/indian-express-bangla/media/media_files/2025/10/24/cats-2025-10-24-10-41-13.jpg)
তিন থেকে পাঁচ হওয়ার অপেক্ষায়
Upasana Konidela Mother Shobana Kamineni: উৎসবের মরশুমে দক্ষিণী তারকা রামচরণের বাড়িতে খুশির ডবল ধামাল। আলোর উৎসবের মাঝেই রামচরণ-উপসানার জীবন আরও একবার আলোকিত করতে আসছে জোড়া সদস্য। হ্যাঁ, মেয়ের বয়স দু'বছর হতেই যমজ সন্তানের মা হচ্ছেন তারকা পত্নী। দিওয়ালি উদযাপেনর সঙ্গেই হয়ে গিয়েছে উপাসনার বেবি সাওয়ারের অনুষ্ঠান। সেই বিশেষ মুহূর্তের ভিডিও শেয়ার করে যমজ সন্তানের খবরে সিলমোহর দিয়েছেন উপসনার মা Shobana Kamineni। তারকা পরিবারে যে এখন খুশির ডবল ডোজ সে কথা বলার অবকাশই রাখছে না।
পরিবারে জোড়া সদস্য আসতে চলেছে সেই খবর রামচরণের শাশুড়ি মা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, 'অনিল আর আমি দুজনেই ভীষণ উত্তেজিত। আগামী বছর আমরা যমজ নাতি-নাতনির দাদু-দিদা হতে চলেছি। দারুণ খুশির খবর। আমার জীবনের সেরা সময় আসন্ন। খুব শীঘ্রই মোট পাঁচ নাতি-নাতনি আমার পরিবার আলোকিত করবে।'
আরও পড়ুন দিওয়ালিতে খুশির ডবল ডোজ-উৎসবের দিনই সাধভক্ষণ, মেয়ের বয়স দু'বছর হতেই ফের বাবা হচ্ছেন রামচরণ
যমজ সন্তানের সুবাদে একলাফে তিন থেকে পাঁচ হবেন রামচরণ-উপাসনা। সুখবর শেয়ার করে রামচরণ লিখেছিলেন, 'এই দিওয়ালি উদযাপনের আনন্দ ছিলদ্বিগুণ। সেই সঙ্গে ভালবাসা আর আশীর্বাদও দ্বিগুণ হওয়ার দিন।' সাধভক্ষণের অনুষ্ঠানে উজ্জ্বল নীল রঙের সালোয়ারে নজর কেড়েছিলেন হবু মা উপাসনা। প্রত্যেকের ভালবাসা, আশীর্বাদ ও উপহারে ভরিয়ে দিয়েছেন রামচরণ পত্নীকে।
আরও পড়ুন 'ॐ' মন্ত্র উচ্চারণে নতুন অধ্যায়ের সূচনা, স্ত্রীর বেবি বাম্প আগলে প্রেগন্যান্সি ঘোষণা ভিকি-ক্যাটরিনার
বিশেষ দিনে পাশে ছিলেন কন্যা ক্লিন কারা এবং স্বামী রাম চরন। চিরঞ্জীবী ও তাঁর স্ত্রী সুরেখাও হবু মা-বাবার সঙ্গে পোজ দিয়েছেন। এই বিশেষ দিনে অংশ নিয়েছিলেন নাগার্জুন। উল্লেখ্য, ২০২৩ সালে উপাসনা ও রামচরণের জীবনে আসে তাঁদের প্রথম সন্তান ক্লিন কারা। এখন দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন তারকা দম্পতি। রামচরণ-কিয়ারার জীবনে জোড়া সুখ আসন্ন, শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থ জাহ্নবী কাপুর থেকে কাজল আগরওয়াল, তৃষা কৃষ্ণান ও সামান্থা রুথ প্রভু।
আরও পড়ুন আলোর উৎসবেই জীবনে নতুন আলো! বাবা হচ্ছেন রণদীপ হুডা? জল্পনা তুঙ্গে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us