Pooja Bedi-Parveen Babi: 'যদি কেউ বিষ মেশায় তাই ডিম ছাড়া...'! পরভিনের ভয়ংকর মানসিক পরিণতি নিয়ে মুখ খুললেন পূজা

Parveen Babi Health Crisis: কবীর বেদির সঙ্গে একটা সময় সম্পর্কে থাকার দরুণ প্রায়ই তাঁর মেয়ে পূজার সঙ্গে কথা হত পরভিনের। কিন্তু, একটা সময় প্রয়াত অভিনেত্রী পরভিনের এমন ভয়ংকর মানসিক পরিস্থিতি হয়েছিল যে তিনি ডিম ছাড়া কিছু খেতেন না!

Parveen Babi Health Crisis: কবীর বেদির সঙ্গে একটা সময় সম্পর্কে থাকার দরুণ প্রায়ই তাঁর মেয়ে পূজার সঙ্গে কথা হত পরভিনের। কিন্তু, একটা সময় প্রয়াত অভিনেত্রী পরভিনের এমন ভয়ংকর মানসিক পরিস্থিতি হয়েছিল যে তিনি ডিম ছাড়া কিছু খেতেন না!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

পরভিনের এমন ভয়ংকর মানসিক পরিস্থিতি

Parveen Babi: চলচ্চিত্র জগতে একসময় সাফল্যের শিখরে থাকা অভিনেত্রীর তালিকায় যার নাম উঠে আসে তিনি নিঃসন্দেহে পারভিন ববি। মৃত্যুর এতগুলো বছর পরও আলোচনায় থাকেন প্রয়াত অভিনেত্রী। কিন্তু দুঃখের বিষয় তাঁর অসাধারণ অভিনয় প্রতিভার চেয়ে বেশি করে মানুষের মনে রয়ে গিয়েছে তাঁর মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াইয়ের সেই করুণ কাহিনি। একইসঙ্গে এই প্রসঙ্গে উঠে আসে পরভিনের জীবন ঘিরে বিতর্কের কথাও। একসময় অভিনেতা কবির বেদির সঙ্গে সম্পর্কে ছিলেন পরভিন আর সম্প্রতি কবীরের মেয়ে পূজা বেদি তাঁর স্মৃতিচারণা করেছেন। বিশেষ করে পরভিনের জীবনের শেষ দিকের অস্থির মানসিক অবস্থার কথা তুলে ধরেছেন। 

Advertisment

পূজা বলেন, পরভিন ধীরে ধীরে চারপাশের মানুষের ওপর অবিশ্বাসী হয়ে উঠছিলেন। তিনি মনে করতেন, সবাই তাঁর বিরুদ্ধে কোনও  ষড়যন্ত্রে জড়িত। পূজা স্মরণ করেন, একবার তিনি পরভিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখেন অভিনেত্রী এক অদ্ভুত অভ্যেস গড়ে তুলেছেন। ডিম ছাড়া আর কিছুই খেতেন না! 

সিদ্ধার্থ কন্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে পূজা বলেন, 'আমি ছোটবেলায় প্রায়ই পরভিনের সঙ্গে দেখা করতাম। কারণ বাবা তখন ওঁর সঙ্গে ছিলেন। কয়েক বছর পর শুনলাম পরভিন ভারতে ফিরে এসেছে এবং সবাই বলছে ওঁর নাকি মানসিক সমস্যা হয়েছে। আমি ওঁর বাড়িতে গেলাম। দরজা খুলে দিল কিন্তু পরভিনকে চিনতেই পারছি না। ওজন বৃদ্ধি হয়েঠে, চুল এলোমেলো। কিন্তু আমাকে দেখে খুব খুশি হল, জড়িয়ে ধরে বলল পূজা! হাই! ভিতরে আসো। কিছুক্ষণ খুব স্বাভাবিকভাবে গল্প হচ্ছিল।'

Advertisment

আরও পড়ুন গয়নার লোভে যৌনকর্মীর ছদ্মবেশে পাওলির নারীহত্যা, ZEE 5-এ আসছে শিহরণ জাগানো বাস্তবের গল্প 'গণশত্রু'

পরবর্তী ঘটনা স্মরণ করে বলেন, 'তারপর হঠাৎ বলল, আমি দুঃখিত, তোমাকে কিছু খেতে দিতে পারছি না কারণ আমি শুধু ডিম খাই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, শুধু ডিম কেন খাও? ও বলল, কারণ এটা একমাত্র জিনিস, যেটা ওরা বিষ মেশাতে পারে না। আমি জিজ্ঞেস করলাম, ওরা মানে কে? পারভিন বলল, সিক্রেট সার্ভিস বা এফবিআই।'

পূজা আরও জানান, 'পরভিন বলেছিলেন যে বাইরে থেকে কেনা সব জিনিসে নাকি কেউ না কেউ বিষ মেশায়। তাই তিনি প্রসাধনী পর্যন্ত কেনা বন্ধ করে দিয়েছিলেন। ও বলেছিল বাজার থেকে মেকআপ কিনি না কারণ ওরা তাতে কিছু মিশিয়ে দেয়। আমি জিজ্ঞেস করেছিলাম, তোমার কেনা জিনিসটা তারা কীভাবে জানবে? ও বলেছিল, ওরা সব জানে। তখনই আমার মনে হয়েছিল, ওঁর চারপাশে খুবই অস্বাভাবিক কিছু ঘটছে। আমি চিন্তিত আর বিভ্রান্ত হয়ে পড়েছিলাম।'

আরও পড়ুন 'আমাকে কাঙাল করে দিয়ে...', স্ত্রীর প্রয়াণে গভীর শোকাহত গৌতম ঘোষ, দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতার

অন্যদিকে, কবির বেদি আগেও বহুবার পরভিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, পরভিনের সবচেয়ে বড় ভয় ছিল মানুষ যেন কখনও তাঁর মানসিক অসুস্থতার কথা জানতে না পারে। ফিল্মফেয়ার-এর এক সাক্ষাৎকারে কবির বলেছিলেন, 'আমি পরভিনকে বলেছিলাম লন্ডনে কাউন্সেলিং বা চিকিৎসা করাতে কারণ ওখানে সেরা চিকিৎসকরা ছিলেন। তাছাড়া ভারতে থাকলে ওঁর ওপর অনেক সামাজিক চাপ সৃষ্টি হত। কিন্তু ও কোনওভাবেই রাজি হয়নি।' 

আরও যোগ করেছিলেন, 'আমি বারবার বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু ও চায়নি কেউ জানুক। তখনই ওঁর ‘অমর অখবর অ্যান্টনি’ মুক্তি পায় এবং বক্স অফিসে দারুণ হিট হয়।'কবীর আরও বলেন, তাঁদের বিচ্ছেদের পর অনেকেই তাঁকে দোষারোপ করেছিলেন কিন্তু তিনি কখনও নিজের সাফাই দিতে চাননি। কারণ, সাফাই দিতে গেলে পরভিনের মানসিক অবস্থা নিয়ে কথা বলতে হত, যা তিনি কখনই করতে চাননি।

আরও পড়ুন 'বছরের পর বছর কেটে গিয়েছিল তবুও...', গর্ভপাতের মারাত্মক মানসিক যন্ত্রণা, হৃদয়বিদারক অভিজ্ঞতা ভাগ কুবরার

Parveen Babi