লেন্তিনা আ'ও

সেরা প্রথম নন-ফিকশন মুভি: দ্য স্পিরিট ড্রিমস অফ চেরাও

সেরা নন-ফিকশন মুভি: ফ্লাওয়ারিং ম্যান

আরও পড়ুন বলিউডের 'বাদশা' হয়েও ৩৩ বছরে প্রথম জাতীয় পুরস্কার, এক নজরে ' কিং' শাহরুখের ফিল্মোগ্রাফি

National Award