Bangladesh Plane Crash: 'যাঁরা সন্তানহারা হয়েছেন...', ঢাকা বিমান দুর্ঘটনায় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা পাক অভিনেত্রীর

Yumna Zaidi-Bangladesh Plane Crash: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে বায়ুসেনার একটি বিমান। মুহূর্তে বদলে যায় ওপার বাংলার চিত্রটা। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন পাক অভিনেত্রী।

Yumna Zaidi-Bangladesh Plane Crash: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে বায়ুসেনার একটি বিমান। মুহূর্তে বদলে যায় ওপার বাংলার চিত্রটা। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন পাক অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
asxasxs

দুঃখপ্রকাশ পাক অভিনেত্রীর

Yumna Zaidi On Bangladesh Plane Crash: ২১ জুলাই সপ্তাহের প্রথমদিন সোমবার প্রচণ্ড কর্মব্যস্ত দিনে বাংলাদেশে ঘটে যায় হাড়হিম করা এক মারাত্মক দুর্ঘটনা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে বায়ুসেনার একটি বিমান।মুহূর্তে বদলে যায় ওপার বাংলার চিত্রটা। চারিদিক থেকে শুধু ভেসে আসছিল সন্তান হারানো বাবা-মায়েদের আর্তনাদ। নিষ্পাপ শিশুদের মৃত্যু মিছিলের সেই দৃশ্য সত্যিই হৃদয়বিদারক! শোকবার্তায় ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। গভীর শোকপ্রকাশ করেছেন ওপার বাংলার সেলেবরা। কেউ ওই মুহূর্তের কথা বলতে গিয়ে লাইভে কেঁদে ভাসিয়েছেন তো কেউ আবার প্যানিক অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এইরকম মর্মান্তিক পরিস্থিতিতে সন্তানহারা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাক অভিনেত্রী Yumna Zaidi।

Advertisment

ইনস্টা স্টোরিতে অভিনেত্রী শোকবার্তায় লিখেছেন, 'বাংলাদেশে বিমান দুর্ঘটনায় যাঁরা কাছের মানুষদের হারিয়েছেন সেই পরিবারের প্রতিটি সদস্যের প্রতি আমার আন্তরিক সমবেদনা।' পাক অভিনত্রী Yumna Zaidi টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। কাশ্মীরে জঙ্গিহানার পর ভারতে নিষিদ্ধ হয়েছে পাক তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। যদিও বেশ কিছু সেলেবের অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার পরও ভারতে ফের সচল করার অনুমতি দেওয়া হয়েছে। যদিও সেই তালিকায় নাম নেই পাক অভিনেত্রী Yumna Zaidi-র।

Advertisment

আরও পড়ুন অযথা ভিড়-অমানবিক আচরণে ঢাকা বিমান দুর্ঘটনায় মৃত্যু, ক্ষোভ উগরে মেহজাবীন লিখলেন...

প্রসঙ্গত, বিমান দুর্ঘটনার পর রাস্তায় ভিড় করে ছবি তোলা-ভিডিও বানানোর জন্য দগ্ধ ভাইকে ঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেতে না পারায় ১০ মিনিটের মধ্যে মারা যান। ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বাংলাদেশী অভিনেত্রী মেহজাবিন। তিনি অত্যন্ত হতাশার সঙ্গে লিখেছেন, মানবিকতা নিয়ে প্রশ্ন তুলে হতাশ হয়ে তিনি লিখছেন, 'আমরা কতটা অমানবিক হয়ে গিয়েছি! দেশে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য কোনও আলাদা লেন নেই, সামান্য কিছু হলেই রাস্তাজুড়ে জ্যাম আর একটু বৃষ্টি হলেই ঘণ্টার পর ঘণ্টা যানজট। যে সময়ে সকলের উচিত রাস্তা ফাঁকা করে দিয়ে অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দেওয়া সেই সময় মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকে কনটেন্ট বানানোর লোভে ভিডিও করার জন্য।'

আরও পড়ুন 'বুকের ভেতর ধরফর...', ঢাকায় বিমান দুর্ঘটনার পর কেন তড়িঘড়ি হাসপাতালে পরি মণি?

সেদিনের ঘটনায় ভেঙে পড়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী তাসনুভা তিশা। লাইভে এসে কান্না থামাতে পারেননি। অন্যদিকে ঢাকায় বিমান দুর্ঘটনার পর প্যানিক অ্যাটাক হয় পরি মণির। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই জানিয়েচেন অভিনেত্রী।  

আরও পড়ুন ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সন্তানহারা বহু বাবা-মা, লাইভে বুকফাটা কান্না অভিনেত্রী তিশার

death news dhaka plane crash