/indian-express-bangla/media/media_files/2025/10/18/kubra-2025-10-18-11-48-50.jpg)
গর্ভপাতের যন্ত্রণা ভাগ
Kubra Sait Tragic Life: কুবরা সৈত, পর্দায় যেমন সাহসী দৃশ্যে অভিনয় করে সাড়া ফেলে দেন ঠিক ততটাই সাহসী বাস্তবেও। দীর্ঘদিনের প্রেমিকের মৃত্যুর পর আজও একাকী জীবন কাটান কুবরা। প্রেম, বিয়ে সন্তান নিয়ে ভাবতে মোটেই রাজি নন 'সেক্রেড গেমস' খ্যাত কুবরা কুবরা সৈত। রূপান্তরকামী কুকু-র চরিত্রে নজর কাড়েন। প্রথমজীবনে ছিলেন চাকরিজীবী। পরে নিজের শখকে প্রাধান্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন কুবরা সৈত। 'স্যাক্রেড গেমস'-এ কুকু-র চরিত্র নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের মোড় ঘোরানো অধ্যায় সে কথা বলাইবাহুল্য। সম্প্রতি 'রাইস অ্যান্ড ফল'-এর প্রতিযোগীতা থেকে ছিটকে গিয়েছেন কুবরা। নিজের জীবনের কঠিন অধ্যায় নিয়ে ভিরাল ভায়ানির ইউটিউব চ্যানেলে ব্যক্তিগতজীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
একটা সময় গর্ভপাতের মতো জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। পরবর্তীতে কী ভাবে সেই পরিস্থিতির সঙ্গে মানসিক লড়াই করেছিলেন সেই অভিজ্ঞতা ভাগ করেছেন কুবরা। তিনি বলেছেন, 'আমার জীবনে বহু বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। সেটা নিয়ে ভাবনাচিন্তা করার অনেকটা সময়ও পেয়েছিলাম। কিন্তু, যখন সেই মুহূর্তটা কারও জীবনে হঠাৎ আসে তখনই দ্বন্দ্ব তৈরি হয়। আত্মবিশ্বাস, দায়িত্ব, সমাজ নিয়ে যাবতীয় চিন্তা মাথায় ভিড় করে আসে। নিজের কর্তব্য সম্পর্কে অবগত তবুও মনে হয় এই সমাজ কোন নজরে দেখবে। ঠিক-ভুলের বিচার ক্ষমতাটাই যেন হারিয়ে যায়।'
অভিনেত্রী আরও যোগ করেন, 'এমন একটা সময় আমার জীবনে আচমকা চলে আসে ঠিন না ভুল সিদ্ধান্ত নিচ্ছি সেই বোধটাই কাজ করেনি। আমার মনে হয়েছিল যদি ভুল কোনও সিদ্ধান্ত নিই তাহলে ঈশ্বর আমাকে শাস্তি দেবেন। আমাকে সেটা মাথা পেতে মেনে নিতে হবে।' সাম্প্রতিক অতীতে কুবরা স্বীকার করেছিলেন, এই ঘটনা তাঁর মনের উপর গভীর প্রভাব ফেলেছিল। বছরের পর বছর কেটে গিয়েছিল তবুও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাননি। যখন একটি প্রজেক্টে কাজ করছিলেন সেই সময় প্রায়ই অসুস্থ হতে পড়তেন, প্রচণ্ড রক্তপাত হত। তবুও সেই যন্ত্রণা নিজের মধ্যেই চেপে রেখেছিলেন কুবরা।
আরও পড়ুন একরাতের সহবাসে প্রেগন্যান্ট, সঙ্গী ছাড়া গর্ভপাতের কঠিন অভিজ্ঞতা ভাগ 'সেক্রেড গেমস' খ্যাত কুবরার
২০২২ সালে কুবরা সৈতের অটোবায়োগ্রাফি 'ওপেন বুক'-এ জীবনযুদ্ধের সম্পূর্ণ বিবরণ রয়েছে। সাম্প্রতিক অতীতে বলিউড বাবল-কে দেওয়া সাক্ষাৎকারে কুবরা বলেছিলেন, 'যখন আমি গর্ভপাত করেছিলাম তখন নিজেকে দেখেই নিজেই বিশ্বাস করতে পারিনি আমি এতটা স্ট্রং থাকব। এই সিদ্ধান্তে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিলাম অথচ গর্ভপাত করব না এটা বলার মতো সাহসও ছিল না। আমাকে সিদ্ধান্তটা একাই নিতে হয়েছিল। গর্ভপাতের বিষয়টা আমি কাউকে জানতে দিইনি।'
আরও পড়ুন শুটিং সেটে কিংবদন্তি অভিনেতাকে সপাটে চড়! বিবাহিত অভিনেত্রীকে ভালবেসে সাজা পান সঞ্জীব